Deekseek R1: আজ লঞ্চ হচ্ছে Infinix Note 50 সিরিজ, ডিপসিক এআই, দুর্দান্ত ক্যামেরা সহ থাকবে ওয়্যারলেস চার্জিং | Infinix Note 50 Series Launch Today
শীঘ্রই বাজারে আসছে Infinix Note 50 সিরিজ। লঞ্চের আগে এদের বিভিন্ন ফিচার টিজ করছে সংস্থাটি। সম্প্রতি জানানো হয়েছে যে, আসন্ন এই সিরিজের ডিভাইসে ডিপসিক-আর১ (DeepSeek-R1) চ্যাটবট পাওয়া যাবে। 91mobiles এর একটি রিপোর্টে বলা হয়েছে, এক্সওএস ১৪.৫ এবং অন্যান্য নতুন ওএস চালিত ডিভাইসে ডিপসিক যুক্ত করার কাজ চলছে। আর Infinix Note 50 সিরিজ এই নতুন ওএস দ্বারা চলবে। ফলে ক্রেতারা ডিপসিক-আর১ এর সুবিধা পাবে। উপরন্তু, এক্সওএস ১৪.৫ আপডেট পাওয়া স্মার্টফোনগুলিতেও ডিপসিক-আর১ ব্যবহার করা যাবে।
ইনফিনিক্সের তরফে বলা হয়েছে, ইনফিনিক্স স্মার্টফোনে ভয়েস ও টেক্সটভিত্তিক কমান্ডের মাধ্যমে ডিপসিকের এআই মডেলের ফিচারগুলি ব্যবহার করা যাবে। এই সুবিধা ফোলাক্স অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে পাওয়া যাবে। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে ডিপসিক লঞ্চ করা হয়। এটি ওপেনএআইয়ের ChatGPT কে কড়া টক্কর দিচ্ছে।
আরও পড়ুন: Xiaomi 15 Ultra-কে টক্কর দিতে আসছে Samsung Galaxy S25 Edge, কি কি ফিচার সহ কবে লঞ্চ হবে
আজ ৩ মার্চ ইন্দোনেশিয়ায় লঞ্চ হবে ইনফিনিক্স নোট ৫০ সিরিজের স্মার্টফোন। লঞ্চের আগে, সংস্থাটি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিশ্চিত করেছে যে নতুন ফোনগুলি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করবে। এতে বায়ো-অ্যাকটিভ হ্যালো ফিচার দেওয়া হবে। এই সিরিজের স্মার্টফোনে ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও পাওয়া যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য ডিভাইসগুলিতে ৫২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জ ৩.০ সাপোর্ট করবে। এছাড়াও থাকবে ৩০ ওয়াট ম্যাগচার্জ প্রযুক্তি। ইনফিনিক্স নোট ৫০ সিরিজে ৮ জিবি র্যাম পাওয়া যাবে, যা ১৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফটোগ্রাফির জন্য ৫০ মেগাপিক্সেল ওআইএস প্রাইমারি ক্যামেরা দেওয়া হবে।
সহেলি মিত্র, কলকাতাঃ আবহাওয়ার ডিগবাজি হয়তো একেই বলে। মাঝে যে হারে গরম বেড়েছিল তাতে করে…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১ মে, বৃহস্পতিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন যেতে…
সৌভিক মুখার্জী, কলকাতা: যারা প্রতি বছর আয়কর রিটার্ন (Income Tax Return) ফাইল করেন, তাদের জন্য…
অনলাইন শপিং প্ল্যাটফর্ম Amazon-এ আগামীকাল থেকে শুরু হচ্ছে Great Summer Sale। এই সেলে জনপ্রিয় ব্র্যান্ডের…
OnePlus আগামীকাল ১ মে থেকে Summer Sale এর ঘোষণা করেছে। যদিও এই সেল কবে শেষ…
OnePlus আগামীকাল ১ মে থেকে Summer Sale এর ঘোষণা করেছে। যদিও এই সেল কবে শেষ…
This website uses cookies.