শ্বেতা মিত্র, কলকাতা: মার্চ মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই তাপপ্রবাহের সৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গজুড়ে। জেলায় জেলায় রীতিমতো কালঘাম ছুটে যাচ্ছে সাধারণ মানুষের। এপ্রিল, মে মাসে কী হবে সেটা ভেবেই কার্যত শিহরিত বাংলার মানুষ। তবে চিন্তা নেই, কারণ নতুন সপ্তাহ থেকে ফের একবার পারদ পতনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া অফিস। সেইসঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝেঁপে বৃষ্টির পূর্বাভাসও জারি করা হয়েছে জেলায় জেলায়। ভিজবে কলকাতা শহরও। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। যদিও আজ রবিবার থেকে আগামীকাল ১৭ মার্চ পর্যন্ত পশ্চিমবঙ্গে তাপপ্রবাহের মতো পরিস্থিতি বজায় থাকার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) কেমন থাকবে সে ব্যাপারে। আজও বহু জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলি হল বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর। মাত্রাছাড়া গরম থাকবে নদীয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, হুগলি, পূর্ব মেদিনীপুর, কলকাতায়। প্রত্যেকটি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ২০ মার্চ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যার ফলে কিছুটা হলেও স্বস্তি পাবেন বঙ্গবাসী।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। আজ আবার উত্তরের দুই জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলি হল দার্জিলিং ও কালিম্পঙ।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
আগামীকালের আবহাওয়া
এবার এক নজরে দেখে নিন আগামীকাল সোমবার অর্থাৎ সপ্তাহের শুরুতেই কেমন থাকবে বাংলার আবহাওয়া সে সম্পর্কে। আলিপুরের বুলেটিন অনুযায়ী, এদিনও কিছু জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। এই জেলাগুলি হল বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা।
মাত্রাছাড়া গরম থাকবে কলকাতা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, নদীয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনায়। অন্যদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি জেলায়। ফলে ছাতা সঙ্গে রাখতে ভুলবেন না।