Jio Plan: Jio গ্রাহকদের জন্য বড় খবর, ২ দিনের মধ্যে বন্ধ হচ্ছে নতুন এই রিচার্জ প্ল্যান | Jio Discontinue New Year Welcome Plan

Oindrila Sen

Jio to discontinue new year welcome plan rs 2025 Within 2 days

Jio ব্যবহারকারীদের জন্য বড় খবর। সংস্থাটি তাদের একটি রিচার্জ প্ল্যান বন্ধ করতে চলেছে। নতুন বছর উপলক্ষে এই বিশেষ প্ল্যান লঞ্চ করেছিল জিও। এই প্ল্যানের দাম ২০২৫ টাকা। উল্লেখ্য, ২০২৫ সালের ১১ জানুয়ারি এই প্রিপেইড প্ল্যানটি বন্ধ করার কথা ছিল জিওর। তবে ৩১ জানুয়ারি পর্যন্ত এই প্ল্যানের মেয়াদ বাড়ায় জিও। অর্থাৎ আর মাত্র ২ দিন এই প্ল্যান রিচার্জ করা যাবে।

READ MORE:  BSNL এর ব্লকবাস্টার রিচার্জ প্ল্যান, দিনে মাত্র ২.৬ টাকা খরচে কল ও ১২০ জিবি ইন্টারনেট

জিও-র নিউ ইয়ার প্ল্যানে প্রতিদিন ২.৫ জিবি ডেটা এবং দিনে মাত্র ১০ টাকার বিনিময়ে ফ্রি কলের সুবিধা পাওয়া যাবে। আসুন জেনে নেওয়া যাক জিও-র নিউ ইয়ার প্ল্যানের সুবিধা।

২০২৫ টাকার জিও প্ল্যানের সুবিধা

জিও-র ‘নিউ ইয়ার ওয়েলকাম’ প্ল্যানের ভ্যালিডিটি ২০০ দিন। এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা দৈনিক ২.৫ জিবি ডেটা পাবেন, অর্থাৎ মোট ৫০০ জিবি ডেটা উপভোগ করা যাবে। এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কল এবং এসএমএস পরিষেবাও পাবে।

READ MORE:  সস্তার চক্করে লোকসান নয়, ৬৭ টাকা বেশি খরচে ২১৫০ টাকার বেনিফিট সহ আনলিমিটেড ডেটা

এছাড়া গ্রাহকরা জিও সিনেমা, জিও ক্লাউড এবং জিও টিভির মতো জিও অ্যাপগুলি বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। জিও নিউ ইয়ার ওয়েলকাম প্ল্যান রিচার্জ করলে, গ্রাহকরা পার্টনার কুপন বা উপহার হিসেবে ২,১৫০ টাকার সুবিধা পাবেন। নতুন বছরে ইজমাইট্রিপের মাধ্যমে ১,৫০০ টাকা কুপন দেওয়া হচ্ছে। আবার সুইগি থেকে ৪৯৯ টাকার বেশি অর্ডারে কুপনের মাধ্যমে ১৫০ টাকা ছাড় পাওয়া যাবে। এছাড়া ব্যবহারকারীরা যদি অ্যাজিও শপিং প্ল্যাটফর্মে কেনাকাটা করেন তবে তাদের ২৫০০ টাকার বেশি কেনাকাটায় ৫০০ টাকার ছাড় দেওয়া হবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  দুনিয়ার বৃহত্তম AI পরিকাঠামো তৈরি করছে Jio, বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে বড় ঘোষণা মুকেশ আম্বানির