লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Airtel Satellite Internet: স্টারলিংকের আগেই দেশে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করছে এয়ারটেল

Published on:

স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করার দোরগোড়ায় দাঁড়িয়ে এয়ারটেল ওয়ানওয়েব (Airtel OneWeb)। বহুল চর্চিতা ইলন মাস্কের কোম্পানি স্টারলিংকের আগেই দেশে এই পরিষেবার সূচনা করতে পারে টেলিকম অপারেটরটি। গত কয়েক বছর ধরে, এই প্রযুক্তির উপর কাজ করছে এয়ারটেল। ইতিমধ্যে তার দরপত্রও জমা দিয়েছে কোম্পানি। ছাড়পত্র পেলেই তা শুরু হবে বলে জানা গিয়েছে।

অন্যদিকে, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র সফরে ইলন মাস্কের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নানা বিষয়ে আলাপচারিতার মাঝে প্রযুক্তি এবং উদ্ভাবন নিয়ে প্রধানমন্ত্রী সঙ্গে শলা-পরামর্শ করেন ইলন মাস্ক। এই সাক্ষাৎকারের ইতিবাচক প্রতিফলন হিসাবে কেউ কেউ আশা করছেন, ভারতে স্টারলিংকের স্যাটেলাইট ভিত্তিক ব্রডব্যান্ড পরিষেবা চালু হতে খুব বেশি দেরি নেই।

READ MORE:  BSNL 45 Days Plan: ৪৫ দিনের প্ল্যানে ধামাকা BSNL-র! চাপে Jio, Airtel | Bharat Sanchar Nigam Limited 45 Days Plan

উল্লেখ্য, এয়ারটেল মালিকাধীন ওয়ানওয়েব সম্প্রতি টেলিকম বিভাগের সঙ্গে যোগাযোগ করেছে। দেশজুড়ে পরিষেবা সম্প্রসারণের উদ্দেশ্যে টেলিকম দফতরের সঙ্গে বৈঠক করেছে এয়ারটেল। এই মুহূর্তে, কোম্পানি তাদের যমজ আর্থ স্টেশন গেটওয়েকে লো-আর্থ অরবিট (LEO) গ্লোবাল স্যাটেলাইট নেটওয়ার্কের সাথে সংযুক্ত করার চেষ্টা করছে। পাশাপাশি ছাড়পত্র পাওয়ার অপেক্ষা করছে এয়ারটেল।

এদিন, চিঠিতে কোম্পানি জানিয়েছে, দ্রুত অনুমোদনের ফলে ভারত দক্ষিণ এশিয়ায় স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবার জন্য একটি আঞ্চলিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। ইতিমধ্যে পাকিস্তান এবং চীন বাদে দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশে স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা চালু করেছে ওয়ানওয়েব। অনুমোদন পাওয়া গেলে, স্যাটেলাইট যোগাযোগ (স্যাটকম) শিল্পে একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করতে পারে ভারত।

READ MORE:  মাত্র ১২৩ টাকা থেকে শুরু, ৩৩৬ দিনের ভ্যালিডিটি সহ কল ও ডেটা, সেরা প্ল্যান Jio ভারত গ্রাহকদের জন্য | Jio Bharat Recharge Plans

প্রসঙ্গত, বর্তমানে ২৫টি দেশে নিম্ন-পৃথিবী কক্ষপথের উপগ্রহ ব্যবহার করে পরিষেবা দিচ্ছে ওয়ানওয়েব। সেই তালিকায় শীঘ্রই যোগ হতে পারে ভারত।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.