Virat Kohli: ফাইনাল জিতেই এক বৃদ্ধার পায়ে পড়লেন বিরাট! কে তিনি? পরিচয় জেনে আপ্লুত হবেন | Virat Touches Shami's Mother Feet
বিক্রম ব্যানার্জী, কলকাতা: রবিবার মরুদেশেই চ্যাম্পিয়নস ট্রফি কাঁধে তুলেছে ভারতীয় দল। এদিন দুবাইয়ের রাতটা ভারতের জন্য কার্যত মায়াবী হয়ে উঠেছিল। মিনি বিশ্বকাপের মেগা ফাইনালে কিউইদের বিদায় জানিয়ে জয়ের খুঁটি গেড়ে দেয় টিম ইন্ডিয়া। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে জাদেজার বাউন্ডারিতে মিনি বিশ্বকাপের যাত্রায় আপাতত ইতি।
ম্যাচ শেষ করেই ফাইনাল জয়ের সেলিব্রেশনে মেতে ওঠে মেন ইন ব্লু। তবে এদিন ভারতীয় ক্রিকেটারদের সেলিব্রেশনের মাঝেই আচমকা কোহলিকে (Virat Kohli) এক বৃদ্ধার পা ছুঁয়ে প্রণাম করতে দেখা গিয়েছিল। আর এর পরই টিম ইন্ডিয়ার অভিজ্ঞ তারকাকে নিয়ে প্রশংসার ঝড় উঠেছে নেট দুনিয়ায়।
ভারতীয় খেলোয়াড়দের মধ্যে তাঁকেই খানিকটা রূঢ় ও অহংকারী বলে দাবি করেন অনেকে। তবে গতকাল ফাইনাল জয়ের পর সেই অপবাদ একেবারে ঘুচিয়ে দিয়েছেন ভারতীয় মহাতারকা। রবিবার দুবাইয়ের মাঠে চ্যাম্পিয়নস ট্রফি জয়ের ট্রেডমার্ক সাদা ব্রেজার পরে সেলিব্রেশনের অপেক্ষায় ছিলেন ভারতীয় খেলোয়াড়রা। মাঠে ঘোরাঘুরি করছিলেন টিম ইন্ডিয়ার সকলেই। এমতাবস্থায়, বিরাট কোহলির সাথে মা ও পরিবারের দেখা করিয়ে দেন ভারতীয় পেসার মহম্মদ শামি।
এদিন সতীর্থর মাকে দেখতেই পা ছুঁয়ে প্রণাম করেন বিরাট। যা খেলোয়াড়ের পারিবারিক শিক্ষা ও সংস্কৃতির প্রতিফলন ঘটিয়েছে। গতকাল হাসিমুখে ছুটে এসে শামির মায়ের পা ছুঁয়ে প্রণাম করেন কোহলি। বৃদ্ধাও পিঠ চাপড়ে দেন বিরাটের। পরে পাশে দাঁড়িয়ে একসাথে ছবিও তুলতে দেখা গিয়েছে তাঁদের। যেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই কোহলিকে নিয়ে গর্ববোধ করছেন ভক্তরা।
গত কয়েক বছরের যাবতীয় অপবাদ ফাইনাল জিতেই ঘুচিয়ে দিয়েছে ভারতীয় দল। সেই একই পথ ধরে সুমার্জিত আচরণে ঘুচে গিয়েছে কোহলিকে ঘিরে থাকা অহংকারী তকমাও। রবিবার দুবাইয়ের মাঠে শামির মাকে প্রণাম করতেই বিরাটকে নিয়ে তীব্র উচ্ছ্বাস প্রকাশ করেছেন নেট পাড়ার বাসিন্দারা।
অবশ্যই পড়ুন: জল্পনার মুখে আগুন দিয়ে অবসরের প্ল্যান জানালেন রোহিত শর্মা
কোহলিকে নিয়ে সমস্ত জল্পনা উড়িয়ে, নেট নাগরিকদের একটা বড় অংশ লিখেছেন, এটাই ভারতীয় সংস্কার। কেউ আবার লিখেছেন, মা তো মাই হয়ে থাকে। কোহলি ভক্তদের মধ্যে অনেকেই আবেগি হয়ে লিখেছেন, আমরা একজন সঠিক মানুষকে নিজেদের আইডল বানিয়েছি। সব মিলিয়ে, বিরাটের রবিবারের আচরণ মুছে দিয়েছে সমস্ত কালো দাগ। যার জেরে খেলোয়াড়কে নিয়ে বুক চিতিয়ে গলা ফাটিয়েছেন অনেকেই।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের (India) ভূস্বর্গ কাশ্মীরের মাটিতে দাঁড়িয়ে অমুসলিম পর্যটকদের বেছে বেছে হত্যা করেছে…
টাটা মোটরস তাদের জনপ্রিয় ছোট গাড়ি ন্যানোকে নতুন রূপে ফিরিয়ে আনতে প্রস্তুত, এবার সম্পূর্ণ ইলেকট্রিক…
সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান সময়ে টেলিকম গ্রাহকদের সবথেকে বড় সমস্যা হয় দাঁড়ায় বারবার রিচার্জ করা।…
সহেলি, মিত্র, কলকাতা: মে মাস শুরু হওয়ার আগেই মিলল বিরাট সুখবর। মুদ্রাস্ফীতির বাজারে অনেকটাই স্বস্তির…
সহেলি মিত্র, কলকাতাঃ আবহাওয়ার ডিগবাজি হয়তো একেই বলে। মাঝে যে হারে গরম বেড়েছিল তাতে করে…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১ মে, বৃহস্পতিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন যেতে…
This website uses cookies.