লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Neem Phooler Madhu: ‘বাবুউউ’র বিয়ে হতেই শেষের পথে ‘নিম ফুলের মধু’, অন্য কোন সিরিয়াল আনছে ZEE Bangla? | Neem Phooler Madhu might be ending soon rumours on social media

Updated on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ জি বাংলার (Zee Bangla) পর্দায় যে সিরিয়ালগুলি সম্প্রচারিত হয় তার মধ্যে অন্যতম হল নিম ফুলের মধু। আর পাঁচটা মেগা যেখানে কয়েক মাস যেতেই নিজের জৌলুস হারিয়ে ফেলে সেখানে সৃজন ও পর্ণার কাহিনীতে প্রতিটা পর্বই ছিল টান টান উত্তেজনার। সাথে বাবুউউর মা আর পরিবারের বাকি সদস্যরাও সুপারহিট। সব মিলিয়ে ‘নিম ফুলের মধু’ দর্শকদের দেখা একেবারে মাস্ট! কিন্তু দীর্ঘ দুই বছর পর এবার শেষের পথে ধারাবাহিকটি!


আমাদের সাথে যুক্ত হন

Join Now

শেষ হচ্ছে নিম ফুলের মধু?

সেই নভেম্বর ২০২২ এ শুরু হয়েছিল সৃজন ও পর্ণার কাহিনী। বিয়ে হওয়া থেকে শুরু করে বিয়ের পর একাধিক ধাপে এগিয়েছে গল্প। বর্তমানে লিপ  নিয়ে অনেকটাই এগিয়েছে কাহিনী। তাই  নেটিজেনদের অনেকেই ভাবছিলেন হয়তো শেষের পথে এগোবে মেগা। আর এবার এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে নেটপাড়ায়।

READ MORE:  পরনে লেহেঙ্গা চোলি, বৃষ্টিতে ভিজে লাস্যময়ী কায়দায় নাচ পূজা ব্যানার্জির, একলা দেখুন ভিডিও

সোশ্যাল মিডিয়াতে নিম ফুলের মধু শেষ হওয়ার গুঞ্জন জোরালো হলেও অফিসিয়ালি এমন কোনো ঘোষণা মেলেনি। উল্টে সম্প্রতি ৮০০ পর্বের সেলিব্রেশনে মেতে উঠতে দেখা গিয়েছিল গোটা টিমকে। রুচিরা অভিনেত্রী সৌমি চক্রবর্তী সেই সেলিব্রেশনের একটি ভিডিও শেয়ারও করেছিলেন সোশ্যাল মিডিয়াতে। তবে নেটিজেনদের মতে, শীঘ্রই গল্পের শেষ শুটিং হতে চলেছে। এমনকি মেগা শেষ হলেই নয়া সিরিয়ালের  জন্য কাজ শুরু করবেন নায়ক এমনটাও খবর মিলেছে।

READ MORE:  মুসলিম দেশের মন্দির খননে মিলল ২৬০০ বছরের পুরনো গুপ্তধন, সঙ্গে দেবতার মূর্তিও

নতুন মেগায় দেখা যাবে ‘বাবুউউ’ অভিনেতা রুবেলকে

সিরিয়াল শেষের জল্পনার মাঝেই আরও একটি খবর প্রকাশ্যে এসেছে। হ্যাঁ ঠিকই ধরেছেন, নায়ক রুবেল দাসকে দেখা যাবে নতুন মেগায়। চলতি মেগা শেষ হওয়ার আগেই পরবর্তী মেগা প্রায় কনফার্ম। ভাবছেন নতুন মেগার নাম কি বা কোন চ্যানেলে দেখা যাবে? এই প্রশ্নের উত্তর না পাওয়া গেলেও নতুন নায়িকা কে হবেন সেই প্রশ্নের উত্তর মিলেছে।

READ MORE:  ষাঁড়ের শিঙে আগুন ধরিয়ে ভয়ংকর স্টান্ট! রেগে যুবককে শূন্যে উড়িয়ে মাটিতে আছড়ে ফেললো ষাঁড়

যেমনটা জানা যাচ্ছে গ্ল্যামার দুনিয়ার পরিচিত একটি নাম মধুরিমা চক্রবর্তী। মডেল এই অভিনেত্রীর সাথেই নতুন মেগাটে জুটি বাঁধতে দেখা যাবে সদ্য বিবাহিত রুবেল দাসকে। এই সিরিয়ালের হাত ধরেই টেলিভিশনের দুনিয়ায় পা রাখতে চলেছেন মধুরিমা এমনটাই খবর মিলেছে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.