EPFO Recruitment 2025: পরীক্ষা ছাড়াই EPFO-তে চাকরির সুবর্ণ সুযোগ, দেখে নিন যোগ্যতা সহ আবেদনের পদ্ধতি | EPFO Recruitment 2025 Know Eligibility and Online Application Process

Oindrila Sen

EPFO Recruitment 2025: পরীক্ষা ছাড়াই EPFO-তে চাকরির সুবর্ণ সুযোগ, দেখে নিন যোগ্যতা সহ আবেদনের পদ্ধতি | EPFO Recruitment 2025 Know Eligibility and Online Application Process

প্রীতি পোদ্দার, কলকাতা: চাকরির বাজারে যেন মন্দা দেখা দিয়েছে। নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি খুব কম দেখা যায়। কর ফলে অনেকেই হাল ছেড়ে দিয়েছে। কিন্তু এই আবহে এবার কর্মচারী ভবিষ্যনিধি তহবিল সংস্থা বা EPFO চাকরিপ্রার্থীদের জন্য একটি দুর্দান্ত সুযোগ নিয়ে এসেছে। মাসের শেষে মিলবে মোটা টাকা।

EPFO Recruitment 2025 Notification: চাকরির বিবরণ

সম্প্রতি EPFO নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে কোন পদে কত জনকে নিয়োগ করা হচ্ছে, স্যালারি কত, পদের নাম কী, সমস্ত তথ্য বিস্তারিত ভাবে আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে প্রকাশ করা হল।

অফিসিয়াল ওয়েবসাইট

এই বিজ্ঞপ্তিটি যেই ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়েছে সেটি হল epfindia.gov.in

পদের নাম

EPFO বা Employee Provident Fund Organisation-এর তরফ থেকে যে পদের জন্য নিয়োগ করা হচ্ছে সেটি হল EPFO ইয়ং প্রোফেশনাল (আইন)।

READ MORE:  IOCL Apprentice Recruitment 2025: মাধ্যমিক পাসে ইন্ডিয়ান অয়েলে অঢেল চাকরি, জারি হল বিজ্ঞপ্তি, দেখুন বিস্তারিত | Indian Oil Corporation Recruitment

শূন্যপদের সংখ্যা

EPFO বা Employee Provident Fund Organization এর দেওয়া বিজ্ঞপ্তিতে এই পদের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট শূন্যপদের সংখ্যা ঘোষণা করা হয়নি।

বেতন

EPFO বা Employee Provident Fund Organisation-এর উল্লেখিত পদে নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন ৬৫ হাজার টাকা হবে বলে জানা গিয়েছে বিজ্ঞপ্তি সূত্রে। তবে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ চুক্তিভিত্তিক হবে। এবং নির্বাচিত প্রার্থীদের ১১ মাসের জন্য নিয়োগ করা হবে।

EPFO Recruitment 2025 Criteria: EPFO এ উল্লেখিত পদগুলির যোগ্যতা

EPFO বা Employee Provident Fund Organization এর উল্লেখিত পদে আবেদনের জন্য বেশ কিছু যোগ্যতার কথা উল্লেখ করা হয়েছে, নীচে সেই যোগ্যতা নিয়ে বিস্তারিত উল্লেখ করা হল।

শিক্ষাগত যোগ্যতা

এই সংস্থায় আবেদন করার জন্য প্রার্থীদের একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে আইনে স্নাতক এবং BA LLB বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

READ MORE:  RPF Constable Application Status 2025: মাধ্যমিক পাশে RPF-এ চাকরি, ৪২০৮ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল রেল | Railway RPF Constable Recruitment 2025 Status Check

বয়সসীমা

EPFO বা Employee Provident Fund Organisation-এর বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে উল্লেখিত পদে নিয়োগের জন্য আবেদনকারীদের বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

Selection Process for EPFO Recruitment 2025: EPFO উল্লেখিত পদের নিয়োগ পদ্ধতি

প্রথমে আবেদনকারী প্রার্থীদের তাদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে বাছাই করে নিতে হবে। তারপর বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। সেক্ষেত্রে আবেদনকারী প্রার্থী যদি নির্বাচিত হয় তাহলে তাঁকে উল্লেখিত পদে নিয়োগ করা হবে।

নিয়োগের স্থান

EPFO বা Employee Provident Fund Organization এ নির্বাচিত প্রার্থীদের নিউ দিল্লিতে কাজ করতে হবে।

Application Process for EPFO Recruitment 2025: EPFO এ উল্লেখিত পদের জন্য আবেদনের পদ্ধতি

আগ্রহী এবং যোগ্য প্রার্থীদেরকে উল্লেখিত পদে আবেদনের জন্য প্রথমে EPFO এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে “ক্যারিয়ার” বিভাগ নির্বাচন করতে হবে। সেখানে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আবেদনপত্র ডাউনলোড করে সমস্ত তথ্য দিয়ে ফর্মটি পূরণ করে নিতে হবে। এরপর অনলাইনে আবেদন পত্র জমা দিন অথবা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় আবেদন পত্র পাঠিয়ে দিতে হবে।

READ MORE:  Calcutta Civil Court Recruitment: মাধ্যমিক পাসে কলকাতা সিভিল কোর্টে চাকরি, বেতন ২১০০০ থেকে শুরু, দেখুন আবেদন পদ্ধতি | Calcutta Civil Court Recruitment For Various Post How To Apply

আবেদন ফি

EPFO বা Employee Provident Fund Organization এ আবেদন করার জন্য কোনো আবেদন ফি লাগবে না। সম্পূর্ণ বিনামূল্যে এই আবেদন প্রক্রিয়া চলবে।

আবেদন করার সময়সূচি

EPFO বা Employee Provident Fund Organisation-এর উল্লিখিত পদগুলির আবেদন গত ২৫ জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে। যা চলবে পরবর্তী ২১ দিন পর্যন্ত অর্থাৎ আগামী ১৩ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিসিয়াল বিজ্ঞপ্তি- click here