সৌভিক মুখার্জী, কলকাতা: প্রাচীনকালের মতো আজও মানুষ ভবিষ্যৎ জানার জন্য মুখিয়ে থাকে। আর এমনই এক রহস্যময় ভবিষ্যদ্বক্তা হলেন বাবা ভাঙ্গা (Baba Vanga’s Prediction)। বলকান অঞ্চলের এই বিখ্যাত ভবিষ্যদ্বক্তা তার তাক লাগানো ভবিষ্যদ্বাণীর জন্য বিশ্বব্যাপী পরিচিত। যদিও তিনি আজ আর আমাদের মধ্যে নেই, তবুও তার কথাগুলি এখনো অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। এমনকি মানুষ এখনো বিশ্বাস করে তার সেই ভবিষ্যদ্বাণী।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
লক্ষ্মীদেবীর কৃপায় ২০২৫ সালে ধনী হওয়ার ভবিষ্যদ্বাণী | Baba Vanga’s Prediction |
বলা হয়, বাবা ভাঙ্গা বেঁচে থাকাকালীন এমন সব ঘটনা সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গেছেন, যা আজও অক্ষরে অক্ষরে মিলছে। এমনকি প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ ও বৈজ্ঞানিক অগ্রগতি থেকে শুরু করে মানুষের ভাগ্য, সবই মিলে যাচ্ছে তার কথা মত। আর ২০২৫ সাল নিয়ে তার এক বিশেষ ভবিষ্যদ্বাণী এখন শিরোনামে।
এই বছর চারটি বিশেষ রাশির জাতক-জাতিকাদের নাকি ভাগ্যে বিরাট পরিবর্তন আসতে পারে। অর্থ সম্পদের আগমনে ভর্তি হবে কোষাগার। এক কথায় ভাগ্যের দুয়ার খুলবে কিছু রাশির জাতক-জাতিকাদের। তাই দেখে নিন সেই চার রাশির তালিকায় আপনি পড়ছেন কিনা।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
বৃষ রাশি
বাবা ভাঙ্গা বলে গিয়েছিলেন, ২০২৫ সাল বৃষ রাশির মানুষদের জন্য টার্নিং পয়েন্ট হতে পারে। এরা সাধারণত স্থির চিন্তাশীল এবং পরিশ্রমী হয়ে থাকে। আর এই বছর গ্রহ-নক্ষত্রের চলনে লক্ষীদেবীর কৃপা বর্ষণ করবে তাদের উপর। নতুন ব্যবসা, বিনিয়োগ কিংবা কর্মক্ষেত্রে সুযোগ আসতে পারে। যারা এতদিন চেষ্টা করে সাফল্য অর্জন করতে পারেনি, তাদের জন্য সেরা সময় ২০২৫।
সিংহ রাশি
সিংহ রাশির অধিপতি সূর্যদেব। আর এই রাশির মানুষদের মধ্যে জন্মগত নেতৃত্বগুণ দেখা যায়। বাবা ভাঙ্গা বলে গিয়েছিলেন, ২০২৫ সাল সিংহ রাশির জাতক-জাতিকাদের জ্বলজল করবে। ফ্যাশন, মিডিয়া, বিনোদন, এই সমস্ত ক্ষেত্রে কাজ করা ব্যক্তিরা বিরাট সাফল্য অর্জন করবে। নতুন প্রোজেক্ট, বড় ডিল এবং সম্মানের সঙ্গে আর্থিক লাভ পিছু ছাড়বে না।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির অধিপতি প্লুটো। গভীর জলের মত এক রহস্যময় রাশি বৃশ্চিক। বাবা ভাঙ্গা বলে গিয়েছিলেন, বৃশ্চিক রাশির মানুষরা ২০২৫ সালে এমন কিছু সিদ্ধান্ত নেবে, যাতে তাদের জীবন পুরো বদলে যাবে। নতুন চাকরি, ব্যবসায় লাভ, বিদেশে কাজের সুযোগ, সবকিছু ইতিবাচক থাকবে বৃশ্চিক রাশির জন্য। শুধু সাহস নিয়ে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়ার পালা।
মকর রাশি
মকর রাশির অধিপতি শনিদেব। যদিও বর্তমানে মীন রাশিতে গমন করছেন তিনি। বাবা ভাঙ্গার মতে এই সময়টি মকর রাশির মানুষদের জন্য বিরাট লাভজনক। আর্থিক দিক থেকে অনেকটাই শীর্ষে উঠে আসবে সফলতাকে সঙ্গে নিয়ে। প্রযুক্তি, রিয়েল এসেস্ট বা ফাইন্যান্সের জগতে যারা রয়েছে, তাদের অর্থ ভরে ভরে আসবে। এই রাশির জাতক জাতিকাদের এই বছরটা হতে পারে জীবনের মোড় ঘোরানোর সময়। শনিদেবের কৃপায় তিনগুন সাফল্য মিলবে।