Viral Video: একেই বলে বুকের পাটা! ঢিল মেরে সিংহ তাড়ালেন লোকো পাইলট! হু হু করে ভাইরাল ভিডিও | Loco Pilot Scaring Lion from Railway Tracks with Stone

Oindrila Sen

Viral Video: একেই বলে বুকের পাটা! ঢিল মেরে সিংহ তাড়ালেন লোকো পাইলট! হু হু করে ভাইরাল ভিডিও | Loco Pilot Scaring Lion from Railway Tracks with Stone

শ্বেতা মিত্র, কলকাতাঃ সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যেখানে মিনিটে মিনিটে কিছু না কিছু ভিডিওজ ছবি পোস্ট হচ্ছে। আর যেগুলি দেখে কখনো আমাদের ভালো লাগে, আবার খারাপ লাগে কিংবা রাগ হয়। কিন্তু এবার সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল হয়েছেন যা দেখে নেটিজেনদের চোখ রীতিমতো কপালে উঠেছে। কেউ হয়তো স্বপ্নেও ভাবতে পারেননি যে সোশ্যাল মিডিয়ার দৌলতে তাঁরা এরকম ভিডিও-ও কোনোদিন দেখতে পাবেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে যে ট্রেনের লোকো পাইলট ট্রেন থেকে নেমে কুকুরের মতো একটি সিংহকে তাড়াচ্ছে। হ্যাঁ ঠিকই শুনেছেন। আবার ঘটনাটি ভারতেই বলে দাবি করা হয়েছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি Indiahood.in।

READ MORE:  কোমর দুলিয়ে দুর্দান্ত নাচলেন সুন্দরী যুবতী, ইনস্টাগ্রামে ভাইরাল ভিডিও

ঢিল ছুঁড়ে সিংহ তাড়াচ্ছেন লোকো পাইলট!

ভিডিওতে দেখা যাচ্ছে, একটি জঙ্গলের মতো জায়গা দিয়ে রেললাইন পাতা রয়েছে এবং সেটির ওপর দাঁড়িয়ে ইঞ্জিন। এরপর সেই ইঞ্জিন থেকে নেমে লোকো পাইলট বেশ কয়েকটি পাথর নিয়ে দৌড়ে জঙ্গলের দিকে দৌড়ে যাচ্ছেন। কারণ সেখানে রয়েছে সিংহ। এ যেন এক টুকরো হলিউড সিনেমা। কিন্তু এটি সত্যিই ঘটেছে বলে দাবি করা হয়েছেন ভিডিওতে। ঘটনাটি নাকি ঘটেছে গুজরাটে। স্বাভাবিকভাবেই এহেন ভিডিও দেখে চোখ কপালে উঠেছে নেটাগরিকদের।

READ MORE:  Things to See in Maha Kumbh: শুধুই নয় পুণ্যস্নান, মহাকুম্ভে গেলে এই ১২টি স্থান দর্শন করলে স্মৃতি থাকবে আজীবন | 12 Places you Must Visit After MahaKumbh Punya Snan in 2025

ভাইরাল ভিডিওটি

ভিডিও-র ক্যাপশন অনুযায়ী, গুজরাটের ভাবনগর ডিভিশনে লোকো পাইলট ও ফরেস্ট ট্র্যাকারদের সহায়তায় ট্রেনের ধাক্কা থেকে রক্ষা পেয়েছে দুটি সিংহ। এমনিতে ভাবনগর রেলওয়ে বিভাগের পক্ষ থেকে সিংহ ও বন্যপ্রাণী রক্ষার জন্য নিরন্তর প্রচেষ্টা চালানো হচ্ছে। ডিভিশনের নির্দেশনা অনুযায়ী ট্রেন পরিচালনাকারী লোকো পাইলটরা নির্ধারিত গতি মেনে বিশেষ সতর্কতার সঙ্গে কাজ করছেন।

READ MORE:  বাংলাদেশের LPG Gas সিলিন্ডারের দাম কি ভারতের থেকে কম? জানুন দুই দেশের ডিসেম্বর মাসের লেটেস্ট রেট

ভাবনগর রেলওয়ে ডিভিশনের লোকো পাইলট এবং বন বিভাগের ফরেস্ট ট্র্যাকারদের সহায়তায় এই আর্থিক বছরে এখনও পর্যন্ত মোট ১২৮টি সিংহকে রক্ষা করা হয়েছে। এদিকে খবর পেয়ে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রবীশ কুমার, অতিরিক্ত ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শ্রী হিমাংশু শর্মা এবং অন্যান্য আধিকারিকরা লোকো পাইলটদের দুঃসাহসিক কাজের প্রশংসা করেন।