লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Top 5 Wicket Taker In IPL: IPL-র সর্বোচ্চ উইকেট শিকারির প্রথম পাঁচে নেই বুমরাহ! লিস্টে এক KKR তারকা | Top 5 Wicket Taker In IPL

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL-এ সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন কোন বোলার (Wicket Taker)? এমন প্রশ্ন সমর্থক মহলে উত্থাপিত হয়েছে বহুবার। তবে সময়ের সাথে সাথে ক্রিকেটের রেকর্ডেও নানান ছন্দপতন হয়। একসময়ে উইকেট সংখ্যায় শীর্ষে থাকা বোলার দুর্বল ফর্মের কারণে তালিকা থেকে বাদ পড়েছেন এমন দৃষ্টান্তও রয়েছে অহরহ।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

এমনকি চোটের কারণেও দীর্ঘদিন মাঠে ফেরা হয়নি সেই নজির রয়েছে বিশ্ব ক্রিকেটে। IPL-এর ইতিহাসেও এমন নজির তৈরি হয়েছে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সর্বোচ্চ 5 উইকেট শিকারির তালিকা। তবে সেই প্রথম পাঁচের তালিকায় নাম নেই ভারতের পেস বিভাগের স্তম্ভ জসপ্রীত বুমরাহর।

READ MORE:  IPL 2025: বদলে যাচ্ছে KKR! আগামী ম্যাচ থেকেই নতুন রূপে নাইটরা, পরিকল্পনা জানালেন রাহানে | Rahane Reveals Future Plans Of KKR

শীর্ষে যুজবেন্দ্র চাহাল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারির তকমা রয়েছে ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহালের নামে। গত মরসুমে রাজস্থান রয়্যালসের হয়ে খেলা এই বোলার তাঁর IPL কেরিয়ারে 160 ম্যাচে 205টি উইকেট তুলেছেন। গত মরসুমে চাহালের ঝুলিতে এসেছিল 18টি উইকেট। প্রথম পাঁচের তালিকায় তাঁর অবস্থান শীর্ষে। বলে রাখি, এ মরসুমে পাঞ্জাব কিংসের হয়ে মাঠে নামবেন 18 কোটির স্পিনার চাহাল।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

পীযূষ চাওলা

কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন স্পিনার পীযূষ চাওলা IPL ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। এই ভারতীয় তারকা এখনও পর্যন্ত 192টি ম্যাচে অংশ নিয়ে 192টি উইকেট ভেঙেছেন। গত মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে নামা পীযূষ এবারের মরসুমে অবিক্রিত থেকেছেন। গত নভেম্বরের নিলামে কোনও দলই তাঁকে জায়গা দেয়নি।

READ MORE:  East Bengal: ক্লেটনের পর আরেক বিদেশি ছাঁটাই! সুপার কাপের আগে ডামাডোল ইস্টবেঙ্গলে | East Bengal Layoffs Another Star

ডোয়াইন ব্রাভো

চেন্নাই সুপার কিংস থেকে শুরু করে MI দলের হয়ে মাঠে নামা, এই ক্যারিবিয়ান তারকা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় 3 নম্বরে রয়েছেন। এখনও পর্যন্ত 161টি IPL ম্যাচে অংশ নিয়ে 183টি উইকেট ভেঙেছেন তিনি। সম্প্রতি তাঁকে নাইটদের অনুশীলনেও দেখা যাচ্ছে। কেননা, বর্তমানে তিনি KKR-এর মেন্টর পদে রয়েছেন। শোনা যাচ্ছে আগামী দিনে তাঁকে নাইটদের বোলিং কোচ করা হতে পারে।

ভুবনেশ্বর কুমার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন সুইংয়ের সুলতান নামে পরিচিত ভুবনেশ্বর কুমার। পুরনো পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত 176টি ম্যাচে অংশ নিয়ে 181টি উইকেট পেয়েছেন ভুবি। এ মরসুমে 10.75 কোটির বিনিময়ে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে মাঠে নামবেন তিনি।

অবশ্যই পড়ুন: বাদ দিয়েছিল RCB, এবার সেই তরুণই কোহলিদের ত্রাস! চাপ বাড়ল দুই KKR মহারথীরও

সুনীল নারিন

কলকাতার নাইট রাইডার্সের স্পিন বিভাগের হৃদপিণ্ড সুনীল নারিন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন। এখনও পর্যন্ত নারিন তাঁর দীর্ঘ IPL কেরিয়ারে 180টি উইকেট নিয়েছেন। মূলত ব্যাটে-বলে দক্ষ এই অভিজ্ঞ অলরাউন্ডার এ মরসুমেও নিজের জাত চেনাতে মুখিয়ে রয়েছেন।

READ MORE:  SRH Vs LSG: IPL 2025-এ একাধিক চমক! ঈশানের অরেঞ্জ ক্যাপ ছিনিয়ে নিল পুরান, কে পেল বেগুনি টুপি? | IPL 2025 Roster Changes
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.