লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Activa ভুলে যাবেন, বিদেশে বিক্রিত হোন্ডার জনপ্রিয় স্টাইলিশ স্কুটার আসছে ভারতে

Published on:

আরও এক নতুন স্কুটার লঞ্চ করতে চলেছে Honda। ভারতের বাজারে NPF 125 মডেল লঞ্চ করার প্রস্তুতি শুরু করল জাপানি কোম্পানিটি। এটি একটি পেট্রল চালিত ১২৫ সিসি ইঞ্জিনের স্কুটার। এটি সরাসরি টক্কর জানাবে Hero Xoom 125, Suzuki Burgman এবং TVS Ntorq এর মতো পরিচিত স্কুটারগুলিকে। ভারতে স্কুটারের ডিজাইন পেটেন্ট জমা দিয়েছে হোন্ডা।

ইতিমধ্যে বেশ কিছু দেশে লঞ্চ হয়ে গিয়েছে NPF 125 স্কুটার। দেশে বাড়তে থাকা স্কুটারের চাহিদাকে মাথায় রেখে এই মডেল লঞ্চ করতে পারে কোম্পানি। তবে ঠিক কবে ভারতের বাজারে পাওয়া যাবে সেটা এখনও অজানা। আসুন এই স্কুটারের স্পেসিফিকেশন এবং ফিচার্স সম্পর্কে জেনে নেওয়া যাক।

READ MORE:  Bajaj Pulsar Bike: বাইক চালিয়ে মজা পাবেন, বাজাজ নতুন ফিচার্সের সাথে আনছে জনপ্রিয় পালসার | Bajaj Pulsar N160 ABS Mode Launch

Honda NPF 125 : সম্ভাব্য ফিচার্স ও স্পেসিফিকেশন

এই স্কুটারে পাওয়া যাবে ১২৪ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যা ৯.৩৮ হর্সপাওয়ার শক্তি এবং ১০ এনএম টর্ক জেনারেট করতে সক্ষম। স্কুটারের সর্বোচ্চ গতি ৯০ কিমি প্রতি ঘণ্টা। সাধারণত, হোন্ডার সবথেকে জনপ্রিয় টু হুইলারের কথা উঠলে সবার প্রথম Activa এর নাম মাথায় আসে। কিন্তু, NPF স্কুটার ডিজাইন ও স্টাইলের দিক দিয়ে সম্পূর্ণ আলাদা।

READ MORE:  2025 Honda Hornet 20 Launch: পালসার-অ্যাপাচির ঘুম কেড়ে লঞ্চ হল নতুন Honda Hornet, লুকস ও ফিচার্সে মুগ্ধ হবেন | 2025 Honda Hornet 20 Price

এতে রয়েছে স্প্লিট হেডল্যাম্প, মাসকুলার ডিজাইনের বডি এবং হেডলাম্পের পাশে রয়েছে আধুনিক ডিজাইনের টার্ন ইন্ডিকেটর। H আকারের LED টেলল্যাম্প পাওয়া যাবে এই স্কুটারে। পিলিওন আর্মরেস্ট রয়েছে অ্যালমুনিয়ামের। স্কুটারের ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি ৫.৭ লিটার।

হার্ডওয়্যার সেটআপে রয়েছে, সামনে ডিস্ক ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক। কম্বি ব্রেকিং সিস্টেমের সাথে পাওয়া যাবে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, যা সচরাচর ভারতীয় বাজারে ১২৫ সিসি রেঞ্জের স্কুটারে দেখা যায় না। এতে রয়েছে টিউবলেস টায়ারও। পাঁচটি রংয়ে পাওয়া যাবে Honda NPF 125 স্কুটার – গ্রে, সিলভার, ব্লু, হোয়াইট ও ব্ল্যাক। এটি এখনও কোম্পানির পরিকল্পনার মধ্যে রয়েছে, অর্থাৎ কবে লঞ্চ হতে পারে, কত দাম হতে পারে সে তথ্য এখনও জানা যায়নি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  চাপে হিরো-বাজাজ, দুর্ধর্ষ বাইক নিয়ে ভারতে ব্যবসা করতে ফিরছে চীনের বিখ্যাত কোম্পানি

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.