লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Gmail Hack: হ্যাক হতে পারে ২৫০ কোটি Gmail, গ্রাহকদের সতর্ক করল Google, কীভাবে বাঁচাবেন নিজেকে? | Google Warns 250 Cr Users Gmail Can Be Hacked See How To Stay Protected

Updated on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ স্মার্টফোন ব্যবহার করেন না এমন মানুষ বা বলা ভালো যুবক যুবতী খুঁজে পাওয়া দুষ্কর। স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে সিংহভাগই অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন আর ইমেল হিসাবে Gmail-কেই বোঝেন। গোটা বিশ্বে মোট ২৫০ কোটি জিমেল অ্যাকাউন্ট রয়েছে। তবে এবার জানা যাচ্ছে এই ইমেলগুলির উপর নজর রয়েছে সাইবার অপরাধীদের।


আমাদের সাথে যুক্ত হন

Join Now

হ্যাক হতে পারে ২৫০ কোটি গ্রাহকদের Gmail

ফ্রি ও খুব সহজেই ব্যবহার করা যায়। এই কারণে জিমেলের চাহিদা ব্যাপক। তবে সম্প্রতি ফোর্বসের জারি করা একটি রিপোর্ট অনুযায়ী গুগুল সাপোর্টের নাম করে কোটি কোটি গ্রাহকদের সাথে প্রতারণার ছক কষছে অপরাধীরা। এক্ষেত্রে AI এর সাহায্যে গুগুলের সাপোর্ট থেকে কল করা হচ্ছে বলে গ্রাহকদের ফাঁসানো হচ্ছে।

READ MORE:  টানা ২ সপ্তাহ বাতিল একাধিক ব্যান্ডেল লোকাল! বিজ্ঞপ্তি জারি পূর্ব রেলের

কিভাবে হ্যাক করা হচ্ছে Gmail অ্যাকাউন্ট?

রিপোর্টে যেমনটা জানানো হয়েছে, গ্রাহকদের ইন্টারন্যাশনাল নাম্বার থেকে ফোন করে বলা হচ্ছে তাদের অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে। সেটা পুনরুদ্ধার করার জন্য সিকিউরিটি কোড পাঠানো হয়েছে। এটি আসলে আপনার জিমেল পাসওয়ার্ড রিসেট করার কোড, যা দিয়ে দিলেই আইডি হ্যাক হয়ে যাবে। তাই এই ধরণের প্রতারকদের থেকে সাবধান থাকতে হবে।

নিজের ইমেল আইডি সুরক্ষিত রাখতে কি করবেন?

আপনি যদি নিজের জিমেল আইডি সুরক্ষিত রাখতে চান তাহলে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। সেগুলি হল নিম্নরুপঃ

  • প্রতারকদের থেকে আসা এই ধরণের কল বা মেসেজ বা মেল সম্পূর্ণ অগ্রাহ্য করুন।
  • আপনার ইমেলের সিকিউরিটি আরও পোক্ত করতে লম্বা ও শক্ত পাসওয়ার্ড ব্যবহারের পাশাপাশি টু ফ্যাক্টর অথেনটিকেশন অন করে নিতে হবে। এর ফলে পাসওয়ার্ড দিলেও আপনার কাছে একটি ওটিপি আসবে সেটা ছাড়া লগ ইন করা যাবে না।
  • যদি এই ধরণের কোনো প্রতারণামূলক কল রিসিভ করে থাকেন ও আপনার জিমেল হ্যাক হয়েছে বলে সন্দেহ হয় তাহলে তৎক্ষণাৎ অ্যাকাউন্টার সমস্ত তথ্য রিসেট করে রিকোভার করে নিতে পারেন। একইসাথে পুরোনো পাসওয়ার্ড বদলে নিতে হবে।
READ MORE:  ভয় পাবে শত্রুরা! এবার স্ব-চালিত এয়ার ডিফেন্স মিসাইল পাচ্ছে ভারতীয় সেনা, বড় পরিকল্পনা DRDO-র

কিভাবে বদলাবেন Gmail এর পাসওয়ার্ড?

আপনার জিমেলের পাসওয়ার্ড যদি দীর্ঘদিন ধরে অপরিবর্তিত রয়েছে বা তুলনামূলকভাবে সোজা যেমন জন্মতারিখ বা ফোন নাম্বার তাহলে সেটা এখনই বদলে নেওয়াটা শ্রেয়। কিভাবে করবেন? নিচে স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেওয়ার রইল

  • প্রথমে ফোনের সেটিংয়ে চলে যান। তারপর সেখান থেকে গুগুল এর উপর ক্লিক করুন।
  • এবার আপনার ইমেল আইডি দেখাবে তার সাথেই থাকবে ‘Manage My Account’ তাতে ক্লিক করুন।
  • এরপর সিকিউরিটি ট্যাবে গিয়ে পাসওয়ার্ডে ক্লিক করুন। তাহলে একবার আপনার পাসওয়ার্ড চাইবে সেটা এন্টার করুন।
  • এবার আপনি পুরোনো পাসওয়ার্ডের বদলে নতুন পাসওয়ার্ড দিতে পারে। পছন্দমত কঠিন দেখে একটা পাসওয়ার্ড দিয়ে সেভ করে নিলেই আপনার পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে।
READ MORE:  ১লা এপ্রিল থেকে এই মোবাইল নম্বরগুলিতে বন্ধ হবে UPI পরিষেবা
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.