Lenovo Tab: ডুয়াল স্পিকার, বড় ডিসপ্লে, ও শক্তিশালী ব্যাটারির বাজেট ট্যাবলেট লঞ্চ করল Lenovo | Budget Lenovo tab launched globally
আমআদমির সাধ্যের কথা মাথায় রেখে জানুয়ারির শুরুতে একট বাজেট ফ্রেন্ডলি ট্যাবলেট উন্মোচন করেছিল লেনোভো। আর এখন, ডিভাইসটি বিশ্বজুড়ে লঞ্চ হয়েছে। নতুন Lenovo Tab-এর বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে ডলবি এটমোস স্পিকার, IP52 ডাস্ট ও ওয়াটার রেজিট্যান্স, স্লিম বডি, বড় ডিসপ্লে, প্রভৃতি। চলুন ট্যাবটির দাম সহ বিস্তারিত জেনে নেওয়া যাক।
Lenovo Tab স্পেসিফিকেশন
লেনোভো ট্যাবের সামনে ১০.১ ইঞ্চি টিএফটি এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা ১৯২০x ১৬০০ পিক্সেল রেজোলিউশন ও ৬০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ট্যাবটি মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসরে চলে। ৪ জিবি র্যাম + ৬৪ স্টোরেজ ও ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে এটি। আবার মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানোর সুবিধা মিলবে।
লেনোভো ট্যাবের ব্যাক প্যানেলে ৮ মেগাপিক্সেল সিঙ্গেল ক্যামেরা রয়েছে। আর সামনে আছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে রান করবে। ট্যাবের ব্যাটারি ক্যাপাসিটি হল ৫,১০০ এমএএইচ। এটি ১৫ ওয়াট টাইপ-সি ফাস্ট চার্জিং অফার করবে। এছাড়া, ওয়াই-ফাই ৫ সাপোর্ট, ৭.৫ মিমি থিকনেস, ডুয়াল স্পিকার সেটআপ রয়েছে এতে।
Lenovo Tab দাম ও লভ্যতা
লেনোভো ট্যাবের ৪জি ভ্যারিয়েন্টে ভারত, সিঙ্গাপুর, মধ্য আমেরিকা, ভিয়েতনাম, তাইওয়ান, , দক্ষিণ আফ্রিকা, পেরু, ইকুয়েডর, কলম্বিয়া, মেক্সিকো, থাইল্যান্ড, মালয়েশিয়া, চিলি, ফিলিপাইন, জাপান, অস্ট্রেলিয়াতে বিক্রি হবে। যেখানে ওয়াই-ফাই মডেলটি পোল্যান্ড, আর্জেন্টিনা, হংকং সহ নানা দেশে বিক্রি হবে। দাম শুরু হচ্ছে ১৫৯ ডলার থেকে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৩,৭০০ টাকা।
সহেলি মিত্র, কলকাতাঃ আবহাওয়ার ডিগবাজি হয়তো একেই বলে। মাঝে যে হারে গরম বেড়েছিল তাতে করে…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১ মে, বৃহস্পতিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন যেতে…
সৌভিক মুখার্জী, কলকাতা: যারা প্রতি বছর আয়কর রিটার্ন (Income Tax Return) ফাইল করেন, তাদের জন্য…
অনলাইন শপিং প্ল্যাটফর্ম Amazon-এ আগামীকাল থেকে শুরু হচ্ছে Great Summer Sale। এই সেলে জনপ্রিয় ব্র্যান্ডের…
OnePlus আগামীকাল ১ মে থেকে Summer Sale এর ঘোষণা করেছে। যদিও এই সেল কবে শেষ…
OnePlus আগামীকাল ১ মে থেকে Summer Sale এর ঘোষণা করেছে। যদিও এই সেল কবে শেষ…
This website uses cookies.