লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Vivo T4x 5G Camera: দুর্দান্ত ক্যামেরার Vivo T4x 5G হবে এত সস্তা, লঞ্চের আগেই দাম ফাঁস | Vivo T4x 5G Price in India

Published on:

ভিভো শীঘ্রই ভারতে দুর্দান্ত ফিচার সহ Vivo T4x 5G লঞ্চ করতে চলেছে। সম্প্রতি সংস্থাটি এর লঞ্চের তারিখ প্রকাশ করেছে। আগামী ৫ মার্চ এটি বাজারে আসবে। ফোনটির মাইক্রোসাইট ইতিমধ্যেই ফ্লিপকার্টে লাইভ রয়েছে। এখান থেকে এর ব্যাক প্যানেলের ডিজাইন সামনে এসেছে। এছাড়া জানা গেছে যে, লঞ্চের পরে ডিভাইসটি ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। আসুন Vivo T4x 5G সম্পর্কে আপাতত কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

READ MORE:  Samsung Galaxy M35 5G Discount: অনেকটাই সস্তা হল ট্রিপল রিয়ার ক্যামেরার Samsung Galaxy M35 5G, রয়েছে ৬০০০mAh ব্যাটারি | Samsung Galaxy M35 5G Offer Price

ভারতে Vivo T4x 5G এর দাম

ভিভো জানিয়েছে যে, ভিভো টি৪এক্স ৫জি এর দাম রাখা হবে ১২,xxx টাকা, অর্থাৎ ফোনটি ভারতে ১৩ হাজার টাকার কমে আসবে। টিজারে আরও জানা গেছে যে ডিভাইসটি ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

Vivo T4x 5G এর স্পেসিফিকেশন ও ফিচার (লিক)

ফ্লিপকার্ট এর মাইক্রোসাইট থেকে জানা গেছে যে, ভিভো টি৪এক্স ৫জি ডিভাইসে সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারি থাকবে। এটি ৬৫০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে। স্মার্টফোনটি দুটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে – প্রোন্টো পার্পল এবং মেরিন ব্লু। এতে রিং লাইট এবং এলইডি ফ্ল্যাশলাইট সহ আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউল থাকবে।

READ MORE:  সামনে এবং পিছন দুটোই ৫০ মেগাপিক্সেল, তুখোড় ক্যামেরা সহ আসছে ভিভো ভি৫০ই

এর সাথে পাওয়া যাবে স্পিকার, ইউএসবি টাইপ-সি পোর্ট ও মাইক্রোফোন। ফোনের ডান দিকে থাকবে পাওয়ার ও ভলিউম রকার। এতে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা পাওয়া যাবে। পারফরম্যান্সের জন্য এই স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ চিপসেট এবং ৮ জিবি পর্যন্ত র‌্যাম দেওয়া হবে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচওএস ১৫ কাস্টম স্কিনে চলে।

READ MORE:  ক্যামেরা পুরো তাক লাগিয়ে দেবে! ভারতে একজোড়া দুর্ধর্ষ স্মার্টফোন আনছে Vivo
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.