লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Bad News For Australia: ভারতের বিরুদ্ধে নামার আগেই বড় ঝটকা খেল অস্ট্রেলিয়া! বাদ তারকা প্লেয়ার |Australia Gets Big Bad News Before Semi-Finals

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের বিপক্ষে সেমিতে নামার আগেই বিরাট ধাক্কা খেলো ক্রিকেটের সুপার পাওয়ার দল অস্ট্রেলিয়া (Australia)! রবিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে চরম শিক্ষা দিয়েছে রোহিত শর্মা বাহিনী। যার জেরে সেমিফাইনালের মঞ্চে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার সুযোগ হয়েছে মেন ইন ব্লু-র। এহেন আবহে, রোহিতদের বিপক্ষে মাঠে নামার আগেই চোটের কাছে মাথা নুইয়েছে অস্ট্রেলিয়া। শুক্রবার বৃষ্টি বিধ্বস্ত আফগানিস্তানের ম্যাচেই ঘটে চরম বিপত্তি!


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

সেমির আগেই বড় ধাক্কা অজিদের!

ভারতের বিপক্ষে মঙ্গলবার দুবাইয়ের মাঠ দখলের আগেই শেষ মুহূর্তে দলে বড়সড় পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। সূত্রের খবর, শুক্রবার আফগানিস্তানের ম্যাচে আচমকা চোট পান অজি তারকা ম্যাথু শর্ট। অস্ট্রেলিয়ান ওপেনার চোট পেতেই তাঁকে বিশ্রামে পাঠায় অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড।

READ MORE:  India Vs England: দ্বিতীয় ODI-তে ফিরছেন মহাতারকা, বদলে যাবে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ | May Virat Kohli Play In 2nd ODI, Team India Possible XI

আর এই ঘটনাকে কেন্দ্র করেই ভারতের বিরুদ্ধে 22 গজে নামার আগেই এক প্রকার নড়েচড়ে বসেছে, ক্রিকেট অস্ট্রেলিয়া। শোনা যাচ্ছে, ম্যাথুর চোট থাকায় তাঁর বিকল্প হিসেবে স্থলাভিষেক হয়েছে 21 বছর বয়সী কুপার কনলির।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

আগে থেকেই কনলিকে দলে নেওয়ার কথা ভেবেছিল অস্ট্রেলিয়া?

অস্ট্রেলিয়ার বাঁ হাতি তরুণ ব্যাটসম্যান ওরফে স্পিনার কনলিকে টুর্নামেন্টের শুরু থেকেই স্কোয়াডে রেখেছিল অস্ট্রেলিয়া। আর সেই কারণেই ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে অজিদের সাথেই ছিলেন তিনি।। রবিবার ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচের আগেই সুদুর পাকিস্তান থেকে দুবাইয়ে আসে অস্ট্রেলিয়ানরা। সেই দলে ছিলেন কনলিও। ফলত সেই কারণেই, তাঁকে আলাদাভাবে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিতে হয়নি।

কুপার কনলির আন্তর্জাতিক কেরিয়ার

অস্ট্রেলিয়ার তরুণ অলরাউন্ডার কনলি মূলত বাঁহাতি ব্যাটসম্যান। তবে বাঁ হাতেই দুরন্ত ঘূর্ণির জোর রয়েছে তাঁর। রিপোর্ট বলছে, প্রধানত দলে বাঁহাতি স্পিনারের অভাব ঘোচাতেই তড়িঘড়ি তাঁকে টেনে নিয়েছিল অস্ট্রেলিয়া। তবে এই তরুণ খেলোয়াড়ের আন্তর্জাতিক কেরিয়ার কতটা আকর্ষণীয় দেখে নিন একনজরে। বেশ কিছু সংবাদমাধ্যম সূত্রে খবর, এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে 1টি টেস্ট, 2টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও 3টি ওয়ানডে ম্যাচ খেলেছেন কনলি।

READ MORE:  Jasprit Bumrah: টিম ইন্ডিয়ার জন্য সুখবর, চোট কাটল বুমরাহর! চ্যাম্পিয়নস ট্রফিতে হবে ওয়াইল্ড কার্ড এন্ট্রি? | Team India Pacer Start Practise

সূত্র বলছে, তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার খুব একটা উল্লেখযোগ্য নয়। লিস্ট এ ক্রিকেটেও সেভাবে জ্বলে উঠতে পারেননি তিনি। খেলোয়াড়ের বিগত ম্যাচ পরিসংখ্যান বলছে, ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে এখনও পর্যন্ত 9টি 50 ওভারের ম্যাচে মোট 117 রান তুলেছেন তিনি। একই সাথে ভেঙেছেন 3টি উইকেটও।

সুযোগ পেতে পারেন জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক?

ম্যাথু শর্টকে হারানোর পর একপ্রকার চিন্তায় ভেঙে পড়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে বর্তমানে তরুণ কনলির দলে ফেরা ভারতের বিপক্ষে কিছুটা স্বস্তি দিয়েছে অজিদের। এমতাবস্থায় কানে আসছে নতুন খবর, শোনা যাচ্ছে সেমিফাইনালের মঞ্চে ভারতের বিপক্ষে সুযোগ পেতে পারেন অস্ট্রেলিয়ার আরেক তরুণ তারকা জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক। সূত্র বলছে, খুব সম্ভবত শীঘ্রই তাঁকে নিয়ে আশানুরূপ ঘোষণা দিতে পারে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড।

READ MORE:  Indian Football Team: জাতীয় দলের হয়ে খেলতে পারবেন না ভারতীয় বংশোদ্ভুতরা! নেপথ্যে কোন কারণ? দেখে নিন | Indian Origin Players Cannot Play For Indian Football Team

অবশ্যই পড়ুন: আচমকাই দল ছাড়লেন গুরুত্বপূর্ণ সদস্য, সেমির আগে ঝটকা টিম ইন্ডিয়ায়

অস্ট্রেলিয়ার পরিবর্তিত স্কোয়াড

স্টিভ স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, অ্য়ালেক্স ক্যারি, বেন ডারশিস, ন্যাথন এলিস, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, ট্র্যাভিস হেড, জোশ ইংলিস, স্পেনসার জনসন, মার্নাস ল্যাবুশান, গ্লেন ম্যাক্সওয়েল, তনভীর সাঙ্ঘা, অ্যাডাম জাম্পা ও কুপার কনলি।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.