লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Maruti Swift Hybrid: ২৬ কিমি মাইলেজ, ADAS সিস্টেমের সাথে নয়া মডেল আনছে Maruti | Maruti Suzuki Swift Hybrid Engine and Features

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ আপনি কি কিছুদিনের মধ্যেই নতুন গাড়ি কেনার কথা ভাবছেন? অথচ কোন মডেলটা নেবেন ভাবছেন। তাহলে আপনার জন্য সুখবর রইল দেশের সবচেয়ে বড় গাড়ি প্রস্তুতকারী সংস্থা Maruti Suzuki-র তরফ থেকে। কারণ শীঘ্রই লঞ্চ হতে চলেছে Swift এর Hybrid মডেল। হ্যাঁ ঠিকই দেখছেন! সম্প্রতি মডেলটিকে টেস্টিংয়ের জন্য রাস্তায় দেখা গিয়েছে। কি কি ফিচার্স থাকছে? আর ডিজাইনের বা কি পরিবর্তন হবে? জানতে হলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

লঞ্চ হতে চলেছে Maruti Suzuki Swift Hybrid

গাড়ি কোম্পানির তরফ থেকে যে কোনো লঞ্চের আগে রাস্তায় টেস্টিংয়ের জন্য চালানো হয় গাড়িটিকে। যদিও সেক্ষেত্রে নাম ও কালার প্রকাশ্যে আনা হয় না। সম্প্রতি দিল্লির রাস্তায় দেখা গিয়েছে মারুতি সুজুকি সুইফট এর নয়া হাইব্রিড মডেল। যেটা গাড়িপ্রেমীদের নজরে আসতেই ভাইরাল হয়ে পড়েছে।

READ MORE:  Maruti Suzuki: বাজার কাঁপাতে নতুন রূপে হাজির Maruti Alto, কী কী নয়া ফিচারর্স, দামই বা কত? | New Maruti Suzuki Alto K10

Swift Hybrid এর ফিচার্স

গাড়িটির ভেতরে ৯ ইঞ্চির ইনফোটেনমেন্ট সিস্টেম থাকবে। এর সাথে পুশ স্টার্ট স্টপ বাটন থেকেই শুরু করে ওয়ারলেস ফোন চার্জিং সিস্টেম থাকবে। যাত্রীদের সুরক্ষার জন্য ৬টি এয়ার ব্যাগ, ৩ পয়েন্ট সিট বেল্ট, হিল হোল্ড কন্ট্রোল, ইলেক্ট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, ইলেক্ট্রনিক ব্রেক ফোর্স ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে অ্যাডভান্স ড্রাইভিং অ্যাসিস্টেন্স সিস্টেম থাকবে নতুন হাইব্রিড মডেলে। গাড়িটি সেফটির দিক থেকে একেবারে ৫ ষ্টার হতে চলেছে বলেই জানা যাচ্ছে। তবে এখনও ক্র্যাশ টেস্টের ফলাফল প্রকাশ্যে আসেনি

READ MORE:  ক্যানসার নির্মূল হবে ভারত, মহিলা ও বাচ্চাদের টিকা দেবে কেন্দ্র সরকার, কবে থেকে?

ইঞ্জিন ও মাইলেজ

নতুন হাইব্রিড মডেলটিতে 1.2 লিটারের Z12E পেট্রোল ইঞ্জিন থাকবে। তবে ঠিক কতটা টর্ক বা পাওয়ার তৈরী করতে সক্ষম ইঞ্জিনটি সেটা এই মুহূর্তে জানা যায়নি। হাইব্রিড ইঞ্জিনের পাশাপাশি কন্টিনিউয়াস ভেরিয়েবল ট্রান্সমিশন বা CVT গিয়ারবক্স থাকবে। বলার অপেক্ষা রাখে না হাইব্রিড হওয়ার কারণে পেট্রোল ইঞ্জিনের তুলনায় বেশি মাইলেজ পাওয়া যাবে। নতুন মডেলটি ম্যানুয়াল ট্রান্সমিশন ও অটোমেটিক ট্রান্সমিশন দুটি ভার্সনে পাওয়া যাবে। যার মধ্যে ম্যানুয়ালে 24.8 Kmpl ও অটোমেটিকের ক্ষেত্রে 26Kmpl এর মাইলেজ পাওয়া যাবে।

READ MORE:  Maruti Car: সেরা লুক, ফ্লেক্স-ফুয়েল ও সিএনজি মডেলে নতুন গাড়ি আনছে Maruti | Maruti Suzuki To Launch New Small Car In Hybrid

মারুতি সুজুকি সুইফট হাইব্রিড মডেলের দাম | Maruti Suzuki Swift Hybrid Price

অফিসিয়াল লঞ্চ না হওয়ার কারণে এই মুহূর্তে নতুন মডেলের দাম কত হতে চলেছে সেটা এখনই বলা সম্ভব হচ্ছে না। তবে বর্তমানে যে মডেলটি বাজারে কিনতে পাওয়া যাচ্ছে তার এক্স শো-রুম দাম ৬.৪৯ লক্ষ টাকা থেকে শুরু হচ্ছে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.