Gold Price Today: ফের সস্তা হল সোনা, কমল রুপোর দরও! দেখে নিন আজকের দাম | Gold Silver Price Today
সৌভিক মুখার্জী, কলকাতা: বিয়ের মরসুমে যেন গত কয়েকদিন সোনার দাম (Gold Price Today) লাগাম ছাড়া বাড়ছিল। তবে এবার সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর এসেছে। গত কয়েক সপ্তাহ ধরে সোনার দাম একাধিকবার রেকর্ড গড়ার পর এবার মূল্য হ্রাস পেয়েছে সোনার। ফলে সাধারণ ক্রেতারা এবার স্বস্তির নিশ্বাস ফেলতে পারবে একটু। কেন কমলো সোনার দাম? আজকের বাজার দর কত? এখনই কি সোনা কেনা উচিত? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
বাজার বিশেষজ্ঞরা মনে করছে, সোনার দাম কমার মূল কারণ হল চাহিদার ঘাটতি এবং মুনাফা তোলার প্রবণতা। দিল্লির বুলিয়ান মার্কেটে জুয়েলারি ব্যবসায়ী এবং স্টকহোল্ডারদের চাহিদা দুর্বল থাকার জন্য সোনার দাম কমতে শুরু করেছে। শুধু এখানেই শেষ নয়। গত কয়েক সপ্তাহ মূল্য বৃদ্ধির পর ব্যবসায়ীরা তাঁদের মুনাফা তুলে নিচ্ছেন। যার ফলে সোনার দাম আরও তলানিতে ঠেকেছে। এছাড়া আন্তর্জাতিক বাজারও সোনার দামের নেতিবাচক প্রভাব ফেলছে। কারণ মার্কিন ফেডারেল রিজার্ভের কড়া মনিটরি নীতির কারণে বিনিয়োগকারীদের মধ্যে সোনা নিয়ে সতর্কতা দেখা যাচ্ছে।
আজ যদি সোনার বাজার দরের দিকে তাকাই তাহলে দেখতে পাব, দিল্লিতে প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনা কিনতে গেলে খরচ পড়বে ৮০ হাজার ২৯০ টাকা এবং প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনা কিনতে খরচ পড়বে ৮৭ হাজার ৫৪০ টাকা। তবে চেন্নাই, মুম্বাই, কলকাতার মত তিনটি বড় বড় শহরে আজ সোনার দাম একই রয়েছে। এই তিনটি শহরের প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনা কিনতে গেলে পকেট থেকে খোয়াতে হবে ৮০ হাজার ২৪০ টাকা এবং প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনা কিনতে গেলে খরচ করতে হবে ৮৭ হাজার ৭৪০ টাকা।
সোনা তো হল, এবার আসি রুপোর দামে। রুপোর দামও আগের তুলনায় কিছুটা হ্রাস পেয়েছে। আজকের বাজার দর অনুযায়ী প্রতি ১ কেজি রুপো কিনতে গেলে পকেট থেকে খোয়াতে হবে ১ লক্ষ ৩০০ টাকা। যদি একটু পিছন ফিরে তাকাই তাহলে দেখতে পাবো, গত কয়েক দিনের তুলনায় ১০০ টাকা মূল্য পতন হয়েছে রুপোর।
সোনার দাম পরিবর্তনের বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রথমত আন্তর্জাতিক বাজারের মূল্য ওঠানামার হলে সোনার দামের উপর প্রভাব পড়ে। এছাড়া মার্কিন ডলারের সঙ্গে রুপির মূল্য ওঠানামা সোনার দামকে প্রভাবিত করে। শুধু তাই নয়, বিনিয়োগকারীদের চাহিদা এবং সেন্ট্রাল ব্যাংকের ক্রয় বিক্রয়ও সোনার দামের উপর প্রভাব ফেলে। এছাড়া তো বিয়ে এবং উৎসব রয়েছেই। কারণ এই সময় সোনার চাহিদা বৃদ্ধি পায়। এর ফলে তখন সোনার দাম বেড়ে যায়। তবে আনন্দের খবর এই যে, বর্তমানে বাজারে চাহিদার ঘাটতির কারণে সোনার দাম কিছুটা কমে গেছে।
সহেলি মিত্র, কলকাতাঃ আবহাওয়ার ডিগবাজি হয়তো একেই বলে। মাঝে যে হারে গরম বেড়েছিল তাতে করে…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১ মে, বৃহস্পতিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন যেতে…
সৌভিক মুখার্জী, কলকাতা: যারা প্রতি বছর আয়কর রিটার্ন (Income Tax Return) ফাইল করেন, তাদের জন্য…
অনলাইন শপিং প্ল্যাটফর্ম Amazon-এ আগামীকাল থেকে শুরু হচ্ছে Great Summer Sale। এই সেলে জনপ্রিয় ব্র্যান্ডের…
OnePlus আগামীকাল ১ মে থেকে Summer Sale এর ঘোষণা করেছে। যদিও এই সেল কবে শেষ…
OnePlus আগামীকাল ১ মে থেকে Summer Sale এর ঘোষণা করেছে। যদিও এই সেল কবে শেষ…
This website uses cookies.