লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

IPL শুরুর আগেই JioHotstar সাবস্ক্রিপশন সহ নতুন রিচার্জ প্ল্যান আনল Jio

Published on:

পূজা মন্ডল, কলকাতা: IPL-এর নতুন সিজন আজ অর্থাৎ ২২ মার্চ থেকে শুরু হচ্ছে। আর নতুন সিজন শুরুর আগে জিও তাদের কোটি কোটি ব্যবহারকারীদের জন্য নতুন একটি প্ল্যান লঞ্চ করেছে, যেখানে ৯০ দিন পর্যন্ত ফ্রি জিওহটস্টারের সাবস্ক্রিপশন (JioHotstar Subscription) পাওয়া যাবে। এছাড়াও এখানে গ্রাহক আনলিমিটেড কলিং, ডেটা ইত্যাদির সুবিধা রয়েছে। এবারের ইন্ডিয়ান প্রিমিয়াম লিগ ২০২৫-এর সম্প্রচার জিওর ওটিটি প্ল্যাটফর্ম জিওহটস্টার থেকে করা হবে।

READ MORE:  Shah Rukh Khan: KKR-র লড়াইয়ে খুশি নন শাহরুখ? নীরবতা ভাঙলেন বলিউড বাদশাহ | SRK Opens Up About KKR Performance

Jio আনল নতুন জিওহটস্টার সাবস্ক্রিপশন

জিওর এই প্ল্যানটির মূল্য ২৯৯ টাকা। এখানে ব্যবহারকারীরা ২৮ দিনের বৈধতা পাবেন। এর সাথে পুরো ভারতজুড়ে যেকোনো নম্বরে আনলিমিটেড কলিং এবং ফ্রি ন্যাশনাল রোমিংয়ের সুবিধা আছে। পাশাপাশি, ব্যবহারকারীরা প্রতিদিন ১.৫ জিবি হাই স্পিড ডেটা উপভোগ করবেন। এভাবে মোট ৪২ জিবি ডেটা পাওয়া যাবে।

রিলায়েন্স জিওর ২৯৯ টাকার প্ল্যান রিচার্জ করলে প্রতিদিন ১০০ এসএমএস ব্যবহারের সুবিধা দেওয়া হবে। এছাড়া ৯০ দিনের জন্য JioHotstar এর ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাবে। জিও হটস্টারের মাধ্যমে IPL সহ সমস্ত প্রিমিয়াম কনটেন্ট ৯০ দিনের জন্য উপভোগ করা যাবে। সঙ্গে, Jio TV এবং Jio Cloud অ্যাপের কম্প্লিমেন্টারি অ্যাক্সেস পাওয়া যাবে।

READ MORE:  KKR Vs GT: সম্মান বাঁচাতে নতুন চমক KKR-র! বড় তারকাকে বাদ দিয়ে কেমন একাদশ নামাচ্ছেন রাহানে? | KKR Possible Playing XI Against GT

এই দুই প্ল্যানে JioHotstar-ও পাওয়া যাচ্ছে

জিওর ৩৪৯ টাকার এবং ৮৯৯ টাকার রিচার্জ প্ল্যানের সাথেও ৯০ দিনের জন্য JioHotstar এর ফ্রি সাবস্ক্রিপশন অফার করা হচ্ছে। কোম্পানির ওয়েবসাইট অনুযায়ী, ৩৪৯ টাকার প্ল্যানে ব্যবহারকারীরা ২৮ দিনের বৈধতা পাওয়া যাবে। এতে ব্যবহারকারীরা আনলিমিটেড কলিংয়ের সাথে প্রতিদিন ২ জিবি ডেটা এবং ১০০টি ফ্রি এসএমএস এর সুবিধা পাবেন।

READ MORE:  সবচেয়ে কম খরচে আনলিমিটেড 5G ডেটা, Airtel নাকি Jio নাকি Vi দিচ্ছে বেশি সুবিধা | Airtel vs Jio vs Vi's Cheapest 5G Plans

Jio-এর ৮৯৯ টাকার প্ল্যানে ৯০ দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। এখানে প্রতিদিন ২ জিবি ডেটা ও আনলিমিটেড কলিংয়ের সুবিধা দেওয়া হবে। সাথে ২০ জিবি অতিরিক্ত ডেটা অফার করা হচ্ছে। এছাড়া আনলিমিটেড 5G ডেটাও উপভোগ করা যাবে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.