Hero Karizma XMR 210 Combat Edition: হিরোর বড় চমক, ফাইটের জেটের স্টাইলে আসছে নতুন বাইক, প্রকাশ হল টিজার | Hero Karizma XMR 210 Combat Edition Launch
Hero MotoCorp ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো 2025 ইভেন্টে দুটি নতুন স্কুটার ও দুটি মোটরসাইকেল লঞ্চ করে সাড়া ফেলে দিয়েছে। গাড়ি মেলায় দেশীয় টু-হুইলার সংস্থাগুলির মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে তারাই। তবে এখানেই শেষ নয়, আরও এক নতুন মডেল নিয়ে হাজির হচ্ছে সংস্থা। Hero Karizma XMR Combat Edition নামে একটি স্পেশাল এডিশন বাইক খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে।
Hero Karizma XMR Combat Edition-এর বিশেষত্ব
উল্লেখ্য, Xoom 110 স্কুটারের উপর ভিত্তি করে প্রথম Combat Edition এনেছিল সংস্থা। আর এখন সেটি মোটরসাইকেল লাইনআপে প্রসারিত হচ্ছে। স্কুটির মতোই Karizma XMR-এর স্পেশাল এডিশনে ম্যাট শ্যাডো গ্রে পেইন্ট স্কিম ও জেট ফাইটার অনুপ্রাণিত গ্রাফিক্স দ্বারা সজ্জিত। মোটরসাইকেলটির ওজন (কার্ব) এই সংস্করণে ১৬৩.৫ কেজি থেকে বেড়ে ১৬৬ কেজিতে দাঁড়িয়েছে।
হিরো কারিশ্মা এক্সএমআর কমব্যাট এডিশনের অন্যান্য আপগ্রেডগুলির মধ্যে থাকছে ৪১ মিমি গোল্ডেন আপসাইড ডাউন ফ্রন্ট ফর্ক, বড় ফ্রন্ট ডিস্ক ব্রেক এবং একটি টিএফটি কালার ডিসপ্লে। এছাড়া, স্টান্ডার্ড মডেলের ডিজাইন অনুসরণ করে এতে শার্প ফুল-এলইডি টেল ল্যাম্প সহ ফুল-এলইডি প্রজেক্টর হেডল্যাম্প দেওয়া হয়েছে।
Karizma XMR Combat এডিশন লিকুইড কুল্ড দ্বারা পরিচালিত হবে যা ৯,২০০ আরপিএমে ২৫.১৫ বিএইচপি এবং ৭,২৫০ আরপিএমে ২০.৪ এনএম টর্ক উৎপন্ন করে। এটি সিক্স স্পিড গিয়ারবক্স ও স্লিপার ক্লাচের সঙ্গে লিঙ্ক করা আছে। জানিয়ে রাখি, বর্তমানে স্ট্যান্ডার্ড মডেলটি কিনতে খরচ হয় ১.৮১ লক্ষ টাকা (এক্স-শোরুম)। নতুন এডিশনটির দাম সামান্য বাড়বে।
টাটা মোটরস তাদের জনপ্রিয় ছোট গাড়ি ন্যানোকে নতুন রূপে ফিরিয়ে আনতে প্রস্তুত, এবার সম্পূর্ণ ইলেকট্রিক…
সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান সময়ে টেলিকম গ্রাহকদের সবথেকে বড় সমস্যা হয় দাঁড়ায় বারবার রিচার্জ করা।…
সহেলি, মিত্র, কলকাতা: মে মাস শুরু হওয়ার আগেই মিলল বিরাট সুখবর। মুদ্রাস্ফীতির বাজারে অনেকটাই স্বস্তির…
সহেলি মিত্র, কলকাতাঃ আবহাওয়ার ডিগবাজি হয়তো একেই বলে। মাঝে যে হারে গরম বেড়েছিল তাতে করে…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১ মে, বৃহস্পতিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন যেতে…
সৌভিক মুখার্জী, কলকাতা: যারা প্রতি বছর আয়কর রিটার্ন (Income Tax Return) ফাইল করেন, তাদের জন্য…
This website uses cookies.