লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Gold Silver Price Today: অনেকটাই বাড়ল দাম, আজ বাজারে সোনা রুপোর দর কত? | Todays Gold And Silver Price

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: সোনার বাজার আজ স্থিতিশীল থাকলেও রুপোর দাম মানুষের পকেটে চাপ ফেলেছে (Gold Silver Price Today)। গত এক সপ্তাহের মধ্যে সোনার দামে বিশেষ কোনো পরিবর্তন দেখা যায়নি। তবে রুপোর মূল্য প্রতি কেজিতে ১৩০০ টাকা বৃদ্ধি পেয়েছে। MCX-এ এপ্রিল মাসের ফিউচার সোনার দর ৮৫,৩১৫/- টাকা পর্যন্ত পৌঁছেছে, যা পূর্বের তুলনায় ০.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে মার্চ মাসের ফিউচার সিলভার কন্ট্রাক্টের দাম ৯৫,৮৮০/- টাকা প্রতি কেজি পৌঁছেছে, যা আগের তুলনায় ৩০০ টাকা বৃদ্ধি পেয়েছে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

সোনার দাম স্থিতিশীল, রুপোর বাজার ঊর্ধ্বমুখী | Gold and Silver Price |

ভারতে সোনার বাজার আন্তর্জাতিক বাজারে ওঠানামার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। মার্কিন ডলারের মূল্য কম থাকায় এবং আন্তর্জাতিক অর্থনৈতিক অবস্থার কারণে সোনার দামে বিশেষ কোন পরিবর্তন হয়নি। গত ৭ দিনে সোনার দাম মাত্র ১২৮/- টাকা প্রতি ভরিতে বৃদ্ধি পেয়েছে।

READ MORE:  7th Pay Commission: অর্থবর্ষের প্রথম দিনেই সুখবর, কেন্দ্রের সমান DA বৃদ্ধির ঘোষণা সরকারের | Government Of Rajasthan Hikes 2% DA

রুপোর বাজার নিয়ে যদি কথা বলি, তাহলে গত কয়েক দিনে বড়সড় পরিবর্তন হয়েছে। গত সপ্তাহের রুপোর দাম যেখানে ছিল ৯৪,৫৮০/- টাকা প্রতি কেজি, যা আজ পৌঁছে গেছে ৯৫,৮৮০/- টাকা প্রতি কেজিতে। বিশেষজ্ঞদের মতে, এই মূল্যবৃদ্ধির পেছনে রয়েছে শিল্পক্ষেত্রে চাহিদা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্য নীতির পরিবর্তন। 


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

আন্তর্জাতিক বাজারের প্রভাব এবং বিশ্লেষণ

সোনার দাম মার্কিন মুদ্রার সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত। বর্তমানে US Dollar Index (DXY) ১০৬৩.৯০, যা পূর্বের তুলনায় ০.৩১% বৃদ্ধি পেয়েছে। সাধারণত ডলারের মূল্য কমলে সোনার দাম বাড়ে। ফেডারেল রিজার্ভের আসন্ন বৈঠক এবং ইউরোপের অর্থনৈতিক পুনরুদ্ধারও সোনার বাজারকে বিশেষভাবে প্রভাবিত করছে। বিশেষজ্ঞদের মতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান হলে সোনার দাম আবার স্থিতিশীল হতে পারে।

READ MORE:  ৮ই মার্চের আগেই ঢুকবে মহিলাদের অ্যাকাউন্টে ২৫০০ টাকা, কারা পাবে দেখে নিন

বিশ্লেষক মনোজ কুমার জৈন জানিয়েছেন, ডলার ইন্ডেক্সের পরিবর্তন মার্কিন বাণিজ্য যুদ্ধ এবং ফেডারেল রিজার্ভের বৈঠক সোনার দামের উপর বিশেষ প্রভাব ফেলবে। তিনি পরামর্শ দিয়েছিলেন, ৯৫,০০০/- টাকার আশেপাশে রুপো কিনলে তা ৯৬,৬০০/- টাকা পর্যন্ত পৌঁছে যেতে পারে। 

ভারতের বিভিন্ন শহরে সোনার বাজার দর

আজ ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫। সোনার বাজার দর নিয়ে যদি আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাব দিল্লিতে প্রতি ৮ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৫৮,০৮৮/- টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম ৬১,৯৫২/- টাকা। আবার মুম্বাইতে প্রতি ৮ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৫৭,৯৩৬/- টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম ৬১,৮১৬/- টাকা। আবার চেন্নাইতে ৮ গ্রাম ২২ ক্যারেট সোনা কিনতে গেলে পড়বে ৫৬,৬০০/- টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম পড়বে ৬০,৩৮৪/- টাকা। হায়দ্রাবাদে ৮ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৫৬,৮৩২/- টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম ৬০,৫৭৬/- টাকা।

READ MORE:  Gold And Silver Price Today: বেপরোয়া সোনার দাম, রুপোর দরও দেখাচ্ছে দাপট! রইল আজকের রেট | Gold, Silver Price APR 20

সোনার বাজার আজ স্থিতিশীল থাকলেও রুপোর দর উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এখন দেখা যাচ্ছে, আন্তর্জাতিক বাজারের ওঠানামা, ডলারের মূল্য এবং মার্কিন অর্থনীতির ভবিষ্যতের উপর নির্ভর করছে সোনার পরবর্তী দাম কত হবে। বিনিয়োগকারীদের এখন বাজার পরিস্থিতির উপর নজর রাখা উচিত এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েই বিনিয়োগ করা উচিত।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.