লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Team India Captain: ৬ ইনিংসে ৪টি শূন্য, সূর্যকুমারকে ছাঁটাইয়ের কথা ভাবছে BCCI? কে হবেন অধিনায়ক?| May BCCI Removes Suryakumar Yadav From Captaincy

Updated on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি ইংল্যান্ড সিরিজে ফর্মের নিরিখে ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) অবস্থান গত বর্ডার গাভাস্কার সিরিজে রোহিতের শর্মার ব্যর্থতাকে মনে করিয়ে দিচ্ছে। অজিভূমিতে নিজের ব্যর্থতার পরিধি বাড়িয়ে জসপ্রীত বুমরাহর কাঁধে দলের বাঁচা মরার দায়িত্ব ছেড়েছিলেন হিটম্যান। এবার সেই স্মৃতিই কি উসকে যাবে চলতি টি-টোয়েন্টি সিরিজে?

ওয়াকিবহাল মহলের দাবি, রোহিতের মতোই নিজের পারফরমেন্স নিয়ে চিন্তায় পড়েছেন স্কাই। ইংলিশ বাহিনীর বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের শুরু থেকে যে হারে ব্যর্থ হয়েছেন যাদব তাতে যদি অধিনায়কের দায়িত্ব ছেড়ে রিজার্ভ বেঞ্চে গিয়ে বসেন সে ক্ষেত্রে অবাক হওয়ার কিছু থাকবে না। এখন প্রশ্ন একটাই, তাহলে কি বুমরাহর মতো সূর্যর পর নেতৃত্ব পাচ্ছেন হার্দিক পান্ডিয়া? উত্তরের খোঁজে সমর্থকরা।

READ MORE:  East Bengal FC: শক্তি বাড়ছে ইস্টবেঙ্গলের! দলে আসতে পারেন তুখড় ব্রাজিলিয়ান তারকাকে | East Bengal May Sign Brazilian Footballer

চলতি টি-টোয়েন্টি সিরিজে কমেছে সূর্যর তেজ

ঘটনাটি কাকতালীয়ভাবে ঘটলেও চলতি সিরিজে রোহিতের মতোই ব্যর্থতার বৃত্ত বাড়িয়ে চলেছেন সূর্য কুমার যাদব। ইংল্যান্ডের বিরুদ্ধে গত ম্যাচগুলির একটিতেও বড় রানের লক্ষ্য খাড়া করতে পারেননি অধিনায়ক সূর্য। পরিসংখ্যান বলছে, ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে শেষ 6টি ইনিংসে ব্যাট করতে নেমে চারবারই শূন্যতে সাজঘরে ফিরেছেন তিনি। রান এসেছে মাত্র দুই ম্যাচে। তবে দুঃখের বিষয়, দুই ইনিংসের একটি ম্যাচেও 20 রানের গন্ডি ছুঁতে পারেননি তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজে স্কাইয়ের রান যথাক্রমে 0-12-14-0। জাতীয় দলে এমন ফর্ম নিয়ে অধিনায়কের চেয়ার ধরে রাখাটা যথেষ্ট কঠিন। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, রোহিতের মতোই অধিনায়কত্ব ছেড়ে দিয়ে পান্ডিয়াকে যাবতীয় দায়িত্ব তুলে দেবেন সূর্য?

READ MORE:  চাচা প্রধানমন্ত্রী, বাবা প্রাক্তন PM, ছেলে দেউলিয়া! এবার ইংরেজরা উসুল করবে ‘লগান’

সূর্যর ফর্ম নিয়ে চিন্তায় বোর্ড

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজের শুরুটা ভারতের পক্ষে হলেও ইডেনের ময়দানে প্রথম ম্যাচে শূন্যতে মাঠ ছেড়েছিলেন অধিনায়ক সূর্য। পরের ম্যাচে ব্যর্থতা কমাতে এসে 12 রান নিয়ে চেন্নাইয়ের ময়দান ছাড়েন স্কাই। তৃতীয় টি-টোয়েন্টিতেও 14 রানের ইনিংস গড়ে উইকেট তুলে দিয়েছিলেন তিনি।

এবার পুনের ময়দানেও শূন্য নিয়ে ফিরতি পথ দেখলেন যাদব। সর্ব সাকুল্যে 4 ইনিংস খেলে মাত্র 26 রান করেছেন সূর্য কুমার। ফলত, ভারতীয় তারকার এহেন দুর্বল ফর্ম নিয়ে চিন্তার ভাঁজ বেড়েছে বোর্ড কর্তাদের কপালে। অনেকেই মনে করছেন, এভাবে নিজের ব্যর্থতা বাড়াতে থাকলে খুব শীঘ্রই দলের অধিনায়কত্ব খোয়াতে পারেন তিনি।

READ MORE:  Super Cup 2025 Semi Final: সেমিতে গোয়ার বিরুদ্ধে নামছে মোহনবাগান! কোথায়, কখন, কবে ফ্রিতে দেখবেন খেলা? | Super Cup Semi Final 2025 Full Schedule

চলতি টি-টোয়েন্টির আগে থেকেই দুর্বল সূর্যর পারফরমেন্স

রিপোর্ট বলছে, চলতি টি-টোয়েন্টি আগে থেকেই ব্যর্থতার দিন গুণ ছিলেন সূর্য কুমার যাদব। জাতীয় দলে যোগ দেওয়ার আগে মুম্বইয়ের হয়ে বিজয় হাজারে ট্রফির শেষ 2 ইনিংসের একটিতেও খাতা খুলতে পারেননি তিনি। চলতি বছর বিজয় হাজারের 4 ম্যাচে ব্যাট করতে নামেন সূর্য। যার মধ্যে দুটিতে শূন্য নিয়ে খাতা ভরিয়েছিলেন তিনি।

বাকি 2 ইনিংসে যথাক্রমে 18 ও 20 রান করে ফিরেছিলেন যাদব। অর্থাৎ লজ্জার হলেও ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে শেষ 8 ইনিংসে সূর্যর ব্যক্তিগত সর্বোচ্চ রানের সংখ্যা মাত্র 20। আর এই দুর্বল ফর্ম নিয়েই ইংল্যান্ডের বিরুদ্ধে আক্রমণ শানাতে দলের নেতৃত্ব পেয়েছিলেন স্কাই।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.