Rule Changes from 1st Feb: মিনিমাম ব্যালেন্স থেকে LPG-র দাম, ATM ফি! ১লা ফেব্রুয়ারি থেকেই বদলে যাচ্ছে ৫ নিয়ম | LPG Price to Minimum Balance in Bank 5 Rules changing from 1st February

Oindrila Sen

Rule Changes from 1st Feb: মিনিমাম ব্যালেন্স থেকে LPG-র দাম, ATM ফি! ১লা ফেব্রুয়ারি থেকেই বদলে যাচ্ছে ৫ নিয়ম | LPG Price to Minimum Balance in Bank 5 Rules changing from 1st February

পার্থ সারথি মান্না, কলকাতাঃ আর মাত্র ২ দিন পরেই শেষ হচ্ছে জানুয়ারি মাস। আর নতুন মাস মানেই বেশ কিছু নিয়মের পরিবর্তন হয়। রান্নার গ্যাসের দাম থেকে শুরু করে ব্যাঙ্কের বেশ কিছু নিয়ম পাল্টে যাবে। এগুলি সম্পর্কে আগে থেকেই জেনে নেওয়া উচিত। ১লা ফ্রেবুয়ারী থেকে কী কী নিয়ম বদলাচ্ছে? চলুন দেখে নেওয়া যাক আজকের প্রতিবেদনে।

LPG সিলিন্ডারের দাম

প্রতিমাসের শুরুতেই রান্নার গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তিত হয়। পয়লা তারিখে যে দাম নির্ধারণ করা হয় সেই দামেই গোটা মাস ঘরোয়া ও কমার্শিয়াল সিলিন্ডার বিক্রি হয়। তবে সামনের মাসটি একটু বেশিই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ, এক তারিখেই বাজেট প্রকাশ্যে আসবে। তাই অনেকেরই আশা হয়তো দাম কমানো হতে পারে।

READ MORE:  এক প্ল্যানে চলবে গোটা ফ্যামিলির মোবাইল, বাম্পার অফার আনল Jio

CNG, PNG-র দামের পরিবর্তন

এলপিজি এর মতই সিএনজি ও পিএনজি এর দামও মাসের শুরুতেই পরিবর্তন করে সরবরাহকারী সংস্থাগুলি। এছাড়া বিমান চলাচলের জন্য যে জ্বালানির প্রয়োজন বা এভিয়েশন টায়ারবাইন ফুয়েলের দামও পরিবর্তন করা হবে। জ্বালানির দাম কম বেশি হওয়ার উপর বিমান যাত্রার খরচ ও নির্ভর করবে।

ব্যাঙ্কের মিনিমাম ব্যালেন্স

বর্তমান সময়ে দাঁড়িয়ে সকলেরই একটা হলেও ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। এক্ষেত্রে বিভিন্ন ব্যাঙ্ক তাদের নিয়ম অনুযায়ী অ্যাকাউন্টে নূন্যতম কিছু ব্যালেন্স রাখতে বলে। ১লা ফেব্রুয়ারি থেকে এই নিয়মে বদল হতে চলেছে।উদাহরণ স্বরূপ এসবিআই ব্যাঙ্কে যেখানে নূন্যতম ব্যালেন্স ৩০০০ টাকা ছিল সেটা বেড়ে ৫০০০ টাকা করে দেওয়া হবে। এছাড়া PNB ব্যাঙ্কের নূন্যতম ব্যালেন্স ২০০০ থেকে বাড়িয়ে ৩৫০০ টাকা করে দেওয়া হচ্ছে। একইভাবে কানাড়া ব্যাঙ্কের এই অঙ্কটা ১০০০ টাকা থেকে বাড়িয়ে ২৫০০ টাকা করে দেওয়া হতে চলেছে।

READ MORE:  Unique Business Idea: সরকারের সাহায্যে খুলুন মর্ডান রিটেল স্টোর, শেষ হবে আজীবনের আয়ের চিন্তা | Harhith Store Business

ATM Withdrwal ফি

ATM কার্ড থাকলে ব্যাঙ্কে না গিয়েও দিব্যি টাকা তুলে নেওয়া যায়। এছাড়া অফলাইন ও অনলাইনে অনেক জায়গায় এটিএম কার্ডের মাধ্যমেই লেনদেন করে নেওয়া যায়। প্রতিমাসে ATM থেকেই টাকা তোলার ক্ষেত্রে কিছু ট্রানজ্যাকশন ফ্রি দেওয়া হয়। তারপর থেকেই চার্জ লাগে। এতদিন পর্যন্ত ৩টি ATM থেকে টাকা তোলা ফ্রি ছিল, এরপর ২০ টাকা লাগত। তবে এবার থেকে সেটা বদলে যাচ্ছে, যদি আপনি হোম ব্রাঞ্চের এলাকায় অতিরিক্ত লেনদেন করেন তাহলে ২৫ টাকা ও নন হোম ব্রাঞ্চের ক্ষেত্রে ৩০ টাকা চার্জ নেওয়া হবে। এক্ষেত্রে একদিনে সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত তোলা যাবে ATM থেকে।

READ MORE:  স্বাস্থ্যসাথী প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে! মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা

সুদের হার পরিবর্তন

প্রতিমাসের শুরুতে ব্যাঙ্কের তরফ থেকেই সঞ্চয় প্রকল্পের উপর দেওয়া সুদের হারে বদল করা হয়ে থাকে। এছাড়া অনেক ক্ষেত্রে বিশেষ স্কিমের লঞ্চও করা হয়ে থাকে। ফেব্রুয়ারি মাসেও এর ব্যতিক্রম হবে না। ফিক্সড ডিপোজিটের সুদের হার পরিবর্তন করা হবে। তবে সাধারণ নাগরিকদের যে সুদ দেওয়া হয় প্রবীণদের জন্য তার থেকে ০.৫০% বেশি সুদ দেওয়া হবে।