লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Budget 2025: স্মার্টফোন থেকে TV, বাজেটে কোন জিনিস হল সস্তা কার বাড়ল দাম? দেখে নিন তালিকা | Budget 2025 What got Cheaper and Which Products became cheap?

Updated on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে ইউনিয়ান বাজেট ২০২৫। অর্থমন্ত্রী নির্মলা সীতারামান বেলা ১১টা বাজতেই বাজেট স্পিচ দিতে শুরু করেন। মধ্যবিত্তদের দীর্ঘদিনের দাবি পূরণ করে আয়করের স্ল্যাবে পরিবর্তন আনা হয়েছে। জানা যাচ্ছে এখন থেকে ১২ লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে ১ টাকাও ট্যাক্স দিতে হবে না। তবে আমজনতার মনে প্রশ্ন থেকেই যাচ্ছে কোন কোন জিনিসের দাম কমল আর কোন জিনিসের জন্য বেশি টাকা গুণতে হবে? চলুন সেই হিসেবেই দেখে নেওয়া যাক আজকের প্রতিবেদনে।

বাজেট ২০২৫ এ সস্তা হল কোন জিনিস?

বাজেট প্রকাশ্যে আসতেই যেটা সবার আগে সকলেই জানতে চান সেটা হল কোন কোন জিনিস সস্তা হল। এবারে বাজেটে বেশ কিছু জীবনদায়ী ওষুধের দাম কমানো হয়েছে, যেগুলো ক্যান্সারের মোট রোগে ব্যবহৃত হয়। এছাড়াও স্মার্টফোন, LED ও LCD টিভি, লিথিয়াম আয়ন ব্যাটারি, ইলেকট্রিক গাড়ি, চর্মশিল্পের দ্রব্য, তাঁতিদের তৈরি বস্ত্র ইত্যাদির দাম কমানো হয়েছে।

READ MORE:  Aadhaar Card Photo: চেনা যাচ্ছে না মুখ! আধার কার্ডে কতবার ছবি চেঞ্জ করা যায়? জানেন না ৯৯% মানুষ | Aadhaar photo update

LED ও LCD টিভির উপর আমদানির সময় লাগু হওয়া কাস্টম ডিউটি কমিয়ে দেওয়া হয়েছে। ফলে স্মার্ট টিভির দাম কমবে। ফ্রোজেন ফিশ পেস্টের উপর ইম্পোর্ট ডিউটি ১৫% থেকে কমিয়ে ৫% করে দেওয়া হয়েছে। স্মার্টফোন থেকে শুরু করে যে সমস্ত ডিভাইসে ব্যাটারি থাকে সেই সবে ব্যবহার হওয়া লিথিয়াম আয়ন ব্যাটারি, ইলেকট্রিক গাড়ির ব্যাটারির দামও কমানোর কথা ঘোষণা করা হয়েছে। এছাড়া সামুদ্রিক মাছ থেকেই শুরু করে সমুদ্র থেকে উৎপাদন হওয়া পণ্যের উপর কাস্টম ডিউটি ৩০% থেকেই কমিয়ে ৫% করে দেওয়া হয়েছে।

READ MORE:  Gold And Silver Price Today: হনুমান জয়ন্তীতে অনেকটাই বাড়ল সোনার দাম, পকেটে চাপ বাড়াচ্ছে রুপোও! আজকের রেট | Apr 12 Gold Silver Price

বাজেটে দাম বাড়ল কিসের?

যেমনটা জানা যাচ্ছে জয়েন্ট টাচ স্ক্রিনের দাম বাড়তে চলেছে। কারণ বাজেটে ইন্টারেক্টিভ ডিসপ্লে প্যানেলের দাম বাড়ানোর কথা বলা হয়েছে। মূলত যারা পড়ানো বা অন্যান্য কোনো কাজের জন্য বড় টাচ ডিসপ্লে ব্যবহার করেন তাদের এবার কিছুটা বেশি টাকা খরচ করতে হবে। কারণ এই ডিসপ্লের জন্য যে ইন্টারেক্টিভ প্যানেল লাগে সেটার উপর আমদানি শুল্ক ১০% থেকে বাড়িয়ে ২০% করে দেওয়া হয়েছে। তাই ঘরোয়া টিভির দাম কমলেও কমার্শিয়াল ডিসপ্লে বা বড় টাচ ডিসপ্লের দাম বাড়বে। এছাড়াও প্রিমিয়াম স্মার্ট ডিসপ্লে থেকে শুরু করে কিছু ফেবরিকেরও দাম বাড়বে বলে জানানো হয়েছে।

READ MORE:  RBI-এর কড়া পদক্ষেপ! HDFC সহ বড় বড় ব্যাঙ্কগুলির উপর মোটা অঙ্কের জরিমানা

বাড়বে সোনা-রুপার দাম?

গতবছর সোনা ও রুপার উপর লাগু হওয়া কাস্টম ডিউটি ৬% করে দেওয়া হয়েছিল। তবে এবার বাজেটে সেটা বাড়ানো হলে সোনা ও রুপার দাম বেড়ে যাবে বলে মনে করা হচ্ছিল। যদিও ২০২৫ সালের বাজেটে এই নিয়ে আলাদা করে কোনো ঘোষণা করা হয়নি। ফলে সোনা রুপার দামে খুব একটা পরিবর্তন হবে বা বলেই আশা করা হচ্ছে। যদিও সময়ের সাথে যে দাম বাড়ে সেটা বৃদ্ধি পাবেই।

** এই প্রতিবেদনটি সবেমাত্র দেওয়া হয়েছে। শীঘ্রই আরও তথ্য যোগ করে আপডেট করা হবে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.