Redmi Note 14 5G Discounts: হোলির আগে সুখবর, রেডমির জনপ্রিয় স্মার্টফোনের দাম 2,000 টাকা দাম কমল | Xiaomi Holi Sale
হোলি আর কয়েকদিন পরেই। আর সেই উপলক্ষ্যে ভারতীয় ক্রেতাদের সুখবর শোনাল রেডমি। শাওমির এই সাব-ব্র্যান্ডটি Redmi Note 14 5G স্মার্টফোনে বিশেষ ছাড় দেওয়ার ঘোষণা করেছে। ‘শাওমি হোলি সেল’ নামে এই অফারের অধীনে আরও বেশ কিছু হ্যান্ডসেটে আকর্ষণীয় ডিসকাউন্ট দিচ্ছে কোম্পানি। জানিয়ে রাখি, Redmi Note 14 5G গত ডিসেম্বরে ভারতে লঞ্চ হয়েছিল। এতে AMOLED ডিসপ্লে ও MediaTek Dimensity 7025 Ultra প্রসেসর রয়েছে।
লঞ্চের সময়, রেডমি নোট ১৪ ৫জি-এর বেস ৬ জিবি + ১২৮ জিবি মডেলের দাম ছিল ১৮,৯৯৯ টাকা। আর উচ্চতর ৮ জিবি + ১২৮ জিবি এবং ৮ জিবি + ২৫৬ জিবি মডেলের দাম ছিল যথাক্রমে ১৯,৯৯৯ টাকা ও ২১,৯৯৯ টাকা। এখন হোলি অফারের অংশ হিসেবে, ফোনটির প্রতিটি স্টোরেজ ভেরিয়েন্টে ১,০০০ টাকা ছাড় পাওয়া যাচ্ছে।
বর্তমানে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যামাজনে ফোনটির বেস ভার্সনের মূল্য ১৭,৯৯৯ টাকা। এবং টপ-এন্ড ভার্সনগুলি ১৮,৯৯৯ টাকা ও ২০,৯৯৯ টাকায় লিস্টেড আছে। আবার নির্বাচিত ব্যঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ১,০০০ টাকার ছাড়/ক্যাশব্যাক মিলবে। এর ফলে ফোনটির কার্যকর দাম দাঁড়াচ্ছে যথাক্রমে ১৬,৯৯৯ টাকা, ১৭,৯৯৯ টাকা এবং ১৯,৯৯৯ টাকা।
রেডমি নোট ১৪ ৫জি ফোনে ৬.৬৭ ইঞ্চি ফুল-এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, ২১০০ নিট পিক ব্রাইটনেস, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, এইচডিআর১০+ সাপোর্ট, এসজিএস আই প্রোটেকশন, ডাইমেনসিটি ৭০২৫ আল্ট্রা প্রসেসর, ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা, এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫,১১০ এমএএইচ ব্যাটারি রয়েছে।
সহেলি মিত্র, কলকাতাঃ আবহাওয়ার ডিগবাজি হয়তো একেই বলে। মাঝে যে হারে গরম বেড়েছিল তাতে করে…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১ মে, বৃহস্পতিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন যেতে…
সৌভিক মুখার্জী, কলকাতা: যারা প্রতি বছর আয়কর রিটার্ন (Income Tax Return) ফাইল করেন, তাদের জন্য…
অনলাইন শপিং প্ল্যাটফর্ম Amazon-এ আগামীকাল থেকে শুরু হচ্ছে Great Summer Sale। এই সেলে জনপ্রিয় ব্র্যান্ডের…
OnePlus আগামীকাল ১ মে থেকে Summer Sale এর ঘোষণা করেছে। যদিও এই সেল কবে শেষ…
OnePlus আগামীকাল ১ মে থেকে Summer Sale এর ঘোষণা করেছে। যদিও এই সেল কবে শেষ…
This website uses cookies.