EPFO সদস্যদের জন্য সুখবর, এবার থেকে PF তোলার জন্য আর ব্যাঙ্কে যেতে হবে না

Oindrila Sen

No need to go to bank for PF withdrawal from now on

নতুন বছরের শুরুতেই EPFO সদস্যদের জন্য বড় খবর নিয়ে আসছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক। ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) সহ অন্যান্য ব্যাংকের সঙ্গে আলোচনা চলছে, যার মাধ্যমে সদস্যদের জন্য নতুন সুবিধা চালু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আশা করা যাচ্ছে ২০২৫ সালের জানুয়ারি মাস থেকেই এই পরিষেবা কার্যকর করা হবে। 

EPFO সদস্য সংখ্যা বৃদ্ধি

EPFO-তে প্রভিডেন্ট ফান্ড যুক্ত করার প্রবণতায় দিন দিন বাড়ছে। 

  • চলতি বছরের অক্টোবর মাসে ১৩.৪১ লক্ষ নতুন সদস্য EPFO-তে যোগদান করেছে।
  • নতুন সদস্যদের মধ্যে ৫৮.৪৯% সদস্যের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে।
  • মোট নতুন সদস্য সংখ্যার মধ্যে প্রায় ২.০৯ লক্ষ মহিলা কর্মী।
READ MORE:  রেশন দুর্নীতি রুখতে বড় পদক্ষেপ, রাজ্যজুড়ে বিশেষ অভিযান চালাচ্ছে খাদ্য দপ্তর

কেন্দ্রীয় শ্রম মন্ত্রক মনে করছে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা এবং কর্মচারীদের সুবিধা সম্পর্কে সচেতনতা বাড়ার ফলেই মানুষের মধ্যে EPFO-তে যোগদানের এই প্রবণতা দেখা যাচ্ছে। 

ATM থেকে PF তোলার সুবিধা 

EPFO সদস্যদের সুবিধার্থে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক এবার থেকে ATM মেশিন থেকে PF তোলার প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা গ্রহণ করেছে।

এখন থেকে EPFO সদস্যরা ব্যাংকে না গিয়ে সরাসরি ATM মেশিন থাকে তাদের প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলে নিতে পারবে। এই পরিষেবা কার্যকর করার জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংক এবং অন্যান্য ব্যাংকের সঙ্গে আলোচনা চলছে। আশা করা যাচ্ছে ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে এই পরিষেবা চালু করা হবে।

READ MORE:  ফেব্রুয়ারি মাসে স্কুল-কলেজে ছুটির বন্যা! ২৬ তারিখ পর্যন্ত লাগাতার বন্ধ, একনজরে দেখে নিন ছুটির তালিকা

ই-ওয়ালেট পরিষেবা নিয়ে নতুন পরিকল্পনা 

শুধুমাত্র ATM পরিষেবাই নয়, ই-ওয়ালেট চালু করার বিষয়ে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক একটি প্রস্তাব নিয়ে আলোচনা করছে।

EPFO সদস্যরা এই ওয়ালেট ব্যবহার করে সহজেই তাদের PF ফান্ডের এক্সেস পেতে পারবেন। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কোন সরকারী ঘোষণা করা হয়নি। তবে কর্মচারীদের মধ্যে এই পরিষেবা নিয়ে ইতিমধ্যেই কৌতুহল তৈরি হয়েছে। 

READ MORE:  পশ্চিমবঙ্গে কনস্টেবল পুলিশের সিলেবাস

EPFO সদস্যদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা

EPFO তাদের পরিষেবাগুলি আরো সহজ এবং কর্মচারীদের উপযুক্ত করার জন্য সর্বদা চেষ্টা করছে। নতুন পরিষেবাগুলি চালু হলেই EPFO সদস্যদের দৈনন্দিন আর্থিক কার্যকলাপ এবার থেকে আরও সহজ হবে।

কেন্দ্র সরকারের এই নতুন পদক্ষেপ প্রভিডেন্ট ফান্ড পাওয়া সদস্যদের জন্য বড় স্বস্তি আনবে বলে আশা করা যাচ্ছে। কর্মচারীদের সুবিধার্থে এই পরিষেবাগুলি দ্রুত বাস্তবায়িত হওয়ার জন্য অপেক্ষা করছে সকলেই।