লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Poco X6 Neo 5G: ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার Poco ফোনের সাথে ৫০০০ টাকা ছাড়, জলের দরে কিনুন | Poco X6 Neo 5G Discount Offer

Published on:

আপনি যদি কম বাজেটে ফাটাফাটি স্পেসিফিকেশনের 5G ফোন কিনতে চান তাহলে Poco X6 Neo 5G সেরা বিকল্প হতে পারে। আজ আমরা এই ফোনটি নিতে বলছি কারণ এটি ই-কমার্স প্ল্যাটফর্মে ৫,০০০ টাকারও কম দামে পাওয়া যাচ্ছে, যার ফলে এটি ১১,০০০ টাকারও কম মূল্যে কেনা যাবে। পোকোর এই স্মার্টফোনে আছে অ্যামোলেড ডিসপ্লেসহ ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং ফাস্ট চার্জিং ব্যাটারি। এই ডিভাইস মাত্র ৭.৬৯মিমি পুরু।

Poco X6 Neo 5G অফারে ৫,০০০ টাকা সস্তায় কিনুন

লঞ্চের সময় পোকো এক্স৬ নিও ৫জি এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ছিল ১৫,৯৯৯ টাকা এবং ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ১৭,৯৯৯ টাকা। এটি অ্যাস্ট্রাল ব্ল্যাক, হরাইজন ব্লু এবং মার্টিয়ান অরেঞ্জ কালারে পাওয়া যায়।

READ MORE:  Nothing Phone 3a Camera: মিড-রেঞ্জ বিভাগে সবথেকে বেশি বিক্রি হওয়া স্মার্টফোন Nothing Phone 3a, ক্যামেরা সহ ফিচার ফাটাফাটি | Mid Range Segment Best Selling Smartphone

তবে বর্তমানে ফোনের ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট অ্যামাজনে ১১,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। আবার ব্যাঙ্ক অফারের ১,০০০ টাকা অতিরিক্ত ছাড় পাওয়া যাবে, যা পোকো এক্স৬ নিও ৫জি এর মূল্য ১০,৯৯৯ টাকায় নামিয়ে আনবে। অর্থাৎ ফ্ল্যাট ডিসকাউন্ট ও ব্যাঙ্ক অফারের সুবিধা পেলে সরাসরি ৫,০০০ টাকা কমে হ্যান্ডসেটটি কেনা যাবে।

READ MORE:  Samsung Galaxy S25 Ultra Offer: ১২ হাজার টাকা সস্তা হল ২০০ মেগাপিক্সেল ক্যামেরার এই Samsung ফোন, ফিচার জানলে খুশি হয়ে যাবেন | Samsung Galaxy S25 Ultra Price in India

Poco X6 Neo 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

পোকো এক্স৬ নিও ৫জি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৪ কাস্টম স্কিনে চলবে। এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১,০০০ নিট পর্যন্ত পিক ব্রাইটনেস সহ ৬.৬৭-ইঞ্চি (১০৮০x২৪০০ পিক্সেল) AMOLED ডিসপ্লে আছে। ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস ৫ প্রোটেকশন ব্যবহার করা হয়েছে। পারফরম্যান্সের জন্য ৬এনএম মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০৮০ চিপসেট এবং মালি জি৫৭ এমসি২ জিপিইউ দেওয়া হয়েছে। ভার্চুয়াল র‌্যাম ফিচারের মাধ্যমে মোট র‌্যাম ২৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য পোকো এক্স৬ নিও ৫জি ডিভাইসে ডুয়েল রিয়ার ক্যামেরা সিস্টেম বর্তমান। এই ক্যামেরাগুলি হল ১০৮-মেগাপিক্সেল স্যামসাং আইএসওসেল এইচএম ৬ প্রাইমারি সেন্সর, যা ৩এক্স সেন্সর জুম সাপোর্ট করবে এবং অন্যটি ২ মেগাপিক্সেল শ্যুটার। সেলফির জন্য পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

READ MORE:  সস্তায় এই iPhone মডেলগুলি কিনলে পস্তাবেন, বড় সিদ্ধান্ত নিচ্ছে Apple

আইপি৫২ রেটিং সহ আসা এই হ্যান্ডসেটে সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার সাপোর্ট করে। সাউন্ডের জন্য ফোনে ডলবি অ্যাটমস সাপোর্ট সহ সিঙ্গেল স্পিকার উপস্থিত।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.