লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

India Vs England: ‘আমি সিনেমা দেখছিলাম, মধ্যরাতে ফোন করেন রোহিত’, প্রত্যাবর্তনের কাহিনী শোনালেন শ্রেয়স | Shreyas Iyer Over Rohit Sharma Phone Call

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডের যাত্রা শুরু করেই দাপট দেখিয়েছে ভারতের সেনারা। গতকাল রোহিত শর্মার নেতৃত্বে 4 উইকেট বাঁচিয়ে রেখে ম্যাচ পকেটে পুরে নেয় টিম ইন্ডিয়া। তবে ইংরেজদের বিরুদ্ধে প্রথম ম্যাচে অন্যান্য সময়ের মতোই ব্যর্থতার বৃত্ত আরও খানিকটা চওড়া করেছেন রোহিত। রান এসেছে যাঁর ব্যাট থেকে ওয়ানডের প্রথম ম্যাচে তাঁর দলে থাকার কোনও পূর্বপরিকল্পনাই ছিল না। বিরাট কোহলির হাঁটুর চোটের কারণে নামানো হয় প্রাক্তন KKR অধিনায়ক শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer)। তবে আকস্মিকভাবে হলেও গতকাল দলকে বড় রান তাড়া করে জয়ের পথে কয়েক ধাপ এগিয়ে দিয়েছেন তিনি। ম্যাচ শেষে এক সাক্ষাৎকারে বিরাট তথ্য ফাঁস করেছেন ভারতীয় তারকা।


আমাদের সাথে যুক্ত হন

Join Now

নাগপুরে ভারতের জয়ে বড় ভূমিকা পালন করেছেন আইয়ার

ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজকে পাখির চোখ করে টিম ইন্ডিয়া স্কোয়াডে জায়গা হয়েছিল প্রাক্তন KKR অধিনায়ক শ্রেয়স আইয়ারের। তবে স্কোয়াডে ঠাঁই হলেও ইংলিশ বাহিনীর বিরুদ্ধে ওয়ানডের প্রথম একাদশে জায়গা হয়নি তাঁর। ফলত, বেঞ্চে বসেই পরবর্তী ম্যাচের জন্য মানসিকভাবে নিজেকে প্রস্তুত করছিলেন আইয়ার। এমন সময়ে ঘরোয়া ক্রিকেট ময়দানে পাওয়ার চোট বিরাট কোহলির শরীরে আরও জেঁকে বসতেই ভারতীয় মহতারকার বিকল্প হিসেবে গতকাল মাঠে নামানো হয়েছিল আইয়ারকে।

READ MORE:  ISL 2024-25: ISL সেমিফাইনালের আগে বড় ঝটকা মোহনবাগানে | Mohun Bagan Star Injury

ওই যে কথায় আছে, আচমকা ঘটা ঘটনাই বিস্ফোরণসম। গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে নাগপুরের মাঠে সেই বিস্ফোরণই ঘটিয়েছিলেন আইয়ার। এই ইনিংসে মাত্র 36 বলে 9টি চার ও 2টি ছয় সহযোগে 59 রানের বড় যোগদান রেখেছেন এই ভারতীয় ক্রিকেটার। বলা বাহুল্য, আইয়ারের বড় ইনিংসের কাঁধে চেপে ভারতের জয়ের রাস্তাটা অনেকটাই কমে এসেছিল।

মাঠে নামার কোনও পরিকল্পনাই ছিল না আইয়ারের

বিরাট কোহলির ডান হাঁটুর ফোলা আরও বেড়ে যাওয়ায় গতকালের ম্যাচ থেকে তাঁকে বাদ দেয় বোর্ড। অগত্যা কোহলির বিকল্প হিসেবে একজন দক্ষ খেলোয়াড়কে মাঠে নামাতে চাইছিল ম্যানেজমেন্ট। এহেন আবহে অনেকেই মনে করেছিলেন বিরাটের বদলে ওয়ানডের ময়দান দখল করতে পারেন যশস্বী জয়সওয়াল। তবে সেই ভাবনা কাজে আসেনি। বিকল্প হিসেবে নয় বরং জয়সওয়ালকে পরিকল্পিতভাবেই মাঠে নামিয়েছেন বোর্ড কর্তারা।

READ MORE:  India Vs England ODI: ভারতের জয়ের নেপথ্যে রোহিতের দুই সিদ্ধান্ত, ফাঁস টিম ইন্ডিয়ার সিক্রেট | Team India's Success Secret

তবে কোহলির বিকল্প হিসেবে আচমকা বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে মাঠে নামেন আইয়ার। এ প্রসঙ্গে ম্যাচ শেষে এক সাক্ষাৎকারে আইয়ার জানান, তাহলে একটা মজার গল্প শুনুন…. গত রাতে আমি একটি মুভি দেখছিলাম। এমন সময়ে আচমকা আমার ফোনে অধিনায়ক রোহিত শর্মার কল আসে। কল রিসিভ করতেই জানতে পারলাম, বিরাটের হাঁটুর চোট এখনও কমেনি, তাই তাঁর জায়গায় আমাকে খেলতে হবে।

অবশ্যই পড়ুন: বরুণের কারণে KKR-এ থেকেও সুযোগ পাননি কুলদীপ, টিম ইন্ডিয়াতেও মুখোমুখি দুজনে

এ কথা শুনেই তড়িঘড়ি মুভি দেখা পন্ড করে ঘুমোতে চলে যাই। এরপরই ওয়ানডের মূল একাদশে আগেভাগে জয়সওয়ালের অন্তর্ভুক্তির বিষয়ে প্রশ্ন করা হলে কৌশলে বিষয়টি এড়িয়ে যান আইয়ার। পরে খেলোয়াড় জানান, তুমি জানো আমি কী বলতে চাই, কিন্তু আমি এই কথা গোপন রাখবো। এই মুহূর্তে দলের জয়টাই উদযাপন করতে চাই।

READ MORE:  KKR Vs LSG: ইডেনে ৮ তারিখের ম্যাচে KKR ভক্তদের জন্য বড় চমক! হাতছাড়া করলেই ক্ষতি | Ticket Prices For KKR Vs LSG Match Reduced
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.