লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Vivo Y37C Launch: Vivo Y37c এর পর আগামী মাসের‌ শুরুতে লঞ্চ হচ্ছে Vivo Y300 GT স্মার্টফোন, থাকবে বিশাল বড় ব্যাটারি

Published on:

ভিভো আগামী মাসে ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন Vivo Y300 GT বাজারে আনতে চলেছে। এই ফোনটি আগামী ৯ মে চীনে লঞ্চ হবে এবং ইতিমধ্যেই এর প্রি-অর্ডার শুরু হয়েছে। মনে করা হচ্ছে ডিভাইসটি iQOO Z10 Turbo-এর রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। এর বিশেষ বিশেষ ফিচারের মধ্যে থাকবে ১.৫কে রেজোলিউশনের ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪০০ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ ও ৭৬২০ এমএএইচ ব্যাটারি। আসুন Vivo Y300 GT সম্পর্কে আপাতত কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

READ MORE:  CMF Phone 2 Pro Launched: ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সহ CMF Phone 2 Pro ভারতে লঞ্চ হল, রয়েছে নজরকাড়া ডিজাইন

Vivo Y300 GT এর স্পেসিফিকেশন ও ফিচার

ভিভো ওয়াই৩০০ জিটি ডিভাইসের সামনে দেখা যাবে ৬.৭৮ ইঞ্চি ১.৫কে রেজোলিউশনের OLED ডিসপ্লে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪০০ চিপসেট ব্যবহার করা হয়েছে, যার সাথে ১৬ জিবি পর্যন্ত LPDDR5x র‌্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত UFS 4.1 স্টোরেজ থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৭৬২০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

READ MORE:  Poco-র ভ্যালেন্টাইনস ডে সেল, ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ফোনের সাথে বাম্পার ছাড়

ফটোগ্রাফির জন্য ভিভো ওয়াই৩০০ জিটি স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এটি ব্ল্যাক এবং শ্যাম্পেন গোল্ড কালার অপশনে আসবে।

এদিকে, সম্প্রতি চীনে Vivo Y37c লঞ্চ হয়েছে। এতে রয়েছে ৬ জিবি র‌্যাম, ১২৮ জিবি স্টোরেজ, এবং ৬.৫৬ ইঞ্চির HD+ ডিসপ্লে যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট। পারফরম্যান্সের জন্য এতে Unisoc T7225 ব্যবহার করা হয়েছে, আর ফটোগ্রাফির জন্য পাওয়া যাবে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটি ৫৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে যা ১৫ ওয়াট চার্জিং সাপোর্ট করে।

READ MORE:  খুব সস্তায় চমৎকার 5G ফোন আনছে Oppo, পাবেন OLED ডিসপ্লে ও 6500mAh ব্যাটারি

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.