লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

KKR Vs PBKS: হারের ম্যাচেই গর্বের রেকর্ড নারিনের! IPL-এ নয়া ইতিহাস লিখলেন KKR তারকা | Narine Created A New Record In IPL

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতার নাইট রাইডার্সের হারের মাঝেই ইতিহাস লিখলেন সুনীল নারিন! বাংলা নববর্ষের রাতে পাঞ্জাবের ঘরের মাঠে মুখ পুড়েছে 3 বারের চ্যাম্পিয়নদের। দলে বিধ্বংসী ব্যাটার থাকা সত্ত্বেও গতকাল মাত্র 112 রানের লক্ষ্য তাড়া করে জিততে পারেনি নাইটরা। তবে কলকাতার দুঃসময়ের মাঝে, বিরাট রেকর্ড গড়ে ফেলেছেন ক্যারিবিয়ান তারকা সুনীল নারিন।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

পাঞ্জাবের(PBKS) বিরুদ্ধে দুই উইকেট তুলেই ফ্রাঞ্চাইজি লিগ ক্রিকেটে নিজের নামটা আরও কয়েক ধাপ এগিয়ে নিয়ে গেলেন KKR অলরাউন্ডার। সেই সাথেই ভারতের এক তারকা পেসারের রেকর্ডও গুঁড়িয়ে দিয়েছেন আন্দ্রে রাসেল সতীর্থ। ঠিক কোন কীর্তি গড়লেন কলকাতা নাইট রাইডার্সের এই বিশ্বস্ত ক্রিকেটার? জানব।

READ MORE:  KKR Vs MI: ৪ কারণে চেনা পিচেও KKR-কে জেতাতে পারেননি রাহানে | KKR Lost For These 4 Reasons

হারের ম্যাচেই গর্বের রেকর্ড

মঙ্গলবার চন্ডিগড়ের মুল্লানপুরের মাঠ ছিল KKR-র অন্যতম দুর্বলতা। পাঞ্জাবের বিরুদ্ধে এই মাঠে KKR যে হারতে পারে, সেই সম্ভাবনার কথা বহু আগেই জানিয়ে দিয়েছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। আমাদের India Hood পোর্টালেও প্রকাশিত হয়েছে সেই প্রতিবেদন। গতকাল ম্যাচ শেষে সেই সম্ভবনাই একেবারে কাটায় কাটায় মিলে গিয়েছে। তবে অ্যাওয়ে ম্যাচে পরাস্ত হলেও, পাঞ্জাব বাহিনীর বিপক্ষে 2 উইকেট তুলে বিরাট রেকর্ড গড়েছেন ওয়েস্ট ইন্ডিজ তারকা সুনীল নারিন।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

এদিন 3 ওভারে 14 রান খরচ করে দুই উইকেট ভেঙেই শ্রেয়স আইয়ারদের মাত্র 15.3 ওভারেই মাঠ ছাড়া করেছিলেন নারিন। আর এই কীর্তির জোরেই বিরাট রেকর্ডে থাবা বসিয়েছেন সুনীল। জানিয়ে রাখি, গতকাল পাঞ্জাব কিংসের বিপক্ষে দুই উইকেট তুলতেই সুনীল নারিনের উইকেট সংখ্যা 36-এ পৌঁছে যায়। যা তাঁকে নতুন রেকর্ড করতে সাহায্য করেছে।

READ MORE:  Mitchell Starc: দলে জায়গা দেয়নি KKR, দিল্লির জার্সি গায়ে তুলেই ক্ষমতা বোঝালেন স্টার্ক | Mitchell Starc Is In Form In DC

ভারতীয় পেসারের রেকর্ডও ভেঙেছেন নারিন

গতকাল পাঞ্জাবের বিপক্ষে 2 উইকেট ভেঙে 36 উইকেটের রেকর্ড গড়ার পাশাপাশি ভারতীয় পেসার উমেশ যাদবের রেকর্ডও একেবারে গুঁড়িয়ে দিয়েছেন সুনীল। বলা বাহুল্য, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে একটি দলের বিপক্ষে 35টি উইকেট নিয়ে তালিকার একেবারে শীর্ষেছিলেন যাদব। তবে মঙ্গলবার 36 উইকেটের রেকর্ড পূর্ণ হতেই যাদবের জায়গা দখল করেন সুনীল।

READ MORE:  CT 2025: ভয় ধরাচ্ছে ৬ বছর আগের স্মৃতি, নিউজিল্যান্ডের জয়ে বুক ধুকপুক টিম ইন্ডিয়ার সমর্থকদের | South African Cricketers Are Victims Of Memes

বর্তমানে IPL ইতিহাসে প্রতিপক্ষের সর্বাধিক উইকেট তুলে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে রয়েছেন সুনীল নারিন। তিনিই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একটি দলের বিপক্ষে সর্বোচ্চ উইকেট তুলেছেন।

অবশ্যই পড়ুন: প্রতিশোধ! KKR-কে হারিয়ে জয়ের রহস্য ফাঁস করলেন আইয়ার

উল্লেখ্য, নারিন ও যাদবের পর একটি দলের বিপক্ষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ডোয়াইন ব্রাভো(33 উইকেট), তালিকার চতুর্থ স্থানে মোহিত শর্মা(33 উইকেট), পঞ্চম স্থানে যুজবেন্দ্র চাহাল(32 উইকেট) এবং সবশেষে ভুবনেশ্বর কুমার (32 উইকেট)।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.