লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Jio ফের ফিরিয়ে আনলো জনপ্রিয় ১৮৯ টাকার প্ল্যান, এবার রিচার্জ খরচ হবে অর্ধেক!

Updated on:

Reliance Jio সম্প্রতি তার 189 টাকার রিচার্জ প্ল্যান বন্ধ করার পর আবারও চালু করেছে। এটি ‘affordable packs’ ক্যাটাগরির ‘ভ্যালু’ সেকশনে যুক্ত করা হয়েছে। পাশাপাশি, Jio তার 448 টাকার রিচার্জ প্ল্যানের দাম কমিয়ে 445 টাকা করেছে। আসুন, নতুন দাম এবং সুবিধাগুলো জেনে নেওয়া যাক।

Jio 445 টাকার রিচার্জ প্ল্যান

আগে 448 টাকার রিচার্জ প্ল্যান এখন 445 টাকায় পাওয়া যাচ্ছে। কোম্পানি 3 টাকা কমিয়ে এই পরিবর্তন এনেছে। এই প্ল্যানে গ্রাহকদের ভয়েস কল ও ডেটা সুবিধা দেওয়া হয়।

READ MORE:  Recharge Plan: ১০০ টাকায় ডবল ধামাকা! রিচার্জের সাথে ফ্রিতে JioHostar পাবেন জিও গ্রাহকরা | Jio Launches 100 Rupees JioHotstar Subscription Plan

কেন কমানো হলো 448 টাকার প্ল্যানের দাম?
Jio সম্প্রতি 448 টাকার ভয়েস-অনলি রিচার্জ প্ল্যান চালু করেছে, যেখানে কোনো ডেটা সুবিধা নেই। গ্রাহকদের বিভ্রান্তি এড়াতে Jio 448 টাকার ডেটাসহ প্ল্যানের দাম কমিয়ে 445 টাকা করেছে।

Jio 445 টাকার রিচার্জ প্ল্যানে কী সুবিধা রয়েছে?

– ভ্যালিডিটি: 28 দিন
– ডেটা: প্রতিদিন 2GB (মোট 56GB ডেটা)
– কলিং: আনলিমিটেড কলিং সুবিধা
– SMS: প্রতিদিন 100টি ফ্রি SMS

READ MORE:  এক চার্জে ২ দিন চলবে, Samsung এর সবচেয়ে বেশি বিক্রি হওয়া 5G ফোনে ৮০০০ টাকা ছাড়

অতিরিক্ত সুবিধা:

Jio গ্রাহকরা 445 টাকার রিচার্জের সঙ্গে জনপ্রিয় OTT প্ল্যাটফর্মগুলোর সাবস্ক্রিপশন পাবেন, যেমন –
Zee5
JioCinema Premium
SonyLIV
Lionsgate Play
Kanchha Lannka
Discovery+
SunNXT
Hoichoi
FanCode
Planet Marathi
Chaupal

এছাড়াও, JioTV এবং JioCloud পরিষেবা ফ্রি পাওয়া যাবে।

Jio তার গ্রাহকদের আরও সাশ্রয়ী পরিষেবা দিতে এই রিচার্জ প্ল্যানের দাম কমিয়েছে। Airtel, BSNL ও Vi-এর মতো প্রতিদ্বন্দ্বীরা এই প্রতিযোগিতায় চাপে পড়ে যাবে বলেই মনে করা হচ্ছে।

READ MORE:  ভারতে তৈরি হবে বিশ্বের বৃহত্তম ডেটা সেন্টার, বিশাল উদ্যোগ আম্বানির

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.