BSNL OTT: শুধু সস্তা রিচার্জই নয়, ফ্রিতে ৩০০ চ্যানেল ও OTT দিচ্ছে BSNL, কীভাবে দেখবেন? | BSNL’s BiTV service now available nationwide with OTT and 300 Channels

Oindrila Sen

Updated on:

part time organic soap business

পার্থ সারথি মান্না, কলকাতাঃ দেশের বাকি টেলিকম সংস্থাগুলি যেখানে নিজেদের আয় আর মোবাইল রিচাজের দাম বাড়াতে ব্যস্ত সেখানে BSNL একেরপর এক ধামাকাদার ঘোষণা করে  চলছে। সস্তার রিচার্জ প্ল্যান তো ছিলই, এবার ভ্যালু অ্যাডেড সার্ভিসও বাড়ছে। সম্প্রতি কোম্পানি তাদের নতুন পরিষেবা BiTV চালু করেছে, যা দেশের সব মোবাইল ব্যবহারকারীদের জন্য ৩০০টিরও বেশি লাইভ টিভি চ্যানেল বিনামূল্যে উপভোগ করার সুবিধা দেবে।

BiTV চালু করছে BSNL

আসলে সময়ের সাথে বিনোদনের ধরণ যেমন পাল্টেছে তেমনি বদলেছে মাধ্যমও। আজকের অনেকেই OTT অ্যাপে বেশি সময় কাটান। তাই ওটিটি অ্যাপের সাথে পার্টনার করে একটি ট্রায়াল চালু করা হয়েছিল পুদুচেরিতে। এর ফলে BSNL গ্রাহকেরা বিনামূল্যেই একাধিক ওটিটির কন্টেন্ট দেখতে পেয়েছেন। এবার গোটা দেশেই এই সার্ভিস চালু করা হচ্ছে, যার নাম হল BiTV। ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে এই মর্মে অফিসিয়াল ঘোষণাও করা হয়ে গিয়েছে।

READ MORE:  হ্যাক হয়েছে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ওয়েবসাইটের টুইটার অ্যাকাউন্ট, ঘটনার তদন্তে টুইটার বিশেষজ্ঞরা

BiTV এ কী কী সুবিধা পাওয়া যাবে?

যে সমস্ত গ্রাহকেরা BSNL এর সিমকার্ড ব্যবহার করেন তারা BiTV পরিষেবাটি সম্পূর্ণ বিনামূল্যেই ব্যবহার করতে পারবেন। যেখানে একাধিক OTT অ্যাপ থেকে শুরু করে ৩০০ এরও বেশি লাইভ চ্যানেল দেখতে পাওয়া যাবে। ফলে যদি কেউ বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকেন তাহলে রাস্তাঘাটে ফাঁকা টাইমে টিভি দেখতে পারবেন। আবার বাড়ি ফিরে নিজের পছন্দ মত ওটিটি কন্টেন্টও দেখতে পারবেন।

READ MORE:  অবসরের পরেও ৫ বছর ধরে পদে আসীন! মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রারকে সরাল হাইকোর্ট

কীভাবে দেখবেন ফ্রি OTT ও Live TV?

আপনি যদি একজন বিএসএনএল গ্রাহক হন তাহলে আপনাকে একটি রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য সবার আগে বিএসএনএল এর অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করে নিতে হবে। যদি অ্যাকাউন্ট না থাকে থালে মোবাইল নাম্বার  দিয়ে সাইন আপ করে নিয়ে তারপর লগইন করুন।

এরপর নিজের রাজ্য ও BiTV সিলেক্ট করে আপনার মোবাইল নাম্বার দিন। আপনার ফোনে যে ওটিপি আসবে সেটা দিয়ে  সাবমিট করলেই আপনার নাম্বারের জন্য BiTV চালু  হয়ে  যাবে। এবার OTTPlay অ্যাপটিকে গুগুল প্লে বা অ্যাপেল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নিন। তারপর রেজিস্ট্রার্ড নাম্বার দিয়ে লগ ইন করলেই আপনি OTT ও ফ্রি টিভি চ্যানেলের মজা নিতে পারবেন।

READ MORE:  একেই বলে সস্তা, মাত্র ১৪৭ টাকা থেকে দুর্দান্ত ভয়েস অনলি রিচার্জ প্ল্যান আনল BSNL