Target Rating Point: শুরুতেই সেরার তালিকায় চিরসখা, পারুল না কথা এসপ্তাহে ছক্কা হাঁকাল কে? দেখুন TRP লিস্ট | Bengali Serial TRP List This Week
পার্থ সারথি মান্না, কলকাতাঃ প্রতিসপ্তাহে বৃহস্পতিবার মানেই বাঙালি দর্শকদের হার্টবিট কিছুটা হলেও বেড়ে যায়। কারণ পছন্দের ধারাবাহিকের রেজাল্ট এদিনেই প্রকাশ্যে আসে। হ্যাঁ, টার্গেট রেটিং পয়েন্টের (Target Rating Point) কথাই বলছি। জি বাংলা হোক বা ষ্টার জলসা প্রতিটা চ্যানেলের মেগার ভবিষ্যৎ নির্ভর করে এই টিআরপির উপরেই। ইতিমধ্যেই এসপ্তাহের তালিকা প্রকাশ্যে এসেছে। কে হল বেঙ্গল টপার? চলুন দেখে নেওয়া যাক।
গতসপ্তাহের মত এসপ্তাহেও টিআরপি লিস্টে ছক্কা হাঁকিয়েছে ‘পরিণীতা’। সবাইকে টেক্কা দিয়ে ৮ পয়েন্ট পেয়েছে পারুল ও রায়ানের জুটি। ধারাবাহিকে চলছে বিয়ের টানটান উত্তেজনার পর্ব। যেখানে দাদু নিজের পছন্দের পাত্রের সাথেই রাখা দিদির বিয়ে দেবে বলে ঠিক করে। যদিও পরিণীতা দাদুকে প্রশ্ন করেছে যে তার পছন্দ করা ছেলেই যে ঠিক হবে সেটার কি মানে আছে! অবশ্য পরিণীতার কাহিনী যেমন দর্শকদের আকর্ষণ করেছে তেমনি সেরা পাঁচের বাকি মেগাও কম যায়নি।
এসপ্তাহে সামান্য কিছু পয়েন্টের জেরে দ্বিতীয় স্থানে রয়েছে ষ্টার জলসার ‘কথা’। এসপ্তাহে ৭.৪ পয়েন্ট পেয়েছে অগ্নিভ-কথার কাহিনী। মায়ের কথাই বিয়ের পিঁড়িতে বসতে চলেছে এভি, তবে কিভাবে সেটা বদলে কথাকেই আবার কাছে টেনে নেবে সে এটাই দেখার। এরপর তৃতীয় স্থানে রয়েছে এক বা দুটো নয় মোট তিনটি মেগা। জি বাংলার ফুলকি, জগদ্ধাত্রী থেকে ষ্টার জলসার গীতা LLB তিনজনেরই এসপ্তাহের টিআরপি পয়েন্ট ৭.২। এরপর চতুর্থ স্থানে রয়েছে কোন গোপনে মন ভেসেছে, যেটা ৭.১ পয়েন্ট পেয়েছে। আর পঞ্চম স্থানে রয়েছে রাঙ্গামতি তীরন্দাজ। চলুন এবার দেখে নেওয়া যাক সেরা দশের তালিকা।
পরিণীতা – ৮.০
কথা – ৭.৪
ফুলকি, গীতা LLB, জগদ্ধাত্রী – ৭.২
কোন গোপনে মন ভেসেছে – ৭.১
রাঙ্গামতি – ৭.০
উড়ান – ৬.০
মিত্তির বাড়ি – ৫.৯
আনন্দী – ৫.৮
গৃহপ্রবেশ – ৫.২
চিরসখা, তেঁতুলপাতা – ৫.১
যেমনটা দেখা যাচ্ছে শুরুতেই সেরা দশে প্রবেশ করেছে সুদীপ মুখোপাধ্যায় ও অপরাজিতা ঘোষের নতুন মেগা। এছাড়া রিয়েলিটি শোয়ের মধ্যে ‘দিদি নম্বর ১’ এর সানডে ধামাকা পর্ব পেয়েছে ৪.৯ ও সারেগামাপা পেয়েছে ৫.২ পয়েন্ট।
টাটা মোটরস তাদের জনপ্রিয় ছোট গাড়ি ন্যানোকে নতুন রূপে ফিরিয়ে আনতে প্রস্তুত, এবার সম্পূর্ণ ইলেকট্রিক…
সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান সময়ে টেলিকম গ্রাহকদের সবথেকে বড় সমস্যা হয় দাঁড়ায় বারবার রিচার্জ করা।…
সহেলি, মিত্র, কলকাতা: মে মাস শুরু হওয়ার আগেই মিলল বিরাট সুখবর। মুদ্রাস্ফীতির বাজারে অনেকটাই স্বস্তির…
সহেলি মিত্র, কলকাতাঃ আবহাওয়ার ডিগবাজি হয়তো একেই বলে। মাঝে যে হারে গরম বেড়েছিল তাতে করে…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১ মে, বৃহস্পতিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন যেতে…
সৌভিক মুখার্জী, কলকাতা: যারা প্রতি বছর আয়কর রিটার্ন (Income Tax Return) ফাইল করেন, তাদের জন্য…
This website uses cookies.