লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

JioBharat K1 Karbonn 4G Discount: দাম কমে মাত্র ৬৯৯ টাকা হয়ে গেল JioBharat K1 Karbonn 4G ফোনের, এখানে রয়েছে দুর্দান্ত অফার | JioBharat K1 Karbonn 4G Price

Published on:

রিলায়েন্স জিও’র একটি নতুন কিপ্যাড ফোন হল JioBharat K1 Karbonn 4G। বর্তমানে এই ফোনের দাম কমে হয়েছে মাত্র ৬৯৯ টাকা। এর কালো এবং ধূসর রংয়ের ভ্যারিয়েন্ট এই দামে কিনতে পারবেন। অন্যদিকে, কালো এবং লাল ভ্যারিয়েন্টের দাম ৯৩৯ টাকা। জিও এর এই কিপ্যাড ফোন অনলাইনে Amazon থেকে অর্ডার করা যাবে। এছাড়াও, JioMart থেকেও কিনতে পারবেন।

READ MORE:  Mobile network coverage: কোন অঞ্চলে ভালো 4G ও 5G নেটওয়ার্ক, ট্রাই-এর ধমকের পর দেখাতে শুরু করল Jio, Airtel, Vi | TRAI network order

JioBharat K1 Karbonn 4G ফোনের স্পেসিফিকেশন

এই ফোনে আছে ০.০৫ জিবি RAM এবং ১২৮ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ, যা বাড়ানো যাবে। ব্যাটারির ক্যাপাসিটি ১০০০mAh। এই ফোনে একটি ন্যানো-সিম ইন্সটল করার জায়গা রয়েছে। তবে শুধু জিও সিমই ব্যবহার করতে পারবেন। Airtel, Vodafone Idea (Vi) এবং ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) এর নেটওয়ার্ক এই ফোনে কাজ করবে না।

READ MORE:  বিশ্বের মধ্যে সবথেকে দ্রুত 5G স্পিড দিচ্ছে ভারতের Jio, বড় দাবি Ookla -র

স্ক্রিনের সাইজ ১.৭৭ ইঞ্চি, যা কিপ্যাড ফোনের জন্য আদর্শ বলে মনে করা হয়। স্ক্রিন রেজোলিউশন ৭২০পিক্সেল, যা এই আয়তনের ডিসপ্লে এবং দামের জন্য যথেষ্ট। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ৪জি নেটওয়ার্ক সাপোর্ট এবং JioTV, JioSoundPay, JioSaavn, JioPay এর মতো বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করার সুবিধা। ছবি তোলার জন্য পিছনে একটি ডিজিটাল ক্যামেরাও রয়েছে।

READ MORE:  Flipkart OMG Gadgets Sale: অর্ধেক দামে অসাধারণ ক্যামেরার Google Pixel 7, এমন অফার আগে কেউ দেয়নি | Google Pixel 7 Discount Price

উল্লেখ্য, Amazon প্ল্যাটফর্মে, ৫ স্টারের মধ্যে JioBharat K1 Karbonn ফোনকে ৩.৩ স্টার রেটিং দেওয়া হয়েছে। ৩,৫৯২ জন ব্যবহারকারী এই রেটিং দিয়েছেন। এটি ছাড়াও আরও একটি ফোন রয়েছে কোম্পানির, যার নাম JioPhone Prima 2। এটিও একটি ফিচার ফোন, যা দেশজুড়ে গ্রাহকদের জন্য উপলব্ধ এবং দামও বেশ কম।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.