India Vs Afghanistan: কোন অঙ্কে সেমিফাইনালে মুখোমুখি হতে পারে ভারত, আফগানিস্তান? দেখুন সমীকরণ | ICC Champions Trophy Semifinals
বিক্রম ব্যানার্জী, কলকাতা: শুক্রবার অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তানের (Afghanistan) ম্যাচের মাঝপথে কাঁটা হয়েছিল বৃষ্টি। যার কারণে 13তম ওভার চলাকালীন অগত্যা ইনিংস শেষ করতে হয় অজিদের। শেষ পর্যন্ত বৃষ্টির প্রভাব কাটিয়ে পুনরায় আর ম্যাচ আয়োজন করা যায়নি।
যার জেরে ইংলিশ বাহিনীকে হারিয়ে অঙ্ক বদলেও একপ্রকার খাদের কিনারে দাঁড়িয়ে রয়েছে আফগানরা। ফলত, শেষ চারের লড়াইয়ে টিকে থাকতে এখন শনিবারের দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ডের ম্যাচ হয়ে উঠেছে আফগানদের মূল রসদ। সূত্র বলছে, এই ম্যাচের ফলাফলের ওপরই নির্ভর করছে রশিদ খানদের সেমিফাইনালে যাওয়ার জটিল অঙ্ক।
গতকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আফগানদের রণক্ষেত্রে জল ঢেলেছিল বৃষ্টি। যার কারণে একেবারে বাতিল করে দেওয়া হয় শুক্রবারের ম্যাচ। তবে এই ঘটনার পরই প্রশ্ন উঠতে শুরু করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ভূমিকা নিয়ে। সূত্র বলছে, শুক্রবার বৃষ্টি থেমে যাওয়ার পর দীর্ঘ সময় পেয়েছিল আয়োজকরা। তবে শেষ পর্যন্ত মাঠ গুছিয়ে ফের ম্যাচ আয়োজন করা যায়নি। আর সেই কারণেই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে একপ্রকার কাঠগড়ায় তুলেছে বিভিন্ন দলের সমর্থকরা।
শুক্রবারের ম্যাচটা আফগানদের জন্য ছিল এক প্রকার সেমিফাইনালে ওঠার পরীক্ষা। তবে সেই ম্যাচ ভেস্তে যাওয়ার এখন প্রতিদ্বন্দ্বী দলগুলির কাছ থেকে সাহায্য চাওয়া ছাড়া আর কোনও বিকল্প পথ নেই আফগানদের। সূত্র অনুযায়ী, আজকের দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ডের ম্যাচের ওপর অনেকটাই নির্ভর করছে আফগানিস্তানের সেমিফাইনালের ভাগ্য।
রিপোর্ট বলছে, গতকাল ফলাফল শূন্য ম্যাচের পর এখনও শেষ চারের স্বপ্ন জিইয়ে রয়েছে আফগানিস্তানের। প্রাপ্য তথ্য অনুযায়ী, দক্ষিণ আফ্রিকা যদি ইংল্যান্ডকে হারিয়ে জিতে যায় সে ক্ষেত্রে আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকা দুই দলেরই পয়েন্ট থাকবে 3। কাজেই শেষ চারে যাওয়ার আগে নির্ণায়ক হয়ে উঠবে নেট রান রেট।
বেশকিছু রিপোর্ট মারফত খবর, আফগানিস্তানের সেমিফাইনালের ভাগ্য যথেষ্ট দুর্বল। তাই শেষ পর্যন্ত অন্যে দলের ওপরই ভরসা করতে হচ্ছে তাদের। হিসেব বলছে, শনিবার ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচে ইংল্যান্ড যদি প্রথমে ব্যাট করে সেক্ষেত্রে তাদের 207 রানের ব্যবধানে জিততেই হবে। কিন্তু শর্ত হলো, এই কাজ পূর্ণ 50 ওভারের মধ্যে শেষ করতে হবে। আফগানদের সেমিফাইনালে তুলতে হলে দক্ষিণ আফ্রিকা যদি প্রথমে ব্যাট করে তবে তাদের রান রেট আফগানিস্তানের চেয়ে কমলে চলবে না। যতক্ষণ না পর্যন্ত দক্ষিণ আফ্রিকা কম রানে অলআউট হয় এবং ইংল্যান্ড দ্রুত রান করে বেরিয়ে যায়।
আফগানিস্তানকে সেমিফাইনালে জায়গা করতে হলে শনিবারের ম্যাচে বেশ কিছু শর্ত থাকবে। প্রথমত, দক্ষিণ আফ্রিকা যদি 50 রানে অলআউট হয়ে যায় সেক্ষেত্রে ইংল্যান্ডকে গোটা ম্যাচ জিততে হবে 5.4 ওভারে। একইভাবে ম্যাচে 75 রানের লক্ষ্য তৈরি হলে তাপ পরবর্তী ইনিংসে ব্যাট করতে আসা দলকে 7.6 ওভারে পূর্ণ করতে হবে।
একই ভাবে 100 রানের লক্ষ্য হলে 9.6 ওভারে এবং 125 রানের লক্ষ্য হলে তা 11.5 ওভারে শেষ করতে হবে। তবে যদি দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে সেক্ষেত্রে লক্ষ্য যদি 173 রান হয় তবে তা 15 ওভারের মধ্যে শেষ করতে হবে ইংল্যান্ডকে। একই ভাবে লক্ষ্য 157 হলে 14 ওভারে এবং 142 হলে 13 ওভারের মধ্যে ম্যাচে ইতি টানতে হবে ইংল্যান্ডকে। তবেই শেষ চারে ওঠার সম্ভাবনা থাকবে আফগানিস্তানের।
ঠিক কোন অঙ্কে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ভারত বনাম আফগানিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে এই প্রশ্নের উত্তর যথেষ্ট জটিল। আগেই জানানো হয়েছে আফগানিস্তানের সেমিফাইনালে ভাগ্য নির্ভর করছে শনিবারের ম্যাচের ওপর। সেক্ষেত্রে বলে রাখি, গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে জয় চিনিয়ে সেমিফাইনালে জায়গা সুনিশ্চিত করেছে ভারত। একই পথে হেঁটেছে নিউজিল্যান্ডও। রবিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে এই দুই দল এ গ্রুপের শীর্ষস্থান দখলের লড়াই লড়বে।
অবশ্যই পড়ুন: আশা পূরণে ব্যর্থ মহামেডান, মোহনবাগান জিতলে লাভ হবে ইস্টবেঙ্গলের? দেখুন অঙ্ক
এখন প্রশ্ন, ভারতের সাথে কীভাবে সেমিফাইনাল খেলবে আফগানরা? রিপোর্ট বলছে, ভারত যদি চ্যাম্পিয়ন হয়ে সেমিতে ওঠে সেক্ষেত্রে বি গ্রুপের রানার্স আপেদের সাথে ম্যাচ খেলবে। তবে গ্রুপের দ্বিতীয় অবস্থান থেকে সেমিফাইনালে উঠলে সেক্ষেত্রে বি গ্রুপের চ্যাম্পিয়নদের সাথে শেষ চারের লড়াই লড়বে ভারত। আর সেই সূত্র ধরেই, শনিবারের ম্যাচের যাবতীয় শর্ত পূর্ণ হলে, আফগানিস্তান বি গ্রুপে নিজেদের জায়গা অক্ষুণ্ন রাখবে। আর এই ঘটনা বাস্তবায়িত হয়ে গেলে ভারতের সাথে সেমিফাইনালে মুখোমুখি হওয়ার তীব্র সম্ভবনা রয়েছে আফগানদের। তবে শেষ পর্যন্ত ভারত সেমিফাইনালের মঞ্চে কোন দলের মুখোমুখি হবে সেই ছবিটা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে রবিবারের ম্যাচ শেষে।
সহেলি মিত্র, কলকাতাঃ আবহাওয়ার ডিগবাজি হয়তো একেই বলে। মাঝে যে হারে গরম বেড়েছিল তাতে করে…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১ মে, বৃহস্পতিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন যেতে…
সৌভিক মুখার্জী, কলকাতা: যারা প্রতি বছর আয়কর রিটার্ন (Income Tax Return) ফাইল করেন, তাদের জন্য…
অনলাইন শপিং প্ল্যাটফর্ম Amazon-এ আগামীকাল থেকে শুরু হচ্ছে Great Summer Sale। এই সেলে জনপ্রিয় ব্র্যান্ডের…
OnePlus আগামীকাল ১ মে থেকে Summer Sale এর ঘোষণা করেছে। যদিও এই সেল কবে শেষ…
OnePlus আগামীকাল ১ মে থেকে Summer Sale এর ঘোষণা করেছে। যদিও এই সেল কবে শেষ…
This website uses cookies.