Instgram: ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য সুখবর, রিলসের সময় বাড়িয়ে দ্বিগুণ করল সংস্থা | Instgram Three Minutes Reels

Oindrila Sen

Instgram: ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য সুখবর, রিলসের সময় বাড়িয়ে দ্বিগুণ করল সংস্থা | Instgram Three Minutes Reels

২০২০ সালে ভারতে টিকটক নিষিদ্ধ হওয়ার পর রিলস ফিচার এনেছিল ইনস্টাগ্রাম। যা টিকটকের মতোই শর্ট ভিডিয়ো রেকর্ড করে আপলোডের সুবিধা যুক্ত করেছিল অ্যাপে। কিন্তু, বর্তমানে ৯০ সেকেন্ডের বেশি রিলস বানানো যায় না। ফলে ব্যবহারকারীদের বাধ্য হয়েই দেড় মিনিটের মধ্যে ভিডিয়ো সম্পূর্ণ করতে হয়। তবে এখন ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি জানিয়েছেন, কনটেন্ট নির্মাতারা সর্বোচ্চ ৩ মিনিটের রিলস তৈরি করতে পারবেন।

READ MORE:  এক অ্যাপেই ট্রেন টিকিট বুকিং সহ PNR স্ট্যাটাস চেক, দারুন সুবিধা আনল ভারতীয় রেল

মোসেরি একটি ব্লগ পোস্টে লিখেছেন, “আপনারা এখন তিন মিনিট পর্যন্ত রিলস আপলোড করতে পারবেন। আগে ৯০ সেকেন্ড সময়সীমা দেওয়ার কারণ, আমরা সংক্ষিপ্ত ভিডিওর অভিজ্ঞতা উন্নত করতে চেয়েছিলাম। কিন্তু আমরা প্রতিক্রিয়া শুনেছি যে যারা দীর্ঘ গল্প শেয়ার করতে চান তাদের জন্য এটি খুবই ছোট। তাই সময়সীমা বাড়ানোয় ফলে আরও গভীরভাবে গল্প বলার সুযোগ পাবেন বলে আমরা আশা করছি।”

READ MORE:  Jio প্ল্যানের দাম 100 টাকা বৃদ্ধি! জেনে নিন নতুন মূল্য ও সম্পূর্ণ ডিটেইলস

মজার বিষয় হল, টিকটক-ও ব্যবহারকারীদের তিন মিনিটের দীর্ঘ ভিডিও পোস্ট করার অনুমতি দেয়। মার্কিন যুক্তরাষ্ট্রে চীনা সোশ্যাল মিডিয়া অ্যাপটি প্রায় নিষিদ্ধ হয়ে যাওয়ার পরই ইনস্টাগ্রাম এমন ফিচার আনার ঘোষণা করল। উল্লেখ্য, সরকারি নিষেধাজ্ঞার কারণে রবিবার থেকে গ্রাহকদের পরিষেবা দেওয়া বন্ধ করেছিল টিকটক। তবে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে আবার অ্যাপ চালু রাখার অনুমতি পেয়েছে টিকটকের মালিক বাইটড্যান্স।

READ MORE:  দিনে ১২ ঘন্টা ডিউটি, রেল স্টেশনের বিভিন্ন কাজ অনায়াসে সামলাচ্ছে বিশ্বের প্রথম এআই রোবট

টিকটকের ভবিষ্যত সম্পর্কে অনিশ্চিত হয়েই অনেক ব্যবহরকারী বিকল্প অ্যাপের খোঁজ করছেন। তাদের সামনে আকর্ষণীয় সমাধান হিসাবে হাজির হয়েছে ইনস্টাগ্রাম। তিন মিনিট দৈর্ঘ্যের রিলস আপলোডের সুবিধা মেটার মালিকানাধীন এই অ্যাপ টিকটক ব্যবহারকারীদের নিজেদের প্ল্যাটফর্মে টানতে শুরু করবে বলে অনুমান করা হচ্ছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন