Business Idea: ১টা ল্যাপটপই যথেষ্ট, বাড়ি বসে এই ব্যবসা শুরু করলেই মাসে আয় হবে ১ লাখ | All you need to know about Photo Restoration Business

Oindrila Sen

Business Idea: ১টা ল্যাপটপই যথেষ্ট, বাড়ি বসে এই ব্যবসা শুরু করলেই মাসে আয় হবে ১ লাখ | All you need to know about Photo Restoration Business

পার্থ সারথি মান্না, কলকাতাঃ বর্তমানে একদিকে যেমন ভালো চাকরি খুঁজে পাওয়াটা মুশকিল হয়ে দাঁড়িয়েছে তেমনি চাকরি করেও খুব একটা সঞ্চয় করা সম্ভব হচ্ছে না। তাই কেউ চাকরির পাশাপাশি পার্ট টাইম ব্যবসা করার চেষ্টা করছেন তো কেউ আবার কাজ ছেড়ে সম্পূর্ণ নিজের ব্যবসা শুরু করছেন। আপনিও কি তেমনটাই করতে চান? তাহলে আজকের প্রতিবেনেই রইল বাড়ি বসে মাসে ১ লক্ষ টাকা আয়ের ব্যবসার আইডিয়া।

কম পুঁজিতে ঘর থেকেই শুরু করুন ব্যবসা | Low Investment Profitable Business Idea

আপনি যদি ২০২৫ সালে দাঁড়িয়ে ব্যবসা শুরু করতে চান তাহলে একাধিক অপশন রয়েছে। তবে যদি কম খরচেই কাজ শুরু করে মোটা টাকা আয় করতে চান সেক্ষেত্রে আজ যে ব্যবসার সম্পর্কে  জানাবো সেটা  সবচেয়ে বেশি লাভজনক। ভাবছেন কি কাজ? উত্তর হল ফটো রেস্টোরেশন বিজনেস। একেবারে কম খরচে ১টা কম্পিউটার বা ল্যাপটপ থাকলেই শুরু করা যাবে আর প্রতিমাসে ৫০,০০০ থেকে ১,০০,০০০ টাকা পর্যন্ত আয় করা যাবে।

READ MORE:  Business Idea: সব বাড়িতেই হাই ডিমান্ড, পার্ট টাইমে এই ব্যবসা শুরু করলেই মাসে ইনকাম হবে ৫০,০০০ টাকা | Cotton Buds Manufacturing Part Time Business

ফটো রিস্টোরেশনের ব্যবসা | Photo Restoration Business

আসলে বিগত দুয়েক দশকে প্রযুক্তি মারাত্মকভাবে উন্নত হয়েছে। আগে যেখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো তুলতেই মোটা টাকা খসে যেত সেখানে এখন স্মার্টফোনেই হাজার হাজার কালার ফটো রেখে দেওয়া যায়। তবে অনেকেরই বাড়িতেই পুরোনো ছবি থাকে যেগুলো অযত্নের কারণে নষ্ট হয়ে যায়, বা কেউ কেউ পুরোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিগুলিকে কালার করতে চান। সেক্ষেত্রে খোঁজ পরে ফটো রেস্টোরেশন করার লোকেদের। সময়ের সাথে এই কাজের চাহিদা বেশ বেড়েছে। তাই আপনিও এই ব্যবসা খুলে ভালো উপার্জন করতেই পারেন।

কিভাবে শুরু করবেন ব্যবসা?

ফটো রিস্টোরেশনের কাজ শুরুর জন্য সবচেয়ে বেশি ভালো হয় যদি আপনি নিজে ফটো  এডিটিংয়ের কাজ জানেন। মূলত যারা কলেজ স্টুডেন্ট বা আইটিতে কাজ করেন আর পার্ট টাইমে কিছু এক্সট্রা ইনকাম করতে চান তারা সহজেই এই কাজ শুরু করতে পারেন। এর জন্য প্রাথমিকভাবে একটা ল্যাপটপ বা ডেক্সটপ প্রয়োজন যেটা ১০,০০০ থেকে ১৫,০০০ এর মধ্যেই পাওয়া যাবে। কিছু প্রয়োজনী সফটওয়্যার নিতে হতে পারে যা মাসে ২০০০ – ৩০০০ টাকা খরচ পড়বে। ব্যাস এই দুই জিনিস জোগাড় হয়ে গেলেই আপনি কাজ শুরু করে দিতে পারেন।

READ MORE:  Business Idea: ৫ থেকে ১০ হাজারে শুরু হওয়া ব্যবসা, একবার বিনিয়োগে মাসে ৫০ হাজার হবে আয় | Business Idea you can Start within 10000 and earn up to Rs 50000 every month

কিভাবে ক্লাইন্ট পাবেন?

আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে কিভাবে কাজ পাবেন? এর বেশ কয়েকটি উপায় রয়েছে। প্রথমেই বলতে হবে আজকাল সোশ্যাল মিডিয়া শুধুমাত্র যোগাযোগের মাধ্যম নয় কাজ পাওয়ার ক্ষেত্রেও বিরাট ভূমিকা পালন করে। তাই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ও গ্ৰুপে নিজের কাজের স্যাম্পেল দিতে থাকুন। সেখান থেকেই অনেকে আপনার কাস্টমার হয়ে যাবে। এছাড়া যারা একবার কাজ পাবে তারা পরবর্তীতে যেমন আপনার থেকেই কাজ করাবে, তেমনি আরও লোককে আপনার সম্পর্কে জানাবে। আর যদি শুরুতেই কিছু টাকা বিনিয়োগ করে বিজ্ঞাপন দিতে পারেন তাহলেও ভালো কাস্টমার চলে আসবে।

READ MORE:  রাজ্যকে টাকা দেওয়া বন্ধ করে দিচ্ছে কেন্দ্র, প্রকল্পের টাকা এবার সরাসরি জনগণের কাছে যাবে

কত টাকা আয় করা সম্ভব?

যেহেতু এই কাজের মূল্য ছবি ও কাজের উপর নির্ভর করে তাই আলাদা করে কোনো ফিক্সড রেট থাকে না। ছবি কতটা খারাপ অবস্থায় রয়েছে আর সেটা ঠিক করতে কত সময় লাগবে তার উপর নির্ভর করে পারিশ্রমিকের অঙ্ক। আপনি যদি একজন ভালো ফটো এডিটর হন তাহলে দিনে ২-৩টি কাজ খুব সহজেই করতে পারবেন। এক্ষেত্রে কম করে ৩০০ টাকা ও মোটামুটি কয়েকটা বড় প্রজেক্ট ধরলেই প্রতিমাসে ৫০,০০০ থেকে ১,০০,০০০ টাকা করতে পারবেন।