লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Wari Chora Tour Plan: ভারতে এক টুকরো ‘বালি’, বাংলার পাশেই রয়েছে স্বর্গের মতো সুন্দর এই জায়গা | Meghalaya SHillong Tourist Spot Wari Chora

Updated on:

শ্বেতা মিত্র, কলকাতাঃ বিদেশ ছাড়ুন। আমাদের দেশেই এমন অনেক জায়গা রয়েছে যেখানে গেলে মনে হবে, এটাই হয়তো স্বর্গ। ভারতের উত্তরে পাহাড়, দক্ষিণে সাগর, পশ্চিমে সাগর ও মরুভূমি পূর্বে সবুজ পাহাড়। ঝর্না, ঝোরা নদী রয়েছে অগুণতি। এমন প্রাকৃতিক বৈচিত্র্য আর কোথায় – এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি… । আজ আমরা এমন একটা জায়গার সন্ধান দিতে চলেছি, যেখানকার ছবি দেখলে মনে হবে বিদেশের কোনো বর্ষা অরণ্য।


আমাদের সাথে যুক্ত হন

Join Now

ঘুরে আসুন ভারতের ‘বালি’ থেকে

ইন্দোনেশিয়ার বালি নামের জায়গার কথা নিশ্চয়ই শুনেছেন। সোশ্যাল মিডিয়ার দৌলত্যে বালি এখন বিখ্যাত এক পর্যটন স্থল। আমাদের দেশেই এমন একটা জায়গা রয়েছে যেটা ইন্দোনেশিয়ার বালির থেকে কোনো অংশে কম তো নয়ই, বরং প্রাকৃতিক সৌন্দর্যের নিরিখে টেক্কা দেওয়ার দাবি রাখতে পারে। কোথায় সেই জায়গা?

READ MORE:  Weather Update: চৈত্রের শেষে কালবৈশাখীর সঙ্গে বজ্রপাত ও বৃষ্টি দক্ষিণবঙ্গে, আগামীকালের আবহাওয়া | Thunderstorm And Rain Alert In South Bengal

জায়গাটা মেঘালয়ের শিলং থেকে প্রায় ২৭০ কিলোমিটার দূরে। শিলং যাওয়া তো সহজ। কিন্তু এরপরের রাস্তা অ্যাডভেঞ্চারে ভরপুর। ওয়ারী চোরা (Wari Chora) নামের এই জায়গা দক্ষিণ গারো পাহাড়ে অবস্থিত। শিলং ছড়িয়ে যেতে হবে অনেকটা। রাস্তার কিছুটায় রয়েছে এবড়োখেবড়ো পথ। আগে থেকে বলে রাখা ভালো, যারা বিভিন্ন নামী হোটেল বুক করে ঘুরতে অবস্থিত, তাঁদের জন্য এই জায়গায় যাওয়া একটু কষ্টসাধ্য হতে পারে। উঁচুনিচু রাস্তা, বেশ কিছুটা রাস্তা ট্রেক। তবে হ্যাঁ, একবার যদি এখানে পৌঁছে যান, তাহলে সেটা হবে লাইফটাইম মেমোরি।

READ MORE:  বেড়ে গেলে অবসরের বয়স! এই সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা রাজ্যের

ঘুরে আসুন ওয়ারী চোরা

সরু পথের দুই ধারে ঘন জঙ্গল। প্রকৃতি এখানে বেড়ে উঠেছে নিজের মতো করে। স্থানীয় গাইডের সাহায্য নিয়ে যেতে হবে। পথে দুই ধারে দেখতে পাবেন বহু নাম না জানা গাছগাছালির কোলাকুলি, পাখিদের কলতান। ধাপে ধাপে নেমে গিয়েছে ঝর্না। খাদের মাঝখান দিয়ে বয়ে চলেছে নীলচে সবুজ রঙের নদী। রয়েছে জল ভ্রমণের ব্যবস্থা। ঘন গাছ লতাপাতা, খাদের ফাঁক ফোঁকর দিয়ে চুঁয়ে পড়ছে রোদ। যেমনটা সিনেমায় দেখা যায়।

READ MORE:  Club Cricket: ১৬ বছরের পুত্রের সঙ্গে ফের মাঠে দ্রাবিড়, কত রান করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ? | Rahul Dravid Played Club Cricket

জায়গাটা যেহেতু লোকবসতি থেকে অনেকটা দূরে, তাই পর্যটক সমাগম হাতেগোনা। নির্বিঘ্নে প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে পারেন, মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারবেন। একবার ঘুরে আসুন। পরে গল্প বলার মতো রসদ পেয়ে যাবেন।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.