লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

EPFO: PF অ্যাকাউন্টে ঢুকছে না সুদের টাকা! হঠাৎ কী হল? | PF Interest Money

Published on:

সহেলি মিত্র, কলকাতাঃ প্রভিডেন্ট ফান্ড (PF) হল একটি সঞ্চয় প্রকল্প যা কর্মীদের আর্থিক নিরাপত্তা প্রদান করে। সরকারি কর্মী থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে কর্মরত ব্যক্তিদের পিএফ অ্যাকাউন্ট রয়েছে। এতে, আপনার মূল বেতনের একটি নির্দিষ্ট অংশ পিএফ অ্যাকাউন্টে জমা হয়। তবে এবার এই পিএফ-এর সুদ নিয়েই প্রকাশ্যে এল বড় আপডেট। আপনিও কি একজন ইপিএফও সদস্য? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। পিএফ-এর নতুন সুদের টাকা গ্রাহকদের অ্যাকাউন্টে এখনও ঢোকেনি বলে অভিযোগ সদস্যদের। মাঝে দু মাস কেটে গেলেও এখনও অবধি এই কাজ করতে পারেনি কেন্দ্র। কবে ঢুকবে টাকা? সেই নিয়ে উঠছে প্রশ্ন।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

দু মাস কেটে গেলেও PF-এর সুদ মেলেনি

গত ফেব্রুয়ারি মাসে অবসর তহবিল সংস্থা EPFO ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য EPF আমানতের সুদের হার ৮.২৫ শতাংশে বহাল রাখার সিদ্ধান্ত নেয়। তবে মাঝে এতটা সময় কেটে গেলেও কেন্দ্রের তরফে সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সুদের টাকা ট্রান্সফার করা হয়নি বলে অভিযোগ। ফলে সকলের মধ্যে এখন ক্ষোভের সঞ্চার ঘটেছে।

READ MORE:  টাকা নিয়েও ঘর তৈরি করেননি! এবার কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার

আসলে নিয়মমতো EPFO অছি পরিষদের বৈঠকে ইপিএফ সুদের হার ঘোষণার পর তা পাঠাতে হয় অর্থমন্ত্রকের কাছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের অনুমোদন সাপেক্ষে তা গ্রাহকদের অ্যাকাউন্টে সুদের টাকা জমা করে কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন (ইপিএফও)। কিন্তু এখনও অবধি সেই টাকা পাননি কেউ। এই দেরির জন্য সমস্যা পোহাতে হচ্ছে শ্রমমন্ত্রককেও। কেন দেরি হচ্ছে? নয়াদিল্লি গোল মার্কেটের বাসিন্দা কর্ণ আহুজা বিগত প্রায় দু’বছর ধরে ইপিএফের সদস্য। তিনি বলেন, ‘সুদের হার বৃদ্ধি পেলে না হয় বুঝতাম যে নতুন অঙ্কের টাকা দেওয়ার আগে প্রচুর হিসেব নিকেশ চলছে। গতবার যা ছিল, সেটিই এবার আছে। এরপরেও দু’মাসেও একটি বিজ্ঞপ্তি জারি করা গেল না কেন?’


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

ফেব্রুয়ারিতে ঘোষণা হয়েছিল নতুন সুদের

২০২৪ সালের ফেব্রুয়ারিতে, কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (EPFO) ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য EPF-এর সুদের হার সামান্য বৃদ্ধি করে ৮.২৫ শতাংশে উন্নীত করে। ২০২২-২৩ সালে এই সুদের হার ছিল ৮.১৫ শতাংশ। একইভাবে, ২০২২ সালের মার্চ মাসে, EPFO ​​২০২১-২২ অর্থবর্ষের জন্য তার সাত কোটিরও বেশি গ্রাহকের জন্য EPF-এর সুদের হার চার দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন ৮.১ শতাংশে কমিয়ে এনেছিল। ২০২০-২১ সালে এই সুদের হার ছিল ৮.৫ শতাংশ। এর আগে, ২০২০-২১ অর্থবর্ষে ইপিএফ-এর ৮.১০ শতাংশ সুদের হার ছিল ১৯৭৭-৭৮ সালের পর সর্বনিম্ন। সেই সময় ইপিএফ-এর সুদের হার ছিল আট শতাংশ।

READ MORE:  আপনার আধার অন্য কেউ ব্যবহার করলে মহা সর্বনাশ! বিপদ এড়াতে কী করণীয় জেনে রাখুন

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.