লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Ultraviolette F77 SuperStreet: ফাটাফাটি ইলেকট্রিক বাইক এল দেশে, ফুল চার্জে 323 কিমি চলবে, টপ স্পিড 155 কিমি | Ultraviolette F77 SuperStreet India Launch Date

Updated on:

অত্যাধুনিক ইলেকট্রিক বাইক তৈরির জন্য পরিচিত বেঙ্গালুরুর সংস্থা আল্ট্রাভায়োলেট (Ultraviolette) একটি নতুন ই-বাইক লঞ্চ করেছে। এটি তাদের F77 মডেলের নয়া ভ্যারিয়েন্ট হিসাবে বাজারে এসেছে। F77 Mach 2 একটি ইলেকট্রিক স্পোর্টস বাইক, যেখানে নতুন F77 Super Street মডেলটি রোড-ওরিয়েন্টেড বৈদ্যুতিক মোটরসাইকেল। সংস্থা বাইকটির বুকিং ১ ফেব্রুয়ারি থেকে শুরু করবে এবং ডেলিভারি দেবে মার্চে।

Ultraviolette F77 Super Street: ডিজাইন, রেঞ্জ, স্পিড, ফিচার্স

আল্ট্রাভায়োলেট এফ৭৭ সুপারস্ট্রিট দেখতে এফ৭৭ ম্যাক ২-এর অনুরূপ। একইরকম ডিজাইনের এলইডি হেডলাইট, বড় এবং তীক্ষ্ণ বডি প্যানেল, স্প্লিট সিট সেটআপ এবং চাকা রয়েছে এতে। পার্থক্য দেখা যাবে হ্যান্ডেলবারের। নতুন হ্যান্ডেলবার যোগ হওয়ার ফলে বাইকটি এখন আপরাইট আর্গোনোমিক্স অফার করবে।

READ MORE:  Yamaha R3 & MT 03: আনন্দে ভাসছে ক্রেতারা, বাইকের দাম পুরো 1 লক্ষ টাকা কমানোর ঘোষণা করল Yamaha | Yamaha R3 & MT 03 Price Drop India

সাসপেনশনের জন্য ফ্রন্ট ফর্ক এবং রিয়ার মনোশক ইউনিট রয়েছে। দৌড়বে ১৭ ইঞ্চি চাকায়৷ দুই দিকেই থাকছে একটি ডিস্ক ব্রেক। পারফরম্যান্সের কথা বললে, এফ৭৭ সুপারস্ট্রিট একটি ১০.৩ কিলোওয়াট আওয়ার ব্যাটারি এবং একটি ৩০ কিলোওয়াট আওয়ার ক্ষমতার ব্যাটারির সঙ্গে যুক্ত। প্রতি ঘন্টায় সর্বাধিক ১৫৫ কিলোমিটার গতি তুলতে সক্ষম।

ব্যাটারি পরিচালিত এই মোটরসাইকেল ফুল চার্জে ৩২৩ কিলোমিটার ছুটবে বলে দাবি করা হয়েছে। কোম্পানির অন্য মডেলের মতো নতুন ভেরিয়েন্টে তিনটি স্তরের ট্র্যাকশন কন্ট্রোল, দশটি স্তরের রিজেনারেটিভ ব্রেকিং, ডায়নামিক স্টেবিলিটি , কন্ট্রোল, এবিএস, হিল হোল্ড এবং স্মার্টফোন সংযোগ সহ একটি টিএফটি ডিসপ্লে রয়েছে।

READ MORE:  ইয়ামাহা-সুজুকি ভুলে যাবেন, সাশ্রয়ী মূল্যে দুর্দান্ত মেড-ইন-ইন্ডিয়া বাইক আসছে দেশে | Aprilia Tuono 457 India Launch Soon

Ultraviolette F77 Super Street দাম, কালার

আল্ট্রাভায়োলেট এফ৭৭ সুপারস্ট্রিট স্ট্যান্ডার্ড এবং রিকন ট্রিমে উপলব্ধ। চারটি রঙে এসেছে – টার্বো রেড, আফটারবার্নার ইয়েলো, স্টেলার হোয়াইট এবং কসমিক ব্ল্যাক। দাম ২.৯৯ লক্ষ টাকা (এক্স-শোরুম, দিল্লি) থেকে শুরু হচ্ছে। আজই এই হাই-পারফরম্যান্স ইলেকট্রিক বাইক বুক করতে পারবেন

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  Aprilia RS 457 Discount: হাই-স্পিডে বাইক চালানোর ইচ্ছা? Aprilia RS 457 স্পোর্টস বাইকে মিলছে 13,050 টাকা ছাড় | Aprilia RS 457 with Quickshifter Now Available

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.