JioCoin কী, কীভাবে বিনামূল্যে পাবেন? কোথায় কেনা ও বেচা যাবে? জানুন সবকিছু

Oindrila Sen

Jiocoin what is jio coin how to get free where to buy and sell how to use know everything

মুকেশ আম্বানির নিয়ে এসেছে ব্লকচেইন পরিকাঠামোর উপর তৈরি নতুন রিওয়ার্ড টোকেন JioCoin। এটি নিয়ে ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে নানা মহলে। ব্লকচেইন প্রযুক্তি সংস্থা Polygon ল্যাবের সঙ্গে যৌথ উদ্যোগে এই টোকেন লঞ্চ করেছে জিও। এটি একটি ক্রিপটো ভিত্তিক রিওয়ার্ড ব্যবস্থাও বলতে পারেন। কিন্তু এখন প্রশ্ন হল এটি কীভাবে পাওয়া যাবে? তাহলে আপনাদের জানিয়ে রাখি জিওকয়েন আপনি বিনামূল্যে পেতে পারেন। এর জন্য একটি নির্দিষ্ট অ্যাপ ডাউনলোড করতে হবে।

READ MORE:  Govt Employees Allowance: DA নয়, তবে মাসের শুরুতেই সুখবর, ২৫% বাড়ল ভাতা! কর্মীদের সুখবর দিল সরকার | Child Education Allowance Hiked By 25% Announced By Haryana Government

JioCoin কী জেনে রাখুন

JioCoin হল একটি ব্লকচেইন-ভিত্তিক ডিজিটাল রিওয়ার্ড টোকেন, যা Ethereum Layer ২ প্রযুক্তির উপর নির্মিত। তবে এটি বিটকয়েন অর্থাৎ ঐতিহ্যবাহী ক্রিপ্টোকারেন্সির মতো নয়। কারণ দেশে-বিদেশে ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জে JioCoin লেনদেন বা কেনা যাবে না।

পাশাপাশি, বিটকয়েনের বিপরীতে, যার সরবরাহ সীমিত, কিন্তু JioCoin এর ব্যাকএন্ড প্রযুক্তি এটিকে আনলিমিটেড করে তোলে। বাজারে-বাণিজ্যযোগ্য ক্রিপ্টোকারেন্সির চেয়ে Jio অ্যাপ ব্যবহারকারীদের জন্য একটি রিওয়ার্ড সিস্টেমের মতো কাজ করবে।

READ MORE:  স্বাস্থ্য সাথী প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে? হাইকোর্ট কী রায় দিল দেখুন

বিনামূল্যে JioCoin কীভাবে পাবেন?

এর জন্য প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে হবে JioSphere অ্যাপ। এটি একটি ব্রাউজিং অ্যাপ, গুগল ক্রোমের মতো। অ্যাপটি ডাউনলোড করে সেখানে সাইন আপ করতে হবে। তারপর এই অ্যাপের মাধ্যমে ই-কমার্স সাইটে ভিজিট করে কেনাকাটা করলে বা ইউটিউব, ইন্সটাগ্রামের মতো অ্যাপে সার্ফিং করলে বা গান শুনলে, খবর পড়লে তার বিনিময়ে আপনাকে দেওয়া হবে রিওয়ার্ড টোকেন। এই রিওয়ার্ড জিওকয়েন হিসাবে পাওয়া যাবে।

READ MORE:  Fixed Deposit Interest Rates: আরও বেশি লাভ, ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল Axis Bank | Axis Bank revised Fixed Deposit Interest Rates

তবে এই কয়েন কোন কোন কাজে ব্যবহার করা যাবে তা এখনও জানায়নি জিও। আশা করা হচ্ছে, এটি রিচার্জ বা বিল পেমেন্ট করার সময় ব্যবহার করা যেতে পারে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন