Flipkart Monumental Republic Day 2025 Sale: স্মার্টফোন সহ দরকারি সমস্ত প্রোডাক্টে ছাড়, শুরু হচ্ছে ফ্লিপকার্ট রিপাবলিক ডে সেল | Flipkart monumental republic day 2025 sale discount offer

Oindrila Sen

Flipkart Monumental Republic Day 2025 Sale: স্মার্টফোন সহ দরকারি সমস্ত প্রোডাক্টে ছাড়, শুরু হচ্ছে ফ্লিপকার্ট রিপাবলিক ডে সেল | Flipkart monumental republic day 2025 sale discount offer

Flipkart Monumental Republic Day 2025: অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেল ঘোষণার পরপরই ফ্লিপকার্টও বছরের প্রথম বড় সেলের তারিখ ঘোষণা করেছে। ই-কমার্স প্ল্যাটফর্মটি মাইক্রোসাইটের পাশাপাশি সেলের ব্যানার সামনে এনেছে। এই ব্যানারের মাধ্যমে ফ্লিপকার্ট মনুমেন্টাল রিপাবলিক ডে সেলের তারিখ প্রকাশ করা হয়েছে। স্বাভাবিকভাবেই এই সেলে ল্যাপটপ, টিভি, ট্যাবলেট, স্মার্ট এক্সেসরিজ, হোম অ্যাপ্লায়েন্সে লোভনীয় ছাড় পাওয়া যাবে।

Flipkart Monumental Republic Day 2025 সেলের তারিখ

ফ্লিপকার্ট মনুমেন্টাল রিপাবলিক ডে 2025 সেল আগামী সপ্তাহ থেকে শুরু হতে চলেছে। ফ্লিপকার্ট প্লাস মেম্বাররা আগামী 13 জানুয়ারি থেকে এই সেলের অফারগুলি উপভোগ করতে পারবেন। আর 14 জানুয়ারি থেকে সবার জন্য এই সেলের দরজা খুলে যাবে।

READ MORE:  অর্ধেক দামে এক বছরের রিচার্জ, Jio- র এই প্ল্যান অনেক সস্তা

Flipkart Monumental Republic Day 2025 সেলের ডিল এবং ডিসকাউন্ট

ই-কমার্স সাইটটি নিশ্চিত করেছে যে ফ্লিপকার্ট মনুমেন্টাল রিপাবলিক ডে 2025 সেল চলাকালীন ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্টে 5 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। বেস্ট সেলিং স্মার্টফোনে বিশাল ছাড় অফার করা হবে। এছাড়া ল্যাপটপ, টিভি, ট্যাবলেট, স্মার্ট অ্যাক্সেসরিজ, হোম অ্যাপ্লায়েন্সে পাওয়া যাবে ডিসকাউন্ট। প্রতিদিন সন্ধ্যা 6টায় মাত্র ৭৬ টাকায় বিশেষ ডিল দেওয়া হবে।

READ MORE:  সাধ্যের মধ্যে ভাল স্মার্টফোন কেনার ইচ্ছা? Google Pixel 8a-এর দাম ব্যাপক কমল

Flipkart Monumental Republic Day 2025 সেলে মোবাইল ফোনে বাম্পার ডিল

ফ্লিপকার্ট ধীরে ধীরে সেলের ডিল এবং ডিসকাউন্ট প্রকাশ করছে। সেল চলাকালীন iPhone 16 কেনা যাবে মাত্র 63,999 টাকায়, যা এখন 74,900 টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে, গ্যালাক্সি S24 প্লাসের দাম সেলে 59,999 টাকা থেকে শুরু হবে। গুগল, অপ্পো, রিয়েলমি এবং মোটোরোলার মতো ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ মডেলগুলিও কম দামে কেনা যাবে। আবার অ্যাপল আইপ্যাড (10 তম প্রজন্ম) রিপাবলিক সেলে মাত্র 27,999 টাকায় বিক্রি হবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  Xiaomi Pad 7: একদিন পরেই Xiaomi Pad 7 ট্যাবলেট ভারতে লঞ্চ হচ্ছে, ডিসপ্লে থেকে ব্যাটারি হবে লাজবাব | Xiaomi 15 ultra global launch date