শ্বেতা মিত্র, কলকাতা: খাতায় কলমে শীত এখনও বিদায় নেয়নি। ভোরের দিকে কুয়াশা, রাতের দিকে নামছে পারদ। এরই মধ্যে বৃষ্টির ভ্রূকুটি। মঙ্গলবার থেকেই বাংলার বেশ কিছু জায়গায় আবহাওয়ার মতিগতি বদলাতে শুরু করেছিল। বিগত দিন দুই তিনের তুলনায় বুধবার সকাল থেকে আবহাওয়া অনেকটাই আলাদা। গরম ভাব অনেকটাই কম। বইছে ঠান্ডা ঠান্ডা হাওয়া, আকাশে মেঘ।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
দিনভর বৃষ্টির সম্ভাবনা
কলকাতা সহ কলকাতার আশেপাশের আবহাওয়া এদিন কিছুটা এরকমই। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় রবিবার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া, বজ্রপাত, শিলাবৃষ্টির সম্ভাবনার রয়েছে। মঙ্গলবার রাতেই খড়গপুর সহ পশ্চিম মেদিনীপুর জেলার বেশ কিছু জায়গায় ঝড়-জল, শিলাবৃষ্টি হয়েছে। ভেঙে পড়েছিল গাছ, দাঁড়িয়ে পড়েছিল ট্রেন।
ঝড় জল বাংলার উত্তর থেকে দক্ষিণ, একাধিক জেলায় হতে পারে। উত্তরবঙ্গ ধরলে বৃষ্টির সম্ভবনা রবিবারের পরেও থাকছে। ইতিমধ্যে জারি করা হয়েছে হলুদ সতর্কবার্তা। মৎস্যজীবীদের এখনই গভীর সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রাপ্ত খবর অনুযায়ী, বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হতে পারে ঝড় জল। কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুরে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে বেশি হলেও হতে পারে। দার্জিলিংয়ের উঁচু এলাকায় রয়েছে বরফ পড়ার সম্ভাবনা।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
একাধিক জেলায় জারি সতর্কতা
সিকিমেও হতে পারে তুষারপাত। তবে রাজ্যের সর্বত্র, নূন্যতম তাপমাত্রার হেরফের হয়তো খুব একটা হবে না। মোটামুটি বলাই যায়, শীতকাল বিদায়ের মুখে রয়েছে। দিন কয়েক আগেই দিনের বেলা রোদের তেজ ছিল অনেকটাই। তবে আবহাওয়ার মতিগতি বোঝা এখন বড়ই দুষ্কর।
কখনও গরম তো কখনও আবার ঠান্ডা। এরই মধ্যে বৃষ্টির সম্ভবনা। মেনে চলুন চিকিৎসকদের পরামর্শ। আপাতত হালকা কোনো গরম কাপড়ের পাশাপাশি একটা ছাতাও রাখুন হাতের কাছে। বলা যায় না, কখন কোনটা কাজে লাগে!