লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Best Car Under 5 Lakh: Maruti থেকে Tata, ৫ লাখের মধ্যে বাজার কাঁপাচ্ছে এই পাঁচ গাড়ি | 5 Car Under 5 Lakh

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য সাশ্রয়ী মূল্যে ভালো গাড়ি কেনা একসময় স্বপ্ন ছিল। তবে সেই স্বপ্ন এবার বাস্তবে পরিণত হচ্ছে। হ্যাঁ, সময় বদলেছে। এখন ভারতের বাজারে এমন সব গাড়ি (Best Car Under 5 Lakh) এসেছে, যেগুলো শুধুমাত্র কম দামি নয়, বরং একই সাথে পারফরম্যান্স ও স্টাইলের তালিকা শীর্ষস্থানে। আপনিও যদি বাজেটের মধ্যে সেরা গাড়ি খুঁজে থাকেন, তাহলে প্রতিবেদনটি আপনার জন্যই।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

Tata Nano

Tata Nano গাড়িটির নামের সাথে যেন আবেগ কাজ করে। বিশেষ করে মধ্যবিত্ত ভারতীয়দের জন্য সেরা বিকল্প এটি। দেশের সবথেকে সস্তা গাড়ি হিসেবে আত্মপ্রকাশ করেছিল এই গাড়িটি। যদিও এর প্রোডাকশন বন্ধ হয়ে গিয়েছে। তবে যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি খুঁজছেন, তাদের জন্য এটি সেরা বিকল্প। একসময় এই গাড়িটি মাত্র 1 লক্ষ টাকা থাকে 1.5 লক্ষ টাকার মধ্যে পাওয়া যেত। ছোট পরিবারের জন্য এই গাড়িটি সেরা।

READ MORE:  IIT-র ৪৮ লাখের চাকরি ছেড়ে UPSC-র প্রস্তুতি, IPS হয়ে স্বপ্নপূরণ অঞ্জলির

Renault Kwid

এই গাড়িটিও বর্তমান যুব সমাজদের পছন্দের তালিকায় শীর্ষে। SUV দ্বারা ডিজাইন করা এই গাড়িটির মাইলেজ দারুণ। বাজেটের মধ্যে অসাধারণ একটি গাড়ি Renault Kwid। বর্তমানে এই গাড়িটির এক্স-শোরুম মূল্য শুরু হচ্ছে মাত্র 4.5 লক্ষ টাকা থেকে। যারা কম দামে স্টাইলিশ এবং আধুনিক ফিচার যুক্ত কোনও গাড়ি খুঁজছেন, তাদের জন্য এটি পারফেক্ট।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

Maruti Suzuki Alto 800

ভারতের সবথেকে বেশি বিক্রিত গাড়ি Maruti Suzuki Alto 800। ছোট পরিবার, অফিস যাওয়া কিংবা নিত্যপ্রয়োজনে এই গাড়িটি খাপ খায়। এর মেইনটেনেন্স খরচ খুবই কম, মাইলেজও দেয় দুর্দান্ত এবং দামও সাধ্যের মধ্যে। মাত্র 3.54 লক্ষ টাকা থেকে এই গাড়িটি পাওয়া যাচ্ছে।

READ MORE:  Spoof Calls: ২৪ ঘন্টায় ৯০% কমেছে প্রতারণামূলক কল, বিরাট সাফল্য টেলিকম ডিপার্টমেন্টের | DoT blocked 90% Spoof Calls in with New Spoof Call Prevention System

Maruti Suzuki S-Presso

যারা SUV-র মতো লুক পছন্দ করেন, কিন্তু বাজেটের মধ্যে গাড়ি কিনতে চান, তাদের জন্য Maruti Suzuki S-Presso গাড়িটি সেরা বিকল্প। স্টাইলিশ ডিজাইন, গ্রাউন্ড ক্লিয়ারনেস এবং আরামদায়ক ইন্টেরিয়ার রয়েছে এই গাড়িটিতে। এই গাড়িটির দাম শুরু হচ্ছে মাত্র 4.25 লক্ষ টাকা থেকে।

Datsun GO

এই গাড়িটির হ্যাচব্যাক কিছুটা ভিন্ন স্টাইলের। স্পেস এবং পারফরম্যান্স, সবমিলিয়ে মধ্যবিত্তদের জন্য এই গাড়িটি সেরা। এই গাড়ির এক্স-শোরুম প্রাইস 4.30 লক্ষ টাকার আশেপাশে। যারা একঘেয়ে গাড়ির বাইরে একটু ভিন্ন ধরনের গাড়ি চান, তারা এই গাড়িটিকে বেছে নিতে পারেন।

READ MORE:  কেনার কথা ভাবলে বেশি দেরি নয়, এপ্রিল থেকেই গাড়ির দাম বাড়াচ্ছে টাটা-মারুতিরা

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.