লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Weather Today: বাড়বে শীত, হবে বৃষ্টিও, ভ্যালেনটাইন্স ডে-তে কেমন থাকবে বাংলার আবহাওয়া? | South Bengal Winter Update Valentines Day

Published on:

শ্বেতা মিত্র, কলকাতা: বদলে গেল বাংলার আবহাওয়া। শীত এখনো পুরোপুরি না গেলেও নতুন করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এমনিতে শুক্রবার সকাল থেকেই কালো মেঘে ঢেকে রয়েছে বাংলার আকাশ। সেইসঙ্গে একটা গুমোট ভাবও রয়েছে। তবে ভোরের দিকে আবার জেলায় জেলায় ঘন কুয়াশার দাপট ছিল। যাইহোক, আজ সারাদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে জেনে নিন ঝটপট।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই জেনে নেওয়া যাক আজ সারাদিন দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে। আজ মোটের ওপর কিছু জেলায় ঠান্ডার বেশ আমেজ থাকবে। এই জেলাগুলি হল পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। তাপমাত্রা থাকবে ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে চারটি জেলায়— উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং নদিয়া। এ ছাড়াও বাকি জেলাগুলিতে কমবেশি কুয়াশা থাকবে। এদিকে আইএমডি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় উত্তর-পশ্চিম ভারত ও মধ্য ভারতের সমভূমির অনেক জায়গায় দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমবঙ্গ রাজ্যের কিছু জায়গায় ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমেছে। আগামী এক থেকে দুইদিন তাপমাত্রা নিম্নমুখীই থাকবে বলে খবর।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। এদিন ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায়। সেইসঙ্গে বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙ-এ।

আগামীকালের আবহাওয়া

সপ্তাহান্তে কেমন থাকবে বাংলার আবহাওয়া জানেন? আলিপুর জানিয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া কুয়াশা থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায়।

READ MORE:  দার্জিলিং, সিকিম যাওয়া আরও সহজ! শিয়ালদা থেকে উত্তরবঙ্গের নতুন ট্রেন! দেখুন সময়সূচী

দার্জিলিং ও কালিম্পং জেলায় এই পুরো সপ্তাহেই মেঘ বৃষ্টির খেলা চলতে থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ১৮ থেকে ২০ শে ফেব্রুয়ারির মধ্যে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে প্রধানত বিকেলের কিংবা রাতের দিকে, বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে বাংলাদেশ এবং উপকূল সংলগ্ন জেলাগুলিতে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.