লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Dimitrios Diamantakos: দলের বিরুদ্ধে বিরাট অভিযোগ! ইস্টবেঙ্গল সতীর্থদের নিয়ে মুখ খুললেন দিমিত্রিয়স | East Bengal FC Former Player

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি ISL-এ দুর্ভাগ্যের পরিধি অনেকটাই চওড়া হয়েছে ইস্টবেঙ্গলের (East Bengal FC)। বল পায়ে ময়দানে লড়তে দেখা লাল হলুদের লড়াইটা চলছে মাঠের বাইরেও। 19 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তলানিতে ঠেকে যাওয়া শতাব্দি প্রাচীন দল চেন্নাইয়ের ম্যাচে পরাজয় দেখতেই সুপার সিক্সের আশা হারিয়েছে।তবুও দলের ছেলেদের আত্মবিশ্বাস জুগিয়ে মশালের তেজ বাড়িয়ে চলেছেন কোচ অস্কার ব্রুজো। এহেন আবহে রবিবার মহমেডানের বিরুদ্ধে ডার্বির ময়দান দখল করবে বাঙালির প্রিয় দল ইস্টবেঙ্গল। আর সেই রণক্ষেত্রের ঠিক 5 দিন আগে দলের সতীর্থদের নিয়ে বিস্ফোরক অভিযোগ করে বসলেন ইস্টবেঙ্গলের তারকা ফুটবলার দিমিত্রিয়স দিয়ামন্তাকোস(Dimitrios Diamantakos)।


এক্সক্লুসিভ খবর পড়তে জয়েন করুন

Join Now

পুরনো দলের প্রশংসায় ভাসলেন দিমিত্রি

চলতি ISL মরসুমে ইস্টবেঙ্গলের হয়ে মাঝমাঠ দখলকারী দিমিত্রিয়স গত মরসুমে কেরলের হয়ে 17 ম্যাচে 13টি গোল করেছেন। খেলোয়াড়ের এই বিরাট কীর্তি’র জন্য তাঁকে সোনার বুট তুলে দিয়েছিলেন লিগ কর্তারা। তবে দুঃখের বিষয়, এই মরসুমে লাল হলুদে বিদেশির পারফরমেন্সে ভাটা পড়েছে। চলতি লিগে মশাল বাহিনীর হয়ে মাত্র 3 বার জালে বল জড়িয়েছেন দিয়ামন্তাকোস। ম্যাচ খেলেছেন 15টি।

READ MORE:  Champions Trophy 2025: গোটা মরসুমে অপ্রতিরোধ্য থেকে চ্যাম্পিয়নস ট্রফি জয়, টিম ইন্ডিয়ার সাফল্যের নেপথ্যে এই ৪ কারণ | Team India Won The Champions Trophy Because Of These 4 Reasons

এমন পারফরমেন্স নিয়ে আচমকা ইন্ডিয়ান সুপার লিগ ইউটিউব চ্যানেলের একটি সাক্ষাৎকারে ইন দ্য স্ট্যান্ডস-এ চাঞ্চল্যকর অভিযোগ করে বসলেন লাল হলুদ ফুটবলার। এদিন বেশ কিছু প্রশ্নের মুখোমুখি হয়ে দিমিত্রিয়স বলেন, কেরলের সহযোদ্ধারা আমাকে ভাল চিনত। অন্যান্যরাও জানত, আমি ঠিক কোথায় বল পেতে চাই।


প্রিমিয়াম খবর পড়তে জয়েন করুন

Join Now

ওই দলে আমাদের বোঝাপড়াটা ছিল দুর্দান্ত। খেলা শুরু হতেই আমরা বুঝে যেতাম দলের অন্যরা কী চাইছে। ইস্টবেঙ্গল তারকা আরও বলেন, কেরলের হয়ে প্রথম মরসুমে খুব একটা বেশি গোল করতে পারিনি। সেই সময়ে দলের বাকিদের সাথে বোঝাপড়া গড়ে তোলাটা আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল।

READ MORE:  IPL 2025: ১০ কোটির অফার পেয়েও প্রত্যাখ্যান, প্রিয় দল KKR-এর জন্য বিরাট ত্যাগ নাইট তারকার! | Ramandeep Refused 10 Crore Rupees Offer For KKR

লাল হলুদ সতীর্থদের নিয়ে বিস্ফোরক মন্তব্য দিয়ামন্তাকোসের!

পুরনো দলে সতীর্থদের সাথে বোঝাপড়া নিয়ে কথা বলতে বলতে হঠাৎই প্রশ্ন ওঠে ইস্টবেঙ্গল এ এতদিন কাটিয়েও কেন বোঝাপড়া গড়ে উঠল না? প্রশ্ন পেতেই তড়িঘড়ি উত্তর দিতে মরিয়া হয়ে ওঠেন গ্রিক স্ট্রাইকার। তাঁকে দেখে মনে হচ্ছিল হয়তো এতদিন এই প্রশ্নের জন্যই অপেক্ষা করছিলেন তিনি। লাল হলুদ তারকা বলেন, ইস্টবেঙ্গলে এখনও আমরা একে অপরকে চিনছি এবং জানছি। এরপরই ইস্টবেঙ্গল সতীর্থদের নিয়ে মুখ খোলেন দিমিত্রি।

খেলোয়াড়ের সংযোজন, মাঝেমধ্যেই ওরা আমার খেলার ধরন বুঝে উঠতে পারে না। আমি শুধু চাই ওরা আমাকে ঠিক মতো পাস দিক। আমাকে ঠিক জায়গায় বল না দেওয়া হলে আমি গোল করব কীভাবে! ঠিক জায়গায় বল দিলেই গোল আসবে। মাদিহ তালাল প্রসঙ্গে দিমিত্রির বক্তব্য, মাদিহ আমাকে খুব ভালভাবে চেনে। কিন্তু ওকে আমরা হারিয়েছি। যদিও সল ক্রেসপোর সাথেও আমার বোঝাপড়া ভাল।

আরও পড়ুন: ডার্বি থেকে ISL, ইস্টবেঙ্গল নাকি মোহনবাগান, কোন দল সেরা? পুরনো অঙ্কেই মিলবে উত্তর

খেলোয়াড়ের শেষ সংযোজন, এখন প্রতিটি ম্যাচেই সতীর্থরা আমার খেলার ধরুন আস্তে আস্তে বুঝে উঠছে। আমারও দায়িত্ব ওদেরকে বোঝা। তবে এসবের মাঝেও সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ বিষয় হল দলকে জেতানো। গোল যার পায়েই আসুক না কেন দলের জয়টাই সবচেয়ে বড় কথা। এদিন যুবভারতীর মাঠে চেন্নাইয়ের বিরুদ্ধে পরাজয় নিয়ে দিমিত্রি বলেন, সব ম্যাচে সেরা হওয়া যায় না। এমনকি কেউ চাইলেও সেরা হতে পারবেন না। যারা ফুটবল দেখেন তারা জানেন কখনও কখনও সময় খারাপ যায়। তাতে বিদ্রুপ করার কিছু নেই।

READ MORE:  Mohammed Shami Breaks Islamic Rules: দেশের স্বার্থে রোজা ভেঙে কট্টরপন্থীদের তোপের মুখে শামি | Mohammed Shami Breaks Roja
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.