UPI New Rules: ১ ফেব্রুয়ারি থেকে আটকে যাবে ইউপিআই পেমেন্ট, এক্ষুনি এই কাজ করুন

Oindrila Sen

Npci Upi new rules remove special characters from upi transaction id avoid payment failed

ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) সম্প্রতি তাদের ইউপিআই পেমেন্টের নিয়মে পরিবর্তন এনেছে। নয়া নিয়মে বলা হয়েছে ইউপিআই আইডিতে (UPI ID) কোনও বিশেষ ক্যারেক্টার অন্তর্ভুক্ত করা যাবে না। এনপিসিআই নিশ্চিত করেছে যে, ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে ইউপিআই আইডি বা ট্রানজ্যাকশন আইডিতে বিশেষ অক্ষর থাকলে পেমেন্ট যাবে না। তাই যদি আপনার ইউপিআই আইডিতে কোনো বিশেষ অক্ষর থেকে থাকে তবে এক্ষুনি তা পরিবর্তন করুন।

গত ৯ জানুয়ারি এনপিসিআইয়ের তরফে নতুন নিয়মের কথা উল্লেখ করে একটি সার্কুলার জারি করা হয়। এতে স্পষ্টভাবে বলা হয় যে ইউপিআই আইডি এখন কেবল আলফানিউমেরিক হতে পারে। এর অর্থ এটিতে কেবল সংখ্যা এবং অক্ষর থাকতে পারে। অর্থাৎ বিশেষ অক্ষর এতে ব্যবহার করা যাবে না। যদি কোনও আইডিতে বিশেষ অক্ষর থাকে তবে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে পেমেন্ট প্রত্যাখ্যান করবে।

READ MORE:  নেটওয়ার্ক না থাকলেও হবে ভিডিও কল, Vodafone -র প্রযুক্তিতে তাজ্জব বিশ্ব

জনপ্রিয় ইউপিআই পেমেন্ট অ্যাপগুলি কোনো অ্যাকাউন্টের জন্য ইউপিআই আইডি তৈরি করার সময়, ব্যবহারকারীদের কাছে কাস্টম ইউপিআই আইডি তৈরি করার সুবিধা দেয়। আগে কোনো নিয়ম না থাকায় যদি আপনার বর্তমান ইউপিআই আইডিতে কোনও বিশেষ অক্ষর থেকে থাকে, তবে এক্ষুনি এডিট করে বিশেষ অক্ষর সরিয়ে ফেলুন।

কারণ ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়া নতুন নিয়ম অনুযায়ী, আপনি যদি সময়মতো আইডি পরিবর্তন না করেন, তবে আপনি ইউপিআই পেমেন্ট করতে পারবেন না। ফলে যদি কেবল আপনার UPI পেমেন্ট বারবার ব্যর্থ হয় তবে বুঝতে আপনার UPI আইডিতে সমস্যা থাকতে পারে।

READ MORE:  এআই দিয়ে হ্যাক করা হচ্ছে কোটি কোটি Gmail অ্যাকাউন্ট, মুহূর্তে ফোনের দখল নিচ্ছে হ্যাকাররা

নতুন UPI ID আগামী ১ ফেব্রুয়ারি থেকে লাগু হবে

নতুন নিয়ম অনুসারে, যদি আপনার ফোন নাম্বার 994455778866 হয় এবং আপনার ব্যাংক এইচডিএফসি ব্যাংক হয়, তাহলে পেমেন্ট অ্যাপ অটোমেটিক আপনার ইউপিআই আইডি তৈরি করে দেবে। আগে এক্ষেত্রে 994455778866@okhdfcbank আইডি পাওয়া যেত। তবে, এখন এই আইডির মাধ্যমে আর পেমেন্ট করা যাবে না। এখন নতুন ইউপিআই আইডি হবে 994455778866okhdfcbank।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  UPI Downtime: UPI পরিষেবা বন্ধের ঘোষণা ভারতের সবথেকে বড় ব্যাঙ্কের! কবে? জানাল HDFC | HDFC Bank Announce UPI Will Not Work For Few Hours Due To Maintainence Work