Vivo V50: ছবি দেখলেই কেনার ইচ্ছা জাগবে! লঞ্চের আগেই ফাঁস Vivo V50-এর ডিজাইন, ফিচার্স | Vivo V50 Launch Date

Oindrila Sen

vivo-v50-design-leak-colors-features-launch

সবকিছু ঠিকঠাক চললে Vivo V40 ফেব্রুয়ারিতে ভারতে আসতে পারে। জল্পনা শোনা যাচ্ছে যে, চীনে লঞ্চ হওয়া Vivo S20-এর রিব্র্যান্ডেড সংস্করণ হবে এটি। অফিসিয়াল লঞ্চের আগেই ভিভোর এই নতুন মিড-রেঞ্জ স্মার্টফোনের ডিজাইন, মেজর ফিচার্স সহ নানা ডিটেলস প্রকাশ্যে এসেছে। চলুন দেখে নিই, এই ফোনে কী কী চমক থাকবে।

Vivo V50: ডিজাইন ও ফিচার্স

READ MORE:  iQOO Neo 10R: লেটেস্ট স্ন্যাপড্রাগন প্রসেসরের সবচেয়ে সস্তা ফোন হবে iQOO Neo 10R, দাম কত হবে দেখুন | iQOO Neo 10R India Launch Date

টিপস্টার যোগেশ ব্রার তাঁর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে নতুন ফোনটির ফার্স্ট লুক প্রকাশ করেছে। তাঁর দাবি, Vivo V50 ফ্ল্যাগশিপ X200 Pro-এর মতো কোয়াড-কার্ভড ডিসপ্লের সঙ্গে আসবে। টিপস্টারের আরও দাবি, এটি ৬,০০০ এমএএইচ ব্যাটারি সহ “সেগমেন্টের সবচেয়ে পাতলা ফোন” হতে পারে। কিন্তু ঠিক কেমন প্রাইস সেগমেন্টে আসবে, সে বিষয়ে কিছু জানা যায়নি।

READ MORE:  বইমেলায় ঘুরতে গিয়ে স্মার্টফোন, মানি ব্যাগ হারিয়ে গেছে? জানুন ফিরে পাওয়ার উপায়

পোস্টে প্রকাশিত ছবিতে V50 মডেলটিকে রোজ রেড কালার স্কিমে দেখা গিয়েছ ডিজাইনটি  S20-এর চাইনিজ ভার্সনের অনুরূপ। ব্যাক প্যানেলের উপরের বাম কোণে পিল-আকৃতির ক্যামেরা মডিউলের মধ্যে দুটি ক্যামেরা সেন্সর এবং একটি রিং-এর মতো এলইডি ফ্ল্যাশ ইউনিট রয়েছে। ভলিউম রকার এবং পাওয়ার বাটন হ্যান্ডসেটের ডান প্রান্তে অবস্থিত।

অন্যান্য স্পেসিফিকেশন বা ফিচার্সের কথা বললে, Vivo V50 স্মার্টফোনে Snapdragon 7 Gen 3 চিপ এবং সেলফি-ভিডিয়ো কলের জন্য ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে। বৈশিষ্ট্যগুলি Vivo S20-এর সঙ্গে মিলে যায়। তবে ৬,০০০ এমএএইচ ব্যাটারির পরিবর্তে, চাইনিজ S20 মডেলটি ৮০ দ্রুত চার্জিং সাপোর্ট সহ ৬,৫০০ এমএএইচ ব্যাটারি অফার করে।।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  এই পাঁচ কারণে ১০ হাজার টাকার কমে সেরা স্মার্টফোন Motorola G35 5G