লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Pension Scheme: EPS 95 পেনশন স্কিম কী? বড় নির্দেশ জারি করল EPFO | Employees Pension Scheme 1995

Published on:

শ্বেতা মিত্র, কলকাতা: ইপিএফও (Employees’ Provident Fund Organisation) সদস্যদের জন্য রইল অত্যন্ত জরুরি খবর। এমনিতে নতুন বছরে EPFO-র তরফে একগুচ্ছ পরিকল্পনা করা হয়েছে। আর এর জেরে উপকৃত হবেন লক্ষ লক্ষ সরকারি কর্মী থেকে শুরু করে অন্যান্য সেক্টরে কর্মরত ব্যক্তিরা। ইতিমধ্যেই এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) উচ্চ পেনশন প্রাপ্ত পেনশনভোগীদের জন্য একটি বড় আপডেট দিয়েছে। এখনও পর্যন্ত ২১,৮৮৫টি পেনশন পেমেন্ট অর্ডার (পিপিও) জারি করা হয়েছে এবং ১.৬৫ লক্ষেরও বেশি যোগ্য সদস্যকে অতিরিক্ত অর্থ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর এমনই তথ্য লোকসভায় দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী শোভা করন্দলাজে।


আমাদের সাথে যুক্ত হন

Join Now

আবেদন করেছেন ১৭.৪৮ লক্ষ মানুষ

প্রতিমন্ত্রী জানান, এমপ্লয়িজ পেনশন স্কিম ১৯৯৫ (ইপিএস-৯৫) এর আওতায় ১৭ লাখ ৪৮ হাজার ৭৬৮ জন সদস্য ও পেনশনভোগী উচ্চতর পেনশনের জন্য আবেদন করেছেন। এখনও পর্যন্ত ১,৬৫,৬২১ জনকে ডিমান্ড নোটিশ জারি করে জানানো হয়েছে যে তাদের উচ্চ পেনশনের জন্য অতিরিক্ত অর্থ জমা দিতে হবে।

READ MORE:  PF Withdrawal: আরও সহজ হল অইনলাইনে PF-র টাকা তোলা, জেনে নিন পদ্ধতি | PF Withdrawal Become More Easy

জানা গিয়েছে, পেনশন সংক্রান্ত বিষয়গুলি দ্রুত নিষ্পত্তি করার জন্য সরকার সমস্ত আঞ্চলিক অফিসে নির্দেশিকা জারি করা হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব নিষ্পত্তির জন্য বিচারাধীন মামলাগুলির উপর কঠোর নজরদারি বজায় রাখা হচ্ছে।

সুপ্রিম কোর্টের নির্দেশ

২০২২ সালের ৪ নভেম্বর সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে উচ্চ পেনশনের মামলায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরপরই ইপিএফও ভেরিফিকেশন এবং জয়েন্ট অপশনের জন্য অনলাইন আবেদনের সুবিধা চালু করে। এদিকে আবেদনের সময়সীমা কয়েক দফা বাড়ানো হয়েছে।

READ MORE:  PF Money: কবে থেকে UPI, ATM-র মাধ্যমে তোলা যাবে PF-র টাকা? জানিয়ে দিল কেন্দ্র | EPFO To Enable PF Withdrawals Via UPI, ATM By May-end, Says Labour Ministry Secretary

অনলাইন আবেদনের সুবিধা ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ থেকে শুরু হয়েছিল, যা ১১ জুলাই, ২০২৩ পর্যন্ত বাড়ানো হয়েছিল। পরবর্তীকালে, নিয়োগকর্তাদের যৌথ আবেদনগুলি ফরোয়ার্ড করার সময়সীমা ৩০ সেপ্টেম্বর, ২০২৩ থেকে ৩১ মে, ২০২৪ পর্যন্ত বাড়ানো হয়েছিল। ২০২৫ সালের ৩১ জানুয়ারির মধ্যে সব নিয়োগকর্তাকে উচ্চ মজুরিতে পেনশনের জন্য আবেদন করার চূড়ান্ত সুযোগ দেওয়া হয়েছিল।

READ MORE:  Gold And Silver Price Today: কেনার সঠিক সময়, মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে ফের পতন সোনার দামে! কত হল রুপো? | Know Gold And Silver Price Today

EPS 95 পেনশন স্কিম কী?

চলুন জেনে নেওয়া যাক EPS 95 পেনশন স্কিম কী? এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও) অবসরের পর কর্মীদের আর্থিক সুরক্ষা দেওয়ার জন্য পর্যায়ক্রমে পেনশন স্কিম চালু করে। বর্তমানে, নিউ পেনশন স্কিম (এনপিএস) এবং ইউনিভার্সাল পেনশন স্কিমের মতো প্রকল্পগুলি দেশে চালু রয়েছে। একইভাবে, ১৯৯৫ সালে ইপিএফও ওল্ড পেনশন স্কিমের অধীনে ইপিএস-৯৫ (এমপ্লয়িজ পেনশন স্কিম-১৯৯৫) চালু করে। এই স্কিমে আবেদন করতে হলে আপনার বয়স হতে হবে ৫৮ বছর।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.