Business Idea: সব বাড়িতেই হাই ডিমান্ড, পার্ট টাইমে এই ব্যবসা শুরু করলেই মাসে ইনকাম হবে ৫০,০০০ টাকা | Cotton Buds Manufacturing Part Time Business

Oindrila Sen

Business Idea: সব বাড়িতেই হাই ডিমান্ড, পার্ট টাইমে এই ব্যবসা শুরু করলেই মাসে ইনকাম হবে ৫০,০০০ টাকা | Cotton Buds Manufacturing Part Time Business

পার্থ সারথি মান্না, কলকাতাঃ প্রতিনিয়ত বাড়তে থাকা খরচ সামাল দিতে শুধুমাত্র চাকরি যথেষ্ট নয় বলেই মনে করছেন বেশিরভাগ লোকেরা। তাই কমবেশি সকলেই ছোটখাটো নিজস্ব ব্যবসার (Business) মাধ্যমে কিছু  অতিরিক্ত আয়ের চেষ্টা করছেন। এক্ষেত্রে কিসের ব্যবসা শুরু করলে ভালো হয় যেটা পার্ট টাইমে করা যাবে তা নিয়ে বেশ চিন্তায় পড়ে যেতে হয়। তাই আজকের প্রতিবেদনে রইল এক দুর্দান্ত ব্যবসার আইডিয়া যেটা অল্প সময় ও কম পুঁজিতে শুরু করে মাসে মোটা টাকা আয় করা সম্ভব।

কটন বাডসের ব্যবসা | Cutton Buds Business

বর্তমান সময়ে দাঁড়িয়ে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে সকলেই বেশ সচেতন। মেয়েরা তো বটেই ছেলেরাও আজকাল নিজেদের ত্বকের যত্ন থেকে শুরু কর হাইজিন বজায় রাখার চেষ্টা করেন। এক্ষেত্রে একটি ছোট কিন্তু খুবই কাজে লাগার মত জিনিস হল ‘কটন বাডস’ (Cotton Buds)।  আমরা সকলেই এখন কান পরিষ্কার থেকে শুরু করে বিভিন্ন ছোটখাটো পরিষ্কারের কাজে কটন বাডস ব্যবহার করি। এই বাডসের ব্যবসা করেই ভালো উপার্জন করা সম্ভব।

READ MORE:  Organic Soap Business: দিনে ২ ঘন্টা দিয়ে শুরু করুন পার্ট টাইম ব্যবসা, প্রতিমাসে আয় হবে চাকরির ডবল টাকা | All You Need to Know about Organic Soap Selling Business

কীভাবে শুরু করবেন কটন বাডসের ব্যবসা?

আপনি যদি কটন বাডসের ব্যবসা শুরু করতে চান তাহলে খুব বেশি পুঁজির প্রয়োজন নেই। এর জন্য কাঁচামাল হিসেবে কাঠের কাঠি ও তুলো আর সামান্য কিছু কেমিক্যালের প্রয়োজন। এই সমস্ত উপাদানই হোলসেল মার্কেটে পাইকারি হারে কিনে নেওয়া যাবে। আপনি চাইলে কলকাতার বড় বাজার এলাকায় থেকে এগুলো বেশি পরিমাণে কিনে নিতে পারেন তাহলেই উৎপাদনের খরচ কমে যাবে। এরপর প্যাকিংয়ের জন্য প্লাস্টিক পাউচ আর ব্রান্ডিংয়ের জন্য কিছু কাগজের স্টিকারের প্রয়োজন হবে।

READ MORE:  Business Idea: ৫ থেকে ১০ হাজারে শুরু হওয়া ব্যবসা, একবার বিনিয়োগে মাসে ৫০ হাজার হবে আয় | Business Idea you can Start within 10000 and earn up to Rs 50000 every month

কত টাকা পুঁজি লাগতে পারে?

এই ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হল আপনি নিজের পছন্দ মত বিনিয়োগ করতে পারেন। কাঁচামালের জন্য ১০,০০০ থেকে ১৫,০০০ টাকাই যথেষ্ট। এছাড়া শুরুতে আলাদা করে একটি সেমি অটোমেটিক মেশিন কিনে নিতে পারেন যেটা ৩০,০০০ এর মধ্যেই দাম পড়বে। চাইলে প্রথম দিকে হাতে করেও এই কাজ করতে পারেন সেক্ষেত্রে মেশিনের টাকা লাগবে না। এছাড়া তুলে বাডস স্টিকের দুদিকে আটকানোর জন্য ও যাতে ছেড়ে না  বেরিয়ে যায় তার জন্য একটু আঁঠা ও সেলুলোজ পলিমার লাগবে। সব মিলিয়ে মেশিন ছাড়া ২৫.০০০ টাকাতেই ব্যবসা শুরু করা যেতে পারে।

READ MORE:  Gold Fish Business: অল্প পুঁজিতে বাড়ি থেকেই শুরু করুন 'গোল্ড ফিশ'-র ব্যবসা, ভরে ভরে হবে আয় | Gold Fish Farming Business From Home To Earn Up To Rs 50000 A Month

কত টাকা আয় করা সম্ভব?

এই ব্যবসায় আপনি দুভাবে আয় করতে পারেন। যদি আপনি সস্তায় বেশি বিক্রি করতে চান তাহলে কমদামের প্যাকেজিং করে এক একটি কটন বাডসের প্যাকেট ২০-৫০ টাকায় বিক্রি করতে পারেন। এছাড়া চাইলে একটু ভালো প্যাকেজিং ও ব্রান্ডিংয়ের মাধ্যমে ১৫০ থেকে ২০০ টাকাতেও বিক্রি করতে পারেন। যেহেতু ওষুধের দোকান থেকে শুরু করে পাড়ার মুদিখানার দোকান সর্বত্র এই ধরণের কটন বাডস বিক্রি হয় তাহলে নিজের এলাকাতেই বিক্রি করে মাসে ১৫,০০০ থেকে ২০,০০০ টাকা উপার্জন করা সম্ভব। পরবর্তীতে যদি একজন সেলসম্যান নিয়োগ করেন তাহলে খুব সহজেই মাসে ৪০,০০০ থেকে ৫০,০০০ টাকাও আয় করা সম্ভব।