লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Xiaomi 15 Discount: ২১ হাজার টাকার পর্যন্ত ডিসকাউন্ট, শুরু হল Xiaomi 15 ও Xiaomi 15 Ultra এর বিক্রি | Xiaomi 15 Ultra Pre Orders

Published on:

গত ১১ মার্চ ভারতে লঞ্চ হয়েছে Xiaomi 15 সিরিজ। আর আজ থেকে শুরু হল এই দুই ফোনের সেল। সেলের প্রথম দিনেই পাওয়া যাচ্ছে দারুন অফার ও ছাড়। এই সিরিজে দুটি মডেল লঞ্চ করেছে কোম্পানি – Xiaomi 15 এবং Xiaomi 15 Ultra। একগুচ্ছ এআই ফিচার, চোখ ধাঁধানো ক্যামেরা এবং শক্তিশালী প্রসেসর রয়েছে এই সিরিজে। একনজরে দেখে নেওয়া যাক উভয় ফোনের দাম এবং অ্যামাজনে কত টাকা ছাড় ও কী অফার রয়েছে।

READ MORE:  Xiaomi 15 Features: মার্চের শুরুতেই জোড়া ধামাকা, ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সহ Xiaomi 15 ও Xiaomi 15 Ultra এই তারিখে লঞ্চ হচ্ছে | Xiaomi 15 Ultra Launch Date in India

Xiaomi 15 ও Xiaomi 15 Ultra মডেলে পাওয়া যাচ্ছে বিশাল ছাড় : আকর্ষণীয় ডিল ও অফার

শাওমি ১৫ সিরিজের প্রথম সেলেই রয়েছে দারুন অফার। শাওমি ১৫ আলট্রা এর ১৬ জিবি র‌্যাম এবং ৫১২ জিবি মডেলের দাম ১,০৯,৯৯৯ টাকা। তবে আপনি এটির উপর ২১,৯৯৯ টাকা ছাড় পাবেন। এছাড়াও, ICICI ব্যাংকের ক্রেডিট এবং ডেবিট কার্ডের মাধ্যমে ১০,০০০ টাকার তাৎক্ষণিক ছাড়ও পেতে পারেন। এর সঙ্গে ৫,৯৯৯ টাকার শাওমি কেয়ার প্ল্যানও পাওয়া যাচ্ছে।

READ MORE:  200MP ক্যামেরার সেরা ফোন আনছে শাওমি, ফার্স্ট লুক প্রকাশ্যে

অপরদিকে, শাওমি ১৫ মডেলে ১০ হাজার টাকার সুবিধা পাবেন। স্মার্টফোনটির দাম ৬৪,৯৯৯ টাকা। তবে আপনি এটি ৫৯,৯৯৯ টাকায় পেতে পারেন। কীভাবে? ICICI ব্যাংক ক্রেডিট কার্ডে ৫০০০ টাকার ছাড় রয়েছে, সঙ্গে ৫৯৯৯ টাকার শাওমি কেয়ার প্ল্যান পাওয়া যাচ্ছে। দুটি স্মার্টফোনের প্রি-বুকিং আজ অর্থাৎ ১৯ মার্চ দুপুর ১২টা থেকে শুরু হয়েছে।

Xiaomi 15 ও Xiaomi 15 Ultra : স্পেসিফিকেশন

শাওমি ১৫ এবং শাওমি ১৫ আলট্রা দুই ডিভাইসেই কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর, অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম রয়েছে। ক্যামেরার ক্ষেত্রে OIS-সহ ৫০ মেগাপিক্সেল LYT-৯০০ প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, OIS-সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX ৮৫৮ টেলিফটো ক্যামেরা এবং ২০০ মেগাপিক্সেল ISOCELL HP৯ পেরিস্কোপ টেলিফটো সেন্সর পাওয়া যাবে।

READ MORE:  ডার্ক কালার সহ Samsung Galaxy S25 Ultra বাজারে ঝড় তুলবে, ফাটাফাটি ক্যামেরা তো আছেই | Samsung Galaxy S25 Ultra Dark Colour Variant in India

অন্যদিকে, শাওমি ১৫-তে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যার মধ্যে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল, ৫০ মেগাপিক্সেল টেলিফটো OIS এবং ৩x অপটিক্যাল জুম রয়েছে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.